জুন ১১, ২০২১ ১৭:৩৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১১ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

নিপুণ রায়কে রিমান্ডে নিয়ে নির্যাতন মানবাধিকার লঙ্ঘন-ফখরুল–যুগান্তর

ইসরাইলের যুদ্ধাপরাধ: ইলহান ওমরের মন্তব্যে তোলপাড়/যুগান্তর-বাংলাদেশ প্রতিদিন

চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকায় আসছে রোববার- প্রথম আলো

এলএসডির পর এবার নতুন মাদক ব্রাউনি-ইত্তেফাক

খালেদা জিয়ার হার্ট-কিডনির সমস্যা  নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা- সমকাল

প্রধানমন্ত্রী বললেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয় না-কালের কণ্ঠ

মাদকবাহী মাইক্রোবাস পিষে দিয়ে গেল এএসআই'কে-মানবজমিন

ভারতের শিরোনাম:

মমতার অভিনন্দন, আলিঙ্গন অভিষেকের, মুকুল ফের ‘সোনার কেল্লায়’ -আনন্দবাজার

শেষমেশ যোগীতেই আস্থা!‌ মোদির সঙ্গে ১ঘণ্টার বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী -আজকাল

মিশন ২০২৪! এবার শরদ পওয়ারের সঙ্গে সাক্ষাৎ প্রশান্ত কিশোরের, তুঙ্গে জল্পনা -সংবাদ প্রতিদিন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজনীতির খবর-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয় না-খবরটি কালের কণ্ঠের।

সমকালের খবর-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার হঠানোর নামে বিএনপি যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে। সেক্ষেত্রে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সরকার কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, সরকার কাউকে ছাড় দিচ্ছে না। পরিকল্পনামন্ত্রী বললেন, সরকার স্বচ্ছ, আপনার তথ্য লুকাবেন না।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও স্ত্রী শাম্মী

আর রেলমন্ত্রীর বিয়ে সম্পর্কিত খবর আজকের প্রায় সব দৈনিকে প্রকাশিত হয়েছে। বিয়ে করলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। পাত্রী দিনাজপুরের বিরামপুরের মেয়ে শাম্মী আকতার মনি। পেশায় তিনি আইনজীবী। শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বোন শাম্মী হাইকোর্টে প্র্যাকটিস করছে। আইনি বিষয়ে পরমার্শ নিতে কিছুদিন আগে রেলমন্ত্রীর কাছে যায়। পরে আমার বোনকে মন্ত্রীর পছন্দ হয়। পারিবারিকভাবে ৫ই জুন তাদের বিয়ে সম্পন্ন হয়। প্রসঙ্গত, নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মারা যান। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন সন্তানই বিবাহিত। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর হন রেলমন্ত্রী।

রেল জীবনসঙ্গী খুঁজে দেয়

সমকাল লিখেছে, রেল শুধু বাড়ি পৌঁছায় না; খুঁজে দেয় জীবনসঙ্গী।

খালেদা জিয়ার হার্ট-কিডনির সমস্যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা: ফখরুল-সমকাল

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আর এখানে যারা আছেন তারা বাংলাদেশের বড় মাপের বিশেষজ্ঞ। তাদের সর্বশেষ যে বক্তব্যে, খালেদা জিয়ার করোনা যে প্যারামিটারগুলো আছে, সেগুলো মোটামুটি ভালো। সেখান থেকে উনি ভালো আছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার যে সমস্যাগুলো উদ্বেগজনক, সেটা হচ্ছে, হার্ট ও কিডনির সমস্যা। এটা নিয়ে তারা (চিকিৎসক) উদ্বিগ্ন আছেন। তারা মনে করছেন, বাংলাদেশে যেগুলো আছে, এটা যথেষ্ট নয়। আমরা বারবার বলেছি, তার বয়স ও অসুখগুলো নিয়ে আরো অ্যাডভান্স সেন্টারে যাওয়া দরকার।আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে সেটা আদালত করেছে। কারণ কোন আইন ও মামলায় কোনভাবেই তার সাজা হতে পারে না।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুলের আরেকটি বক্তব্য পরিবেশিত হয়েছে-যুগান্তরে। সেখানে লেখা হয়েছে, বিএনপি নেতা নিপুণ রায়কে রিমান্ডে নিয়ে নির্যাতন মানবাধিকার লঙ্ঘন।

করোনার খবরে দৈনিক যুগান্তরের শিরোনাম-করোনায় দেশে মৃত্যু আরও বাড়ল। 

প্রথম আলোর খবর-করোনা সংক্রমণ ঠেকাতে শেরপুরে বিশেষ বিধি নিষেধ দেয়া হয়েছে। আরও লেখা হয়েছে, সীমান্তে রোগ প্রতিরোধে প্রকল্প আছে কিন্তু কাজ হয়নি। চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকায় আসছে রোববার। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আসছে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা।

ইসরাইলের যুদ্ধাপরাধ: ইলহান ওমরের মন্তব্যে তোলপাড়-যুগান্তর

কংগ্রেসম্যান ইলহান ওমর

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) আফগানিস্তানে যুদ্ধাপরাধ এবং ইসরাইলের যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণ জানতে চেয়ে করা কংগ্রেসওম্যান ইলহান ওমরের প্রশ্নে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ প্রশ্নের কারণে নিজ দলেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই মুসলিম নারী আইনপ্রণেতাকে। খবর আলজাজিরার।

