আগস্ট ২৫, ২০২১ ১৯:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ সংলাপের আহ্বান বাংলাদেশের-প্রথম আলো
  • গুম কী এবং কত প্রকার এই সরকারের আমলে জেনেছি-রিজভী-কালের কণ্ঠ
  • মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ, এএসপিসহ ৫ পুলিশ আটক-মানবজমিন
  • কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, ৪ পুলিশ প্রত্যাহার-ইত্তেফাক
  • বস্তিবাসীর ফ্লাট পেয়েছেন একই পরিবারের একাধক সদস্য ও ভবন মালিক-যুগান্তর
  • এসপি তানভীরকে সতর্ক করে মামলা নিষ্পত্তি হাইকোর্টের-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • কড়া জবাব দেয়া হবে –নারায়ণ রানে মুক্তি পেতেই বিজেপিকে হুমকি ছেলে নীতিশের-আনন্দবাজার

  • কাশ্মীর এনে দেবে তালেবানই-বিস্ফোরক মন্তব্য ইমরান খানের-সংবাদ প্রতিদিন
  • বাংলায় উত্তর প্রদেশ মডেল একেবারে ফ্লপ-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আফগান সংকট

আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কিত খবরে প্রথম আলোর শিরোনাম-আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ সংলাপের আহ্বান বাংলাদেশের। খবরটিতে লেখা হয়েছে, আফগানিস্তানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে অর্থপূর্ণ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে আফগানিস্তানের চলমান মানবাধিকার পরিস্থিতির ওপর অনুষ্ঠিত ৩১তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ আহ্বান জানায়। দৈনিকটির অপর একটি প্রতিবেদনে লেখা হয়েছে, আফগানিস্তান সংকট তালেবান কি নতুন স্নায়ুযুদ্ধের সহযোগী হচ্ছে। একথা বলেছেন,পাকিস্তানের সাবেক সিনেটর ও আঞ্চলিক রাজনীতিবিষয়ক বিশ্লেষক আফ্রাসিয়াব খটকের তিনি বলেন, আফগানিস্তান এখন দেশের ভেতরে–বাইরে নানা জটিল সম্পর্কের সঙ্গে যুক্ত। এর ফলাফল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সহজ নয়। 

ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকে প্রকাশিত অপরাধ বিষয়ক খবর:

বাংলাদেশ পুলিশ

কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহার। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, আদালতের কাঠগড়ায় বসে মুঠোফোনে কথা বলছেন কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি ও আলোচিত সিনহা হত্যা মামলার দ্বিতীয় আসামি প্রদীপ কুমার দাশ। এ ঘটনা নজরে এলে আদালতে দায়িত্ব অবহেলার কারণে এক এসটিআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

মানবজমিনের  খবর-মুক্তিপণের টাকা আনতে গিয়ে জনতার হাতে এএসপিসহ আটক ৫ পুলিশ। খবরে বলা হয়েছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গতকাল মঙ্গলবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রংপুরের ৫ সদস্যকে আটক করে জনতা থানায় সোপর্দ করেছেন। তাদের মধ্যে সিআইডির একজন সহকারী পুলিশ সুপারও (এএসপি) আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা উপজেলার নান্দেরাই গ্রামে মা-ছেলেকে আটক করে মুক্তিপণ দাবি করেছিলেন।

 গুম কী এবং কত প্রকার এই সরকারের আমলে জেনেছি-রিজভী-কালের কণ্ঠ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিস্তারিত খবরে লেখা হয়েছে,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লগ সরকারের আমলে গুম কী ও কত প্রকার তা জানতে পেরেছি। রিজভী বলেন, প্রধানমন্ত্রী গতকাল একটা প্রোগ্রামে বক্তব্যে বলেছেন,২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার নাকি লাশ গুম করেছিল। এই যে তিনি অদ্ভূত অদ্ভূত কথা বলেন, অদ্ভূত মিথ্যা কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, অনেক ছাত্র, মানবাধিকারকর্মী, যারা অধিকার আদায়ের কথা বলে তারা গুম হয়েছে।  ফলে ২১ আগস্টের ঘটনায় বিএনপি লাশ গুম করেছে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে তিনি বিভ্রান্ত করতে পারবেন না। দেশের জনগণ আপনার কথায় বিভ্রান্ত হয় না।

