রূপগঞ্জ ট্র্যাজেডি: প্রত্যেকের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট-দায়ের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- লাশ নয় , এখন আমরা হাড্ডি খুঁজি–মানবজমিন
- সব সরকারি অফিসের কাজ ভার্চ্যুয়ালি করার নির্দেশ-প্রথম আলো
- খুলনা বিভাগে ফের বেড়েছে মৃত্যু, ২৪ ঘন্টায় ৬০ জন-কালের কণ্ঠ
- নাজুক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা-অগ্নিঝুঁকিতে ৯০ শতাংশ প্রতিষ্ঠান ও স্থাপনা-যুগান্তর
- রূপগঞ্জে নিহত প্রত্যেকের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট -ইত্তেফাক
- ব্রাজিলকে কাঁদিয়ে কোপা শিরোপা জিতল আর্জেন্টিনা ঘুচল ২৮ বছরের অপেক্ষা-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- শুভেন্দু ফের অপসারিত-আনন্দবাজার
- অর্থমন্ত্রী অমিত মিত্রর বিদায় আসন্ন! পরবর্তী অর্থমন্ত্রী কে? তুঙ্গে জল্পনা -আজকাল
- তালিবানের দখলে কান্দাহারও, দ্রুত ৫০ কূটনীতিবিদকে দেশে ফেরাল ভারত -সংবাদ প্রতিদিন
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
রূপগঞ্জ ট্র্যাজেডির ফলোআপ খবরে আজকের প্রায় সবগুলো দৈনিকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে- রূপগঞ্জে নিহত প্রত্যেকের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট-দায়ের করা হয়েছে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির পক্ষ থেকে শনিবার (১০ জুলাই) রিট আবেদনটি করা হয়। দৈনিকটির অপর কয়েকটি খবরের শিরোনাম- বেঁচে ফেরাদের মুখে ভয়াবহ বর্ণনা। ভিক্ষা দাও আমার মেয়ের হাড্ডি-এক বাবার আকুতি। রূপগঞ্জ ট্র্যাজেডিতে কিশোরগঞ্জে নিখোঁজ ১৭ পরিবারের মধ্যে আহাজারি। ছবি নিয়ে মর্গে নিখোঁজ মায়ের খোঁজে সাত বছরের সোমা।
নাজুক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা অগ্নিঝুঁকিতে ৯০ শতাংশ প্রতিষ্ঠান ও স্থাপনা-যুগান্তর
দেশের বহুতল ভবন, প্রতিষ্ঠান ও স্থাপনার অগ্নিনিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ফলে ছোট অগ্নিকাণ্ডের ঘটনাগুলোও সময়মতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এতে বড় বিপর্যয় ঘটছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থা ফায়ার সার্ভিসের জরিপ বিশ্লেষণ করে পাওয়া গেছে এমন তথ্য। সেখানে বলা হয়েছে, ৯০ দশমিক ৩৫ শতাংশ স্থাপনা অগ্নিঝুঁকিতে রয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ রয়েছে ২২ দশমিক ৭৯ শতাংশ। উল্লিখিত পরিসংখ্যান দেশের ভঙ্গুর অগ্নিনিরাপত্তা ব্যবস্থার একটি উদাহরণ বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। কলকারখানায় নিয়মিত মেজার টেস্ট ও ফায়ার ড্রিল না হওয়া এবং স্প্রিংকলার সিস্টেম না থাকার ফলে ঘটছে দুর্ঘটনা, যাচ্ছে প্রাণ। আর প্রথম আলোর একটি মতামত প্রতিবেদনে লেখা হয়েছে, কত শিশু কাজ করত ঐ মৃত্যুকুপে।
করোনাভাইরাস-সব সরকারি অফিসের কাজ ভার্চ্যুয়ালি করার নির্দেশ-প্রথম আলো
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ সব সচিবের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ১৪ দিনের মধ্যে করোনা নিয়ন্ত্রণে না এলে শয্যার সংকট হতে পারে। কালের কণ্ঠ লিখেছে, খুলনা বিভাগে ফের বেড়েছে মৃত্যু,২৪ ঘন্টায় ৬০ জন মারা গেছে।
আশ্রয়ণ প্রকল্পে হরিলুট চলছে: বিএনপি
সরকারের আশ্রয়ণ প্রকল্প প্রসঙ্গে বিএনপি বলেছে, শুধু ব্যক্তি প্রচারের নামে যে নির্মাণকাজ হচ্ছে, তা কিছুদিন যেতে না যেতেই ভেঙে পড়ছে। এই প্রকল্পে কোটি কোটি টাকা হরিলুট চলছে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে বিএনপি।চলমান করোনা পরিস্থিতিতে ঢাকা জেলার সিভিল সার্জন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তিনি ছাড়া জেলার চিকিৎসা–সংশ্লিষ্ট কেউ গণমাধ্যমে তথ্য দিতে পারবেন না। এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বিএনপি। দলটি বলেছে, সরকার প্রকৃত তথ্য গোপন করছে। করোনায় সংক্রমিত ও মৃত মানুষের সংখ্যা আরও বেশি। তথ্য গোপনের চেষ্টা তথ্যপ্রবাহ নীতির বিরোধী।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
শুভেন্দু ফের অপসারিত-আনন্দবাজার পত্রিকা
বিস্তারিত খবরে লেখা হয়েছে, তৃতীয়বার সরকার গঠনের পরেই একের পর এক অরাজনৈতিক সংগঠন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরানোর কাজ শুরু করেছে তৃণমূল। এবার ঐতিহাসিক তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি পদ থেকে তাঁকে সরানো হল। তমলুকের এই জনকল্যাণ সমিতির সভাপতি পদে শুভেন্দুর বদলে আনা হল রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে।
তালেবানের দখলে কান্দাহারও, দ্রুত ৫০ কূটনীতিবিদকে দেশে ফেরাল ভারত-সংবাদ প্রতিদিন
আফগানিস্তানের পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। সে দেশের ৮৫ শতাংশ এলাকার দখল নিয়ে ফেলেছে বলে দাবি করেছে তালিবানরা। ঘাঁটি শক্ত করছে লস্কর-ই-তইবাও। এমন পরিস্থিতিতে আর ঝুঁকি নিতে চায় না ভারত। তাই কান্দাহার দূতাবাস থেকে ৫০ জন ভারতীয় কূটনীতিবিদ ও অন্যান্য কর্মীদের দেশে ফিরিয়ে আনা হল রবিবার। তবে কান্দাহারের দূতাবাস বন্ধ করছে না ভারত।এ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, কান্দাহারে থাকা ভারতীয় দূতাবাস বন্ধ করা হচ্ছে না।
অর্থমন্ত্রী অমিত মিত্রর বিদায় আসন্ন! পরবর্তী অর্থমন্ত্রী কে? তুঙ্গে জল্পনা-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,
পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হিসাবে অমিত মিত্র ১০ বছর পার করে ফেলেছেন। অর্থমন্ত্রী এবার বিদায় আসন্ন। কারণ হিসাবে জানা যাচ্ছে আর ভোটে দাঁড়াচ্ছেন না অমিত মিত্র। প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটেও দাঁড়াননি তিনি। কিন্তু ভোটের পর তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই মমতা ব্যানার্জি ফের অমিত মিত্রকেই অর্থমন্ত্রী করেন। নভেম্বরে তাঁর ৬ মাসের মেয়াদ শেষ হচ্ছে। কারণ অর্থমন্ত্রী হিসাবে তারপরও কাজ চালাতে গেলে ৬ মাসের মধ্যে তাঁকে উপনির্বাচনে জিতে আসতে হবে। তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে। শারীরিক অসুস্থতার জন্য আর উপনির্বাচনে দাঁড়াতে চান না অমিত মিত্র। ফলে রাজ্যের নতুন অর্থমন্ত্রী এখন কাকে করবেন এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১