সেপ্টেম্বর ২৭, ২০২১ ১৫:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির প্রধানমন্ত্রী কে?’ ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • বারবার পুলিশের মামলায় ত্যক্ত-বিরক্ত শওকত নিজের বাইকেই আগুন ধরিয়ে দিলেন- প্রথম আলো
  • অনুমোদনহীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের –যুগান্তর
  • অবশেষে এসএসসি-এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ -কালের কণ্ঠ
  • ২৩ দিনে এলো ১৩৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স -মানবজমিন

ভারতের শিরোনাম:

  • মমতার শুভেচ্ছাবার্তা নিয়ে ভবানীপুরের প্রতিটি দরজায় শেষ লগ্নের প্রচার তৃণমূলের -আনন্দবাজার
  • কৃষি আইনের প্রতিবাদে চলছে ভারত বনধ, মিশ্র প্রভাব একাধিক জেলায় -আজকাল
  • দেশের সবাই ডিজিটাল হেল্থ কার্ড পাবেন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির -সংবাদ প্রতিদিন

বাংলাদেশের  গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির প্রধানমন্ত্রী কে?’ ওবায়দুল কাদের-ইত্তেফাক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে? বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, টেমস নদীর ওপারে থেকে একজন পলাতক আসামিকে নেতা নির্বাচন করলে জনগণ তা মেনে নিবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামীকাল মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামীকাল মঙ্গলবার। তিনি আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বিএনপি নেতাদের প্রতি এ প্রশ্ন রাখেন। আন্দোলন করে সরকার হঠানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অতীতের মতো যদি আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করা হয় তাহলে বিএনপি আবারও পিছিয়ে যাবে। তিনি বলেন, আগামীতে যখন এক এক করে দেশের সব মেগা প্রকল্প চালু হবে তখন বিএনপি চোখে সরষে ফুল দেখবে।

জীবিত থেকেও মৃত তারা, পাননি টিকা, দিতে পারেননি ভোট-ইত্তেফাক

কুমিল্লার মনোহরগঞ্জের ২৮ বাসিন্দা জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত তারা। পদে পদে শিকার হচ্ছেন বিড়ম্বনার। কোভিড-১৯ ভ্যাকসিন টিকাও দিতে পারেননি তারা। এমনকি নিজ দেশের নাগরিক হয়ে ভোটাধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।

ভুক্তভোগী হেদায়েত উল্ল্যা এ প্রতিবেদককে জানান, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে নিজের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দিয়ে একাধিকবার চেষ্টা করেও নিবন্ধন করতে পারেননি। ফলে ভ্যাকসিন গ্রহণ থেকে বঞ্চিত হয়েছেন তিনি। এদিকে ভোটার তালিকায় নাম না থাকায় গত জাতীয় সংসদ ও ইউপি নির্বাচনে ভোটাধিকার থেকেও বঞ্চিত হওয়ার কথা জানান তিনি।

শুধু তাই নয় জাতীয় পরিচয়পত্র হালনাগাদ না থাকায় সরকারি যে কোন অনুদান পেতে পড়েছেন বিড়ম্বনায়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ করেন প্রায় দেড় বছর আগে। কাজ না হওয়ায় সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ২য় দফা দরখাস্ত করার কথা জানান। বারবার নির্বাচন অফিসে ধর্না দিয়েও ভোটার তালিকাভুক্তি না হওয়ায় সামনে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নিয়েও তিনি শঙ্কিত।

২৩ দিনে এলো ১৩৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স-মানবজমিন

রেমিট্যান্স

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১৩৯ কোটি ১৭ লাখ (১.৩৯ বিলিয়ন) মার্কিন ডলার। টাকার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৩০ পয়সা ধ‌রে) যার পরিমাণ ১১ হাজার ৮৭১ কোটি টাকা। আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি (১ দশমিক ৮১ বিলিয়ন) মার্কিন ডলার বা ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা। যা আগের মাস জুলাই‌য়ের চেয়ে ৬ কোটি ১৪ লাখ ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। অর্থাৎ কোনো প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে আরও ২ টাকা যোগ করে মোট ১০২ টাকা পাচ্ছেন সুবিধাভোগী।

বারবার পুলিশের মামলায় ত্যক্ত-বিরক্ত শওকত নিজের বাইকেই আগুন ধরিয়ে দিলেন-প্রথম আলো/মানবজমিন

ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলে আগুন দিল শওকত নিজে

ছোট দোকান চালিয়ে ভালোই চলছিল শওকত আলীর সংসার। করোনার কারণে ছোট ব্যবসাটিও বন্ধ হয়ে যায়। তাই বাধ্য হয়ে গত কয়েক মাস ধরে মোটরসাইকেলে রাইড শেয়ার করে সংসার চালাচ্ছিলেন তিনি।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড্ডা লিংক রোডে এসে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন শওকত আলী। এ সময় ট্রাফিক সার্জেন্ট এসে তার কাগজপত্র নিয়ে যায়। মামলা না দিতে অনুরোধ করে পুলিশের কাছে গাড়ির কাগজপত্র ফেরত চান তিনি। কাগজপত্র ফেরত না পেয়ে হতাশ হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি।

পুলিশের দাবি, কাগজপত্র নিলেও তার মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি পুলিশ। মামলা দেওয়ার আগেই তিনি গাড়িতে আগুন দিয়েছেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘শওকত আলীকে থানায় এনে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। তিনি আমাকে জানিয়েছে, আগেও কয়েকটি মামলা হয়েছে তার গাড়ির বিরুদ্ধে। আজকে যখন পুলিশ তার কাগজপত্র নিয়েছে, তখন তিনি হতাশা ও আবেগ থেকে গাড়িতে আগুন দিয়েছে।’

শওকত আলীর বরাত দিয়ে ওসি বলেন,‘ ছোট ব্যবসা ছিল তার। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে গেছে। গত ২-৩ মাস ধরে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি।

এদিকে, শওকত আলীর মোটরসাইকেলে আগুন দেওয়ার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাটি দুঃখজনক বলেছেন অনেকেই।

চাঁদা না দেয়ায় নির্মাণাধীন ভবন মালিককে হত্যা-মানবজমিন

চট্টগ্রাম নগরীর খুলশীতে দাবিকৃত চাঁদা না দেয়ায় নির্মাণাধীন সাততলা ভবনের মালিককে হত্যার পর ওই ভবনের পাশেই ফেলে রাখলো স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসীরা। নিহত ভবন মালিকের নাম নেজাম পাশা। তিনি ফটিকছড়ি পৌরসভার ধুরুং হাদী বাপের বাড়ির বাসিন্দা।

অনুমোদনহীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের-যুগান্তর

অনুমোদনহীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

অনুমোদনহীন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সুদের ব্যবসা পরিচালনাকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে বলা হয়েছে।  সোমবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের ভার্চুয়াল বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদেশে বলা হয়েছে— অনুমোদনহীন ক্ষুদ্রঋণের কারবার নিয়ে তদন্ত করতে বাংলাদেশ ব্যাংককে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। আদেশের অনুলিপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে হবে।

‘আমাকে কি তাহলে কেউ অপহরণ করেনি’-প্রথম আলো

সাংবাদিক গোলাম সারোয়ার বললেন, 'তাহলে  আমাকে কেউ অপহরণ করে নি!

পরিষ্কার শোনা যায়। তাঁদের একজনের চেহারা ভিডিওতে স্পষ্ট নয়। তিনি ফোনে কাউকে বলছিলেন, ‘ও (সারোয়ার) তো স্যার সেন্সলেসের মতো।...ব্রিজের নিচে পাইছি তাঁকে।’ তাঁর কথা ছাপিয়ে শোনা যায়, গোলাম সারোয়ারের অনুনয়। কাছে যে-ই এগিয়ে আসছিলেন, তাঁর হাত ধরে তিনি বলছিলেন, ‘প্লিজ, প্লিজ, আমি আর নিউজ করব না।’

উদ্ধার হওয়ার পর কিছুটা সুস্থ হয়ে স্ত্রী ও সাংবাদিক নেতাদের সঙ্গে নিয়ে সারোয়ার কোতোয়ালি থানায় যান। তিনি অজ্ঞাতনামা ছয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা করেন।

সম্প্রতি কোতোয়ালি থানার পুলিশ সারোয়ারের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ধর্মেন্দু দাশ গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, ‘সারোয়ার অপহৃত হয়েছিলেন, এমন কোনো তথ্য-প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। সারোয়ারও অপহৃত হওয়ার বিষয়টি প্রমাণ করতে পারেননি। এ কারণে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি।’

পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে আগামীকাল ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে শুনানি হওয়ার কথা আছে।

মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরিপ্রেক্ষিতে সারোয়ার বলেন, ‘আমাকে কি তাহলে কেউ অপহরণ করেনি?’

সারোয়ারের করা মামলায় পুলিশ যখন চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে, তখন চট্টগ্রামের আদালতে আনিসুজ্জামান চৌধুরী ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক, সারোয়ারসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী।

সারোয়ার আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার। তিনি সিটি নিউজ বিডি ডটকমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক। এই পত্রিকায় ‘চট্টগ্রামে ব্যবসায়ীর জমিতে ভূমিমন্ত্রীর ভাইয়ের কুদৃষ্টি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এ প্রতিবেদনের কারণেই বিপদে পড়েছেন বলে মনে করছেন সারোয়ার।

গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় চট্টগ্রামে সাংবাদিক নিখোঁজের নেপথ্যেসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

গত বছরের ৯ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে আনিসুজ্জামান চৌধুরী ১০০ কোটি টাকার একটি মানহানির মামলা করেন। মামলায় চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসেন তৌফিক ইফতেখার, পরামর্শক সম্পাদক ও প্রকাশক অয়ন শর্মা ও সাংবাদিক গোলাম সারোয়ারকে আসামি করা হয়। মামলাটি পিবিআই তদন্ত করে তিন আসামির বিরুদ্ধে প্রতিবেদন দেয়। 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী। আনিসুজ্জামান চৌধুরীর একান্ত সচিব মো. বোরহান উদ্দিন চৌধুরী জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছেন। এতে সারোয়ারের সাংবাদিকতার সনদ যেন বাতিল করা হয়, সে আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন সহকারী কমিশনার।

সারোয়ারের মামলার এজাহারে যা আছে 

কোতোয়ালি থানায় করা মামলায় সারোয়ার উল্লেখ করেছেন, ২০২০ সালের ২৮ অক্টোবর রাতে তিনি কাজ শেষে তাঁর ব্যাটারি গলির বাসায় ফেরেন। ভাত খেয়ে কাঁধে ব্যাগ নিয়ে তাঁর গ্রামের বাড়িতে যাওয়া জন্য বের হন। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে চট্টেশ্বরী সড়কের গুলশান ক্লাবের নিচে খোকনের মোটরসাইকেলের গ্যারেজে যান তিনি। কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় যাওয়ার জন্য মোটরসাইকেলে চেপে রওনা দেন। কিছু দূর যেতে না যেতেই কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের এফএনএফ ইলেকট্রনিকসের সামনের রাস্তার ওপর মোটরসাইকেলটি থেমে যায়। অজ্ঞাতনামা একজন লোক এ সময় তাঁর সিটের পেছনে উঠে নাকেমুখে চেতনানাশক দেন। 

সারোয়ার বলেন, তিনি কতক্ষণ সংজ্ঞাহীন ছিলেন, তা জানেন না। জ্ঞান ফেরার পর অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শুনতে পান। অজ্ঞাতস্থানে তাঁকে গাছজাতীয় কোনো কিছু দিয়ে পায়ে এলোপাতাড়ি মারা হয়। এ ছাড়া বেল্ট দিয়ে বুকে ও পিঠে পেটানো হয়। ঘুষি মারা হয়। মারধরের সময় অপহরণকারীরা বলতে থাকে, ‘আর নিউজ করবি কি না বল?’ 

জীবিত রাখা হবে, না খুন করা হবে, সে আলাপও ফোনে করতে শোনেন সারোয়ার। তবে অন্যপ্রান্ত থেকে খুন না করার করার নির্দেশ আসে। সাংবাদিকদের ভয় দেখানোর জন্য তাঁকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয়। এ সময় চোখ ও পা বাঁধা অবস্থায় তিনি অপহরণকারীদের কথা ছাড়া ট্রেনের শব্দ শুনতে পেয়েছেন। 

‘বাদী মোটা, অপহৃত হলে ফুটেজে দেখা যেত’ 

পুলিশ বলেছে, গুলশান ক্লাবের নিচে মোটরসাইকেল গ্যারেজের সামনে, কাজীর দেউড়ি ও ভিআইপি টাওয়ারের এফএনএফ ইলেকট্রনিকসের সামনের মোট চারটি ক্যামেরার ফুটেজ দেখেছে তারা। ফুটেজ দেখার সময় তাঁদের সঙ্গে সারোয়ারের নিকটাত্মীয় আবিদ বিন হারুন ছিলেন। তাঁরা কেউ ফুটেজে সারোয়ারকে দেখতে পাননি। 

চূড়ান্ত প্রতিবেদনে পুলিশের মন্তব্য, বাদী মোটা। তাঁর পরনে ছিল কালো গেঞ্জি। মোটরসাইকেলচালকের হেলমেট ছিল। বাদী অপহরণের শিকার হলে ফুটেজে দেখা যেত। এফএনএফ ইলেকট্রনিকসের সামনে ভিআইপি টাওয়ারের কাছে দুজন নিরাপত্তাকর্মী ছিলেন। ব্যাংকের বুথেও ছিলেন একজন নিরাপত্তাকর্মী। তাঁরা কেউ বাদীকে দেখেননি। বাদী সুঠামদেহী হওয়ায় তাঁকে চেতনানাশক দেওয়ার চেষ্টা হলে ধস্তাধস্তি হওয়ার কথা। এমন কিছু হওয়ার তথ্য তাঁরা পাননি। 

অজ্ঞাতস্থানে থাকার সময় কথোপকথনে সংবাদ লেখার কারণে বাদীকে অপহরণ করা হয়েছে বলে যে দাবি সারোয়ার করেছেন, তার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। অনেক প্রশ্নের উত্তর অজানা 

সারোয়ারের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছিল মোটরসাইকেল থেকে। সেই মোটরসাইকেলটি কোথায়, সেটি খুঁজে বের করার কোনো চেষ্টা পুলিশ করেছিল কি না, চূড়ান্ত প্রতিবেদনে তার উল্লেখ নেই। 

পুলিশের দাবি, তারা সারোয়ারের নিকটাত্মীয় আবিদ বিন হারুনকে সঙ্গে নিয়ে ভিডিও ফুটেজ দেখেছে। গতকাল রাতে আবিদ বিন হারুন প্রথম আলোকে বলেন, ব্যাটারি গলির মুখে একটি সিসি ক্যামেরা আছে। ওই ক্যামেরায় সারোয়ারকে বাসায় ঢুকতে ও বের হতে দেখা গেছে। এর বাইরে আরও যে ফুটেজ পুলিশ দেখেছে বলে দাবি করছে, সেগুলো তাঁকে দেখানো হয়নি। 