প্রতিনিধি পরিষদে তিন মুসলিম সদস্যের একজন ইলহান ওমর। ৭ জুন এক শুনানিতে তিনি বলেন, ইসরাইল ও হামাস দ্বারা সংগঠিত যুদ্ধাপরাধের ভুক্তভোগী যারা যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও তাদের অবশ্যই আইসিসিতে বিচার চাওয়া উচিত। জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আদালত এ ধরনের দাবিগুলোর ক্ষেত্রে পর্যাপ্ত বিচারিক সহায়তা দিতে যথেষ্ট। কিন্তু বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়নি। ইলহানের এ মন্তব্য নিয়ে তার দলের নেতারা তীব্র সমালোচনা করছেন। একই সঙ্গে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।ইলহান ওমরের করা প্রশ্নের দুদিন পর ডেমোক্র্যাট পার্টির ১১ ইহুদি সদস্য এক বিবৃতিতে বলেন, হামাস ও তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের তুলনা করা আপত্তিজনক। মুসলিম আইনপ্রণেতা ইলহান ওমর এ বিবৃতিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। এদিকে ইলহানের এ প্রশ্নে— যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে হামাস এবং তালেবানের মতো সন্ত্রাসী সংগঠনকে সমান চোখে দেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি এমন নয় জানিয়ে ইলহান এক বিবৃতিতে বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই— কথোপকথনটি আইসিসির সেই মামলাগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট ঘটনার জবাবদিহিতা সম্পর্কে ছিল। এটি যুক্তরাষ্ট্র-ইসরাইল এবং হামাস বা তালেবানের মধ্যে নৈতিক তুলনার নয়। আমি কোনোভাবেই সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে সুপ্রতিষ্ঠিত বিচারব্যবস্থাসহ গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে তুলনা করিনি।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সম্পূর্ণ হল বৃত্ত, বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন সপুত্র মুকুল রায়ের-সংবাদ প্রতিদিন

মুকুল রায় : ঘরের ছেলে ঘরে ফিরলেন

চার বছর পর ঘরে ফেরা। পুরনো দলে, পুরনো সহকর্মীদের সঙ্গে ফের রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়া। বৃত্তটা যেন সম্পূর্ণ হল এতদিনে। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy) ফিরলেন তৃণমূলে (TMC)। শুক্রবার তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। সঙ্গে পুত্র শুভ্রাংশুও। পিতাপুত্রের প্রত্যাবর্তনে আরও চাঙ্গা ঘাসফুল শিবিরও। তাঁকে  ‘ঘরের ছেলে’ বলে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ৬৭ বছর বয়সে ফের রাজনৈতিক কেরিয়ারে নতুন ধাপে পা রাখলেন মুকুল। এবার নতুন দায়িত্ব নেওয়ার পালা। তৃণমূলে যোগদানের পর তিনি বললেন,  ”বিজেপি থেকে বেরিয়ে খুব ভাল লাগছে। নতুন আঙিনায় এসেছি, পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এটা ভেবে ভাল লাগছে, বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। সামনে থেকে নেতৃত্ব দেবেন মমতা।”

এক দিন কামাখ্যা মন্দিরেও ঢুকে পড়বে’, অসমের অনুপ্রবেশকারী মুসলিমদের নিশানা হিমন্তের-আনন্দবাজার পত্রিকা

জন বিস্ফোরণ এবং জমি দখলের দায় কার্যত অনুপ্রবেশকারী মুসলমানদের ঘাড়েই চাপালেন অসমের অধুনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বললেন, ‘‘একদিন তো ওরা কামাখ্যা মন্দিরের জমিও দখল করে নেবে।’’ তাঁর দাবি, অনুপ্রবেশকারী মুসলিমরা যদি পরিকল্পনা করে পরিবার গড়েন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে আরও সচেতন হন, তা হলে জমি বেদখল হওয়ার সামাজিক সমস্যাগুলি মিটবে।জমি দখল আটকাতে অসমে অভিযান চালাচ্ছে বিজেপি সরকার। যার জেরে বহু মানুষই ঘর ছাড়া এবং তাঁদের অধিকাংশই মুসলিম। গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘জন বিস্ফোরণ যে হারে ঘটছে, তাতে একদিন কামাখ্যা মন্দিরও বেদখল হয়ে যাবে। হয়তো একদিন আমার বাড়িতেও ওরা ঢুকে পড়বে।’’

শেষমেশ যোগীতেই আস্থা!‌ মোদির সঙ্গে ১ঘণ্টার বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী-আজকাল

করোনা মোকাবিলা নিয়ে তাঁর বিরুদ্ধে আঙুল উঠছিল। রাজ্যের বিধায়ক–সাংসদদের মধ্যেও ক্ষোভ বাড়ছিল। গত সপ্তাহে দিল্লির নেতারা গিয়ে মতামত গ্রহণ শুরু করেন। কংগ্রেস ছেড়ে ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদার বিজেপি–তে যোগদানের পর আরও চাপে পড়ে যান তিনি। এর পরেই বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু করেন দফায় দফায় বৈঠক। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তা থেকে একটা বিষয়ই স্পষ্ট, এখনও যোগীতেই ভরসা রাখছে বিজেপি–র শীর্ষ নেতৃত্ব।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
 

ট্যাগ