অক্টোবর ১৬, ২০২১ ১৬:০১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • চৌমুহনীতে ১৪৪ ধারা, ইসকন–ভক্তের লাশ উদ্ধার-প্রথম আলো
  • বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কেন এত বিতর্ক?-মানবজমিন
  • আফগানিস্তানে ‍জুমার নামাজে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার-ইত্তেফাক
  • কৃষকদের ভর্তুকি দিতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমরা শুনিনি: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • মাগুরায় নির্বাচনী সহিংসতায় নিহত ৪-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, পাকিস্তানেরও পিছনে ভারত! তালিকাকে ‘অবাস্তব’ বলে দাবি কেন্দ্রের-সংবাদ প্রতিদিন
  • সরকার ফেলার ছক কষছে বিজেপি! মমতার মডেলেই লড়াইয়ের অঙ্গীকার উদ্ধবের-আনন্দবাজার পত্রিকা
  • ‘আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভাপতি’, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ঘোষণা সোনিয়ার -আজকাল

 এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মাগুরায় নির্বাচনী সহিংসতায় নিহত ৪-কালের কণ্ঠ

মাগুরা সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দলাদলির ঘটনায় প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণ জগদল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রফিকুল আহসান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর দুই মেম্বার প্রার্থী সমর্থদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

চৌমুহনীতে ১৪৪ ধারা, ইসকন–ভক্তের লাশ উদ্ধার-প্রথম আলো

কুমিল্লার ঘটনার জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গতকাল শুক্রবার হামলার পর আজ শনিবার মন্দিরসংলগ্ন পুকুর থেকে এক ইসকন–ভক্তের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম প্রান্ত চন্দ্র দাস (২৬)। আজ সকাল ছয়টার দিকে মন্দিরসংলগ্ন পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে বলে জানান ইসকন মন্দিরের সহসভাপতি হরিপ্রেম প্রসাদ দাস।

গতকালের হামলা-ভাঙচুরের পর উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে চৌমুহনী পৌরসভা এলাকায়। সকাল ছয়টা থেকে শুরু হওয়া ১৪৪ ধারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার।

প্রান্ত চন্দ্র দাসের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার। প্রান্ত চন্দ্র দাস জেলার চাটখিল উপজেলার সাহাপুর এলাকার বাসিন্দা। তিনি ইসকন–ভক্ত হিসেবে পূজায় এসেছিলেন।

হরিপ্রেম প্রসাদ আজ সকাল সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলের হামলা-ভাঙচুর চলার সময় ইসকন মন্দিরের অন্তত চারজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এর মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রান্ত চন্দ্র দাস নিখোঁজ ছিল। আজ সকাল ছয়টার দিকে মন্দিরসংলগ্ন পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে।

ঢাকায় বিক্ষোভ, সংঘর্ষ-নিরাপত্তা বলয়ে সারা দেশ-মানবজমিন

কুমিল্লার ঘটনায় দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের ৩৫ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মেট্রোপলিটন এলাকার মধ্যে রাজধানী ঢাকা ও সিলেট নগরীতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও র‌্যাব ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। গতকাল সকাল থেকেই গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। জুমার পর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন মুসল্লিরা। এ সময় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় মুসল্লিদের। গতকাল জুমার পর রাজধানীর নয়াপল্টন-কাকরাইলের নাইটেঙ্গেল মোড়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কেন এত বিতর্ক?-মানবজমিন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রায় সবসময়ই সরব মিডিয়ায়। সম্প্রতি এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে তার কিছু মন্তব্য ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। সাবেক এই ছাত্রনেতা বলেন, অবাক লাগে শিক্ষাপ্রতিষ্ঠানে যারা শিক্ষার মূল দায়িত্বে আছেন, তারা সেখানকার প্রভাবশালী ছাত্রনেতাদের কথায় ওঠেন আর বসেন। এই ব্যক্তিত্বহীনতা শিক্ষকতার মর্যাদাকে ভীষণভাবে ক্ষুণ্ন করে। প্রভাবশালীদের তদবিরে শিক্ষক নিয়োগ হয়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, মেধা, যোগ্যতাকে পাশ কাটিয়ে নিয়োগ হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। ইদানীং সে বিতর্ক আরও জোরদার হয়েছে।

