অক্টোবর ০২, ২০২১ ১৫:৫২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

  • মুহিবুল্লাহ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
  • ই-কমার্সের নামে প্রতারণা কেউ এখন দায় নিচ্ছে না -প্রথম আলো
  • মির্জা ফখরুলের বাকচাতুর্য কল্পনাকেও হার মানায়: কাদের-যুগান্তর
  • নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: ফখরুল-মানবজমিন-মানবজমিন
  • রিং আইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • মমতার জয় কত ভোটে, হিসেবে কষছে রবিতে শূন্যের শঙ্কায় থাকা গেরুয়া শিবিরও-আনন্দবাজার পত্রিকা
  • নজরে আফগানিস্তান, মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের -সংবাদ প্রতিদিন
  • মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি, বিস্ফোরক রাহুল সিনহা-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: ফখরুল-মানবজমিন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন-নির্বাচন খেলা আর হবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ।

শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘২০০১ সালের ১লা অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মানুষের ভাষা পড়েন, দেয়ালের ভাষা পড়েন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে সরে যান। নিরপেক্ষকালীন সরকার ছাড়া আমরা কোনও নির্বাচনে অংশ নেবো না।’ এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আসুন, ঐক্যবদ্ধভাবে দানবকে সরিয়ে দেই।

দেশের গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের দায় আছে, বিএনপিকে এই দায় বহন করতে হবে। সুশৃঙ্খলভাবে মাঠ বোঝাই করবেন, যখন আন্দোলনের ডাক আসবে। তখন রাস্তা বোঝাই করবেন, মাঠ বোঝাই করবেন। 

মির্জা ফখরুলের বাকচাতুর্য কল্পনাকেও হার মানায়: কাদের-যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই নতুন নতুন তথ্য উপস্থাপন করেন, আর মাঝে মাঝে তার বাকচাতুর্য কল্পনাকেও হার মানায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে।

বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারের হৃদকম্প শুরু হয়েছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এসব সৃজনশীল কথামালার চাতুরিতে ফখরুল ইসলাম আলমগীর আত্মতৃপ্তি বোধ করতে পারেন, কর্মীদের রোষানল থেকে নিজেদের সুরক্ষার জন্য কল্পনার ফানুস উড়াতে পারেন। কিন্তু বাস্তবের সঙ্গে তাদের বক্তব্যে বিপরীত তা দেশের মানুষ ঠিকই জানেন।

পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশংকা বিএনপিকে আগেই পেয়ে বসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদেরই হৃদয়ে হৃদকম্পন শুরু হয়েছে। 

তিনি বলেন, আওয়ামী লীগ ভয়ে কাঁপে না, চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই বঙ্গবন্ধুর রাজনীতি। আর সেই রাজনীতিই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে করে যাচ্ছে। 

এ দেশের রাজপথ জানে আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামের বীরত্বগাথা আর সমৃদ্ধ ইতিহাস উল্লেখ করে সেতুমন্ত্রী  বলেন, জনগণের জানে বিএনপির হঠকারিতা, গণতন্ত্র হত্যা, ষড়যন্ত্র, লুটপাট আর সুবিধাবাদী রাজনীতির কথা। 

আসছে করোনার ট্যাবলেট, মৃত্যু অর্ধেকে আসবে দাবি গবেষকদের-ইত্তেফাক

করোনাভাইরাসের চিকিৎসায় টিকা আবিষ্কারের পর খুব শিগগির বাজারে আসছে এর ওষুধ। এর ব্যবহার শুরু গলে করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা অর্ধেকে নেমে আসছে বলে দাবি করছেন গবেষকরা। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে । এই ওষুধের প্রস্তুতকারক মার্ক বলেন, করোনা রোগীদের জরুরী ভিত্তিতে সেবা দেওয়ার জন্য আমরা খাদ্য ও ওষুধ অধিদফতরের কাছে আবেদন করবো। আশা করছি কিছুদিনের মধ্যেই তারা জরুরী ব্যবহারের জন্য এই ওষুধের অনুমোদন দেবে। যদি এমন হয়, তাহলে আমাদের এই ওষুধ বিশ্বের বুকে প্রথম করোনার ওষুধ হবে।

মিয়ানমারে ফিরতে চাওয়ায় মুহিবুল্লাহকে হত্যা,কাউকে ছাড় দেয়া হবে না- পররাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক/প্রথম আলো

মিয়ানমারে ফিরতে চাওয়ার কারণে শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। তিনি নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চেয়েছিলেন। এ কারণেই কিছু স্বার্থান্বেষী মহল তাঁকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। কাউকে ছাড় দেওয়া হবে না।

গত বুধবার রাতে উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরে দুর্বৃত্তদের গুলিতে খুন হন মুহিবুল্লাহ। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন।এদিকে মুহিবুল্লাহ খুনের ঘটনায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সংশ্লিষ্টতা এবং তিনজনকে শনাক্ত করার কথা গত বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেছিলেন তাঁর ভাই হাবিবুল্লাহ। মুহিবুল্লাহ হত্যার ঘটনায় এক ব্যক্তিকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। জাতিসংঘ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় তদন্ত চেয়েছে।