করোনায় দেশের ৪ কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত: ইউনিসেফ-ইত্তেফাক

করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চার কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার্থীরা এ ক্ষতিগ্রস্ত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা এ শিরোনামের খবরে মানবজমিন লিখেছে, সেপ্টেম্বরের শেষের দিকে খুলে দেয়া হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। ক্লাস-পরীক্ষায় শিক্ষার্থীরা সশরীরে অংশগ্রহণ করবে। তবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের আরও অপেক্ষা করতে হচ্ছে। কবে নাগাদ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। 

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

কড়া জবাব দেয়া হবে – নারায়ণ রানে মুক্তি পেতেই বিজেপিকে হুমকি ছেলে নীতিশের-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকি দিয়ে  কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তপ্ত মহারাষ্ট্র। বিজেপি ও শিব সেনার মধ্যে সম্পর্কের ভাঙন আরও তীব্র হয়েছে ঐ ঘটনাকে কেন্দ্র করে। রানে জামিন পাওয়ার পর শিব সেনাকে হুমকি দিয়ে তার ছেলে নীতিশ টুইট করেছেন। আর এরমধ্যেই  বিতর্কে নয়া মোড় এক পুরনো ভিডিওকে কেন্দ্র করে। সেই ভিডিওতে উদ্ধব ঠাকরেকে বলতে শোনা যাচ্ছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জুতো মারার হুমকি দিতে। 

বাংলায় উত্তর প্রদেশ মডেল একেবারে ফ্লপ-অবশেষ মানতে হলো গেরুয়া শিবিরকে-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,উত্তর প্রদেশ মডেল বাংলায় চলবে না; একেবারে ফ্লপ। অচল। অবশেষে স্বীকারোক্তি উত্তরপ্রদেশের বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক শিবপ্রকাশের। হিন্দি বলয়ের রাজনীতির সঙ্গে বাংলার রাজনীতির যে খাপ খায় না তা অবশেষে বুঝতে পেরেছেন শাহরা।তারা এখন বলছেন বাংলার মানুষ সেক্যুলার। এটি বুঝেই ভোটের আগের আমাদের রণকৌশল ঠিক করা উচিত ছিল।আজ শিবপ্রকাশ বর্ধমানে দলের নেতাদের সাথে বৈঠকে কোনো রাখডাক  না করেই বলেন, কেন্দ্রীয় শাসনের ফলেই বাংলায় বিজেপির এই দুর্দশা।

Image Caption

তালেবান ইস্যুতে একসঙ্গে এগোবেন মোদি পুতিন! কী আলোচনা হলো দুই রাষ্ট্রনেতার মধ্যে –আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,তালেবানের দখলে চলে যাওয়ার পর আফগানিস্তানের অবস্থা কী হবে, তা নিয়ে চিন্তায় ভারত। বুঝেসুঝে পা ফেলতে চাইছে দিল্লি। এ পরিস্থিতিতে আফগানিস্তানের সাম্প্রতিক অবস্থা নিয়ে মতামত আদানপ্রদানের লক্ষ্যে স্থায়ী দ্বিপাক্ষিক কূটনেতিক চ্যাানেল চালু করতে যাচ্ছে ভারত ও রাশিয়া। মোদি ও পুতিন এ বিষয়ে ফোনালাপে একমত হয়েছেন। চীন ও রাশিয়া আগেই বলেছে তালেবান শাসনে তাদের আপত্তি নেই।

আফগান ইস্যুতে মোদি ভাবছেন

কিন্তু দিল্লি এখনও এ বিষয়ে কিছু বলতে চাইছে না। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে ভারত।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫

 

ট্যাগ