কিসের ভিত্তিতে নিয়োগ দেয়া হচ্ছে শিক্ষক। মেধাই কি প্রধান বিবেচ্য হচ্ছে? নাকি দলীয় আদর্শ ও সম্পর্ককে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। এমনকি এমনও অভিযোগ আছে, পছন্দের কাউকে শিক্ষক নিয়োগ দেয়ার ক্ষেত্রে প্রথম বর্ষ থেকেই দেয়া হয় বিশেষ নজর। নম্বর দেয়ার ক্ষেত্রে দেয়া হয় বিশেষ বিবেচনা। কোনো কোনো ক্ষেত্রে নেয়া হয় বিশেষ কৌশল। বাদ দেয়া হয় সর্বোচ্চ মেধাবীদের।

শিক্ষাবিদরা বলছেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহুক্ষেত্রেই দলীয় আনুগত্যকে সর্বোচ্চ বিবেচনায় রাখা হয়। অনেক শিক্ষাবিদই মনে করেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক হওয়ার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক থাকা প্রয়োজন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, আামাদের শিক্ষক নিয়োগের নীতিমালা বিশ্বমানের নয়। গ্রাজুয়েট ও মাস্টার্স দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়া হয়। যা বিশ্বের অনেক দেশেই সম্ভব নয়। বিশ্বের নানা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে পিএইচডি ডিগ্রি লাগে।

শিক্ষক নিয়োগে অনিয়ম বিপর্যয় ডেকে আনছে বলে মনে করেন শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, এখন তো আর শিক্ষক নিয়োগ হয় না কোনো বিশ্ববিদ্যালয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় না হয় ভোটার নিয়োগ। শিক্ষকরা সারা বছর নির্বাচন করেন কিন্তু ছাত্রদের কোনো নির্বাচন হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পয়সা গুণে নিয়োগ দেয়া হয় কাজেই শিক্ষা কোথাও হচ্ছে না। রাজনীতি হচ্ছে, হচ্ছে ব্যবসা। বাংলাদেশের শিক্ষার হাল হকিকত খুবই করুণ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে গ্রেড দেয়া হয় সিংহভাগ বিভাগেই শিক্ষার্থীদের মেধার প্রতিফলন পাওয়া যায় না। সবদিকেই একটা নৈরাজ্য চলছে। আমি মনে করি শিক্ষক যদি ভালো না হয় শিক্ষার্থীও ভালো হয় না। 

৪ সবজিতে ক্ষতিকর মাত্রায় রাসায়নিক-প্রথম আলো

বাজারে প্রায় সারা বছরই বেগুন পাওয়া যায়। ফুলকপি শীতকালে পরিণত হলেও এ সবজির আগাম জাত আগস্টেই বাজারে চলে আসে। শিম আর বরবটি অবশ্য আরও মাসখানেক পর আসবে। নিত্য পাতের এ চার সবজিতেই ক্ষতিকর মাত্রায় রাসায়নিক কীটনাশকের উপস্থিতি পেয়েছেন গবেষকেরা। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত সবজিতে এসব ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে তুলনামূলক বেশি। আম, পেয়ারায়ও ক্ষতিকর মাত্রায় কীটনাশক পাওয়া গেছে। এ ছাড়া পানেও এ ধরনের রাসায়নিক পেয়েছেন গবেষকেরা।বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) চারটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।গবেষণায় বিজ্ঞানীরা বেগুন, ফুলকপি, শিম ও বরবটির নমুনার ১১ থেকে ১৪ শতাংশের মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় রাসায়নিক কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এসব গবেষণা করা হয়েছে বারিতে স্থাপিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাগারে।গবেষণা প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, সবজি ও ফলের নমুনায় গবেষকেরা সাইপারমেথ্রিন, ক্লোরোপাইরিফস, ডাইমেথয়েট, অ্যাসিফেট ও কুইনালফসের মতো ক্ষতিকর রাসায়নিক পেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এসব রাসায়নিক ক্যানসার, পারকিনসনস, চর্মরোগ, উচ্চ রক্তচাপসহ নানা ধরনের রোগের কারণ হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এসব রাসায়নিকযুক্ত খাবার খেলে স্নায়ুরোগে আক্রান্ত হতে পারে। শিশুদের বুদ্ধির বিকাশ ব্যাহত হতে পারে। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে গর্ভের সন্তানের নানা ধরনের সমস্যা হতে পারে।

কৃষকদের ভর্তুকি দিতে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমরা শুনিনি: প্রধানমন্ত্রী-যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরাসরি কৃষকের হাতে ভর্তুকির টাকা পৌঁছানোর ব্যবস্থা করেছে বর্তমান সরকার। প্রায় দুই কোটি ১০ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড দিয়ে যাচ্ছি। মাত্র ১০ টাকায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা করে দিয়েছি।শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সাল থেকেই আমরা বর্গাচাষিদের বিনা জামানতে কৃষিঋণ দেওয়া শুরু করি। আমাদের লক্ষ্য ছিল ব্যাংক কৃষকের কাছে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, বিদেশ থেকে কৃষকদের ভর্তুকি দিতে নিষেধ করা হয়েছিল। কিন্তু আমরা তাদের কথা শুনিনি। ’৯৬ সালে ক্ষমতায় আসার আগ থেকেই বিশ্বব্যাংক আমাদের পরামর্শ দিয়েছে যে ভর্তুকি দেওয়া যাবে না। আমরা বলেছিলাম পৃথিবীর সব দেশ দেয়, আমরা কেন দেব না।

আফগানিস্তানে ‍জুমার নামাজে বিস্ফোরণে নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার-ইত্তেফাক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহারে ‍জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯০ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কান্দাহার শহরের বিবি ফাতেমা নামের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মসজিদটি শহরের সবচেয়ে বড় শিয়া মসজিদ।

বড় লোক হওয়ার আশায় কিডনি বিক্রি, টাকা যায় দালালদের পকেটে-ইত্তেফাক

এক যুগেও বন্ধ করা যায়নি কিডনি ব্যবসা। জয়পুরহাটের কালাইয়ের ৪০টি গ্রামের অসহায়, দরিদ্র জনগোষ্ঠীকে বড় লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রলুব্ধ করা হচ্ছে কিডনি বিক্রি করতে। এতে অনেকে লোভে পড়ে সে পথে পা বাড়াচ্ছেন। বিক্রি করছেন কিডনি। কিন্তু যে আশায় কিডনি বিক্রি করছেন তা পূরণ হচ্ছে না। যে পরিমাণ অর্থ পাওয়ার কথা তা দেওয়া হচ্ছে না এদের কাউকেই। সবাই নামমাত্র মূল্যে এক থেকে দেড় লাখ টাকা পাচ্ছেন। যদিও আইনে কিডনি বিক্রি বন্ধ। তবে পরিবারের কারো কিডনি প্রয়োজন হলে শুধু রক্তের সম্পর্কের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে তা দান করতে পারবেন, এক্ষেত্রে অর্থের কোনো বিষয় নেই।

দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যারা কিডনি বিক্রি করছেন তাদের অনেকেই স্বাস্থ্যের বিষয়ে ফলোআপ করেন না। ফলে শারীরিক নানা জটিলতায় তাদের অনেকেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন। আবার কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে নিজেই কিডনি বিক্রির দালাল বনে যাচ্ছেন। নেমে পড়ছেন কিডনি ব্যবসায়।

এদিকে এই কিডনি বিক্রির চক্র এখন ঢাকাসহ অনেক স্থানেই সক্রিয়। দালালদের খপ্পরে পড়ে এরা পার্শ্ববর্তী দেশে কিডনি বিক্রির জন্য পাড়ি জমায়। স্থানীয় প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে এই চক্র সক্রিয়। তাদের রোধ করা যাচ্ছে না। ইতিমধ্যে র্যাব কিডনি বিক্রির সঙ্গে জড়িত দালালদের কয়েক জনকে গ্রেফতার করেছে।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ইত্তেফাককে বলেন, দালালদের অনেককেই ধরা হয়েছে। তারা জড়িতদের নাম বলেছে। আমরা এই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে। যে কোনো মূল্যে এই কিডনি বিক্রি বন্ধ করতে হবে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, পাকিস্তানেরও পিছনে ভারত! তালিকাকে ‘অবাস্তব’ বলে দাবি কেন্দ্রের-সংবাদ প্রতিদিন

বিশ্ব ক্ষুধা সূচকে (Hunger Index) নেপাল, বাংলাদেশ, পাকিস্তানের (Pakistan) চেয়েও নিচে অবস্থান রয়েছে ভারতের। ২০২০ সালের তুলনায় তালিকায় আরও নিচে নেমে গিয়েছে ভারত। এবার এই সূচকের পরিমাপ পদ্ধতির সারবত্তা নিয়েই প্রশ্ন তুলল কেন্দ্র। দাবি করল, এই তালিকা প্রস্তুতির পদ্ধতিতেই গলদ রয়েছে। তা একেবারেই বাস্তবসম্মত ও তথ্যনিষ্ঠ নয়।উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই এই দারিদ্রের মাপকাঠিতে শোচনীয় অবস্থা ভারতের।এই তালিকার কথা প্রকাশ পাওয়ার পরে কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই পদ্ধতি বিজ্ঞানসম্মত নয়।

সরকার ফেলার ছক কষছে বিজেপি! মমতার মডেলেই লড়াইয়ের অঙ্গীকার উদ্ধবের-আনন্দবাজার পত্রিকা

বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্রে সরকার ফেলার চক্রান্তের অভিযোগ তুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পাশাপাশি , বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের  সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলার পথেই বিজেপির মোকাবিলা করবে মহারাষ্ট্র। মুম্বই উপকূলে প্রমোদতরী থেকে মাদক উদ্ধার এবং শাহরুখ তনয় অরিয়ান খানের গ্রেফতারি বিজেপির চক্রান্তের অংশ বলে অভিযোগ শিবসেন প্রধান উদ্ধবের। নরেন্দ্র মোদী ও অমিত শাহদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ক্ষমতা থাকলে আমার সরকার ফেলে দেখান।

‘আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভাপতি’, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে ঘোষণা সোনিয়ার-আজকাল/সংবাদ প্রতিদিন

শেষ কয়েক বছর ধরেই দলে বিরুদ্ধ  কণ্ঠ জোরালো হয়েছে। বারবার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। আঙুল উঠেছে গত বছর আগস্টে সভানেত্রীকে সরাসরি ক্ষোভ জানিয়ে চিঠি দিয়েছিলেন ২৩ জন বিক্ষুদ্ধ। স্থায়ী নেতা চেয় দলীয় নির্বাচনের দাবিও তুলেছিলেন। সেসবেই জল ঢাললেন সোনিয়া গান্ধী।”আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভাপতি।” ৯ মাস পরে কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠকে এই ঘোষণা করলেন সোনিয়া গান্ধী । শনিবার শুরু হয়েছে এই বৈঠক। বৈঠক শুরু হতেই তাঁর সূচনার সময় সোনিয়া জানিয়ে দিলেন, কংগ্রেসে তিনিই পূর্ণ সময়ের জন্য সভাপতি। কয়েক দিন আগেই কপিল সিব্বল বলেছিলেন, কংগ্রেসের কোনও পূর্ণ সময়ের সভাপতি নেই। মনে করা হচ্ছে, সেই খোঁচারই পালটা জবাব দিলেন বর্ষীয়ান নেত্রী। এই প্রথম সোনিয়াকে দলের বৈঠকে দলগত ঐক্য নিয়ে মুখ খুলতে দেখা গেল। তিনি বলেন, ”সমগ্র সংগঠনই কংগ্রেসের প্রত্