মালয়েশিয়ায় গ্রেপ্তার ৯৫ বাংলাদেশিসহ ২৯৭ জন ১৪ দিনের রিমান্ডে-মানবজমিন

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অবৈধ অভিবাসী বিরোধী যৌথ অভিযানে বাংলাদেশী সহ গ্রেপ্তার হয়েছেন ৩২৬ জন। গতকাল শুক্রবার গভীর রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগের অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। এদের মধ্যে থেকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার ২৯৭ জনকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতোক খায়রুল জাজাইমি দাউদ বলেন, মধ্যরাত ১২ টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশীকে আটক করে তাদের কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খায়রুল বলেন, বিদেশীদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে বলে ধারণা করা হয় এবং কেউ কেউ তাদের নিজস্ব ব্যবসাও পরিচালনা করেন।

ই-কমার্সের নামে প্রতারণা কেউ এখন দায় নিচ্ছে না-প্রথম আলো

শুধু ইভ্যালি বা ই-অরেঞ্জ নয়, দেশের অন্তত ১২টি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকের কেনা পণ্য দিচ্ছে না। টাকাও ফেরত পাচ্ছেন না গ্রাহকেরা। কোনো কোনো প্রতিষ্ঠান গ্রাহককে পাওনার বিপরীতে ব্যাংকের চেক দিয়েছে। তবে ব্যাংক হিসাবে টাকা না থাকায় তা ফেরত আসছে।

এই ১২টি প্রতিষ্ঠান যে টাকা দিচ্ছে না, তা বলছেন প্রতিষ্ঠানগুলোর গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা।এই ১২ প্রতিষ্ঠানের কাছে সব মিলিয়ে গ্রাহক ও সরবরাহকারীদের পাওনা কত, তার কোনো হিসাব নেই। কোনো সরকারি সংস্থা এখনো সে হিসাব করেনি। তবে পুলিশ, র‌্যাব, গ্রাহক ও মালিকপক্ষের দাবি অনুযায়ী, ৪টি প্রতিষ্ঠানের কাছে গ্রাহক ও সরবরাহকারীদের ৩ হাজার ১২১ কোটি টাকা পাওনার তথ্য বেরিয়ে এসেছে।গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা পাওনা টাকা ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। বিক্ষোভ করছেন। তাতে কোনো লাভ হচ্ছে না। কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় ঘুরে দেখা গেছে, সেগুলো বন্ধ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমন পরিস্থিতির জন্য সরকারই দায়ী।প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে প্রতারণা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল দুই বছর আগেই। কিন্তু তখন বাস্তবায়িত হয়নি।

রিং আইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার-কালের কণ্ঠ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হওয়ার অভিযোগ এনে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে সিআইডি সূত্রে। শুধু চাকরির নামে ২১২ কোটি টাকা হাতিয়েছে রিং আইডি বলে লিখেছে-বাংলাদেশ প্রতিদিন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

মমতার জয় কত ভোটে, হিসেবে কষছে রবিতে শূন্যের শঙ্কায় থাকা গেরুয়া শিবিরও-আনন্দবাজার পত্রিকা

বিস্তারিত খবরে লেখা হয়েছে, উপনির্বাচনে জেতা আসনেও জয় পাওয়া যে কঠিন , সে অভিজ্ঞতা রয়েছে বিজেপির। ২০১৯ সালে স্বয়ং দিলীপ ঘোষ ছাড়া খড়গপুর সদর তৃণমূলের কাছে হারতে হয়েছিল গেরুয়া শিবিরকে।আর ভবানীপুরে গত বিধানসভা নির্বাচনে তো বড় ব্যবধানে জিতেছে তৃণমূল। তার উপর উপনির্বাচননে আবার প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।ভোট পড়ার হারও সন্তোষজনক নয়। তাই জেতার আশা নয়, বরং কত ভোটের ব্যবধানে পরাজয় তার অঙ্কই কষছে বিজেপি শিবির। ফলে রোববারের ফল যে ৩-০ হতে চলেছে তার জন্য অন্তত মানসিকভাবে প্রস্তত বিজেপি।

ভারতকে না জানিয়েই দোহায় তালিবানের সঙ্গে চুক্তি আমেরিকার, তোপ জয়শংকরের-সংবাদ প্রতিদিন

ভারতকে অন্ধকারে রেখেই দোহায় তালিবানের সঙ্গে চুক্তি সই করেছিল আমেরিকা)। ভারত-আমেরিকা কৌশলগত সহযোগিতা সংক্রান্ত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। 

বৃহস্পতিবার ‘US-India Strategic Partnership Forum’ সামিটে ভারচুয়ালি যোগ দিয়ে তালিবানের সঙ্গে আমেরিকার চুক্তি নিয়ে জয়শংকর বলেন, “আমাদের প্রত্যেকেরই উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দোহাতে তালিবান ঠিক কী প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা আমরা জানি না। আমেরিকাই সবচেয়ে ভাল জানে। সেই চুক্তির অনেক বিষয়েই আমাদের জানানো হয়নি। অনেক বিষয় আন্তর্জাতিক সম্প্রদায়ও জানে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আফগানিস্তানের জমি যাতে সন্ত্রাসবাড়ির ব্যবহার করতে না পারে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।”

নজরে আফগানিস্তান, মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের-সংবাদ প্রতিদিন

আফগানিস্তানে তালিবানি (Taliban) শাসনে উদ্বেগ বাড়ছে বিশ্বের। সীমান্তের ওপার থেকে সন্ত্রাসের পদধ্বনি শুনতে পাচ্ছে ভারত। এহেন পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলতে বৃহস্পতিবার ওয়াশিংটনে আলোচনায় বসেন অস্টিন ও জেনারেল রওয়াত। এই বিষয়ে এক বিবৃতি জারি করেছেন পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি। তিনি জানান, ভারত-আমেরিকা সামরিক সহযোগিতাকে আরও মজবুত করার বিষয়ে কথা বলেছেন অস্টিন ও রওয়াত।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