রাত ১১টা ৫৫ মিনিটে যে স্থান থেকে সারোয়ার অপহরণের শিকার হন বলে উল্লেখ করেছেন, সে জায়গাটি ছিল অন্ধকার। অন্ধকারের কারণে ফুটেজ না-ও পাওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। তা ছাড়া বাড়িতে যাওয়ার জন্য ২৮ অক্টোবর তিনি দাড়ি কামিয়ে ছিলেন। 

সারোয়ার বলেন, ‘আমাকে উদ্ধারের পর ভিডিও ফুটেজে আমার মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল। কিন্তু পুলিশ এখন দেখতে পাচ্ছে না। ডাক্তার বলেছেন, ভোঁতা অস্ত্রের আঘাত আছে। কিন্তু পুলিশ এখন আর কিছুই দেখতে পাচ্ছে না।’

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মমতার শুভেচ্ছাবার্তা নিয়ে ভবানীপুরের প্রতিটি দরজায় শেষ লগ্নের প্রচার তৃণমূলের-আনন্দবাজার পত্রিকা

ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে নিজের প্রচারে ভিন্নমাত্রা

রবিবার সন্ধ্যায় জোড়া সভা করে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে নিজের প্রচার শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা নিয়ে ভোটারদের দরজায় দরজায় হাজির হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। একেবারে শেষ লগ্নের প্রচারে এমন অভিনব কৌশল প্রসঙ্গে ভবানীপুর উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ভোটারের কাছে পৌঁছে যেতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সেটা সম্ভব ছিল না। তাই মুখ্যমন্ত্রীর প্রচার শেষ হওয়ার পরেই আমরা তাঁর বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছি।’’

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ভবানীপুরে দিলীপের প্রচারে তুমুল উত্তেজনা, ধাক্কাধাক্কিতে মাথা ফাটল এক বিজেপি কর্মীর।অন্যদিকে আজকাল লিখেছে, ,ভবানীপুরে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বললেন, গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই’।

কৃষি আইনের প্রতিবাদে চলছে ভারত বনধ, মিশ্র প্রভাব একাধিক জেলায়-আজকাল

কৃষি আইন বাতিলের দাবিকে সামনে রেখে দেশজুড়ে ভারত বনধ পালন করছে সংযুক্ত কিষাণ মোর্চা। এদিন ভোর ৬টা থেকে বিকেল ৪টে অবধি জারি থাকবে বনধ। বনধের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে রাজ্যের একাধিক জেলায়। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধকে সমর্থন করছে বাম-‌কংগ্রেস। 

বনধের সমর্থনে যাদবপুরে মিছিল করে বাম কর্মী-‌সমর্থকরা। বাম নেতাদের কথায়, সারা ভারতবর্ষের কৃষকদের সংগঠনগুলি মিলে সমন্বয় মঞ্চ তৈরি করেছে। কৃষকরা গত ১ বছর ধরে দিল্লির বুকে অবস্থান বিক্ষোভ করছে। কৃষকদের উপর অত্যাচার করছে মোদি সরকার। তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে, কৃষকরা যাতে নুন্যতম সহায়ক মূল্য পায়। আদানি, আম্বানিদের হাতে কৃষিক্ষেত্রকে তুলে দেওয়া যাবে না, তার বিরুদ্ধেই এই বনধ পালন করা হচ্ছে। যাদবপুরের পাশাপাশি লেকটাউনেও ভারত বনধের সমর্থনে বাম নেতা-‌কর্মীরা মিছিল করে, পথ অবরোধ করে।

দেশের সবাই ডিজিটাল হেল্থ কার্ড পাবেন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির-সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতেই আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ বার আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রের সেই প্রকল্প। সোমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন(Ayushman Bharat Digital Mission)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশন বা জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা গত বছরই করেছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে তিনি এই নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন। এত দিন পরীক্ষামূলকভাবে ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু থাকলেও এদিন থেকে দেশজুড়ে এই প্রকল্পের সূচনা হল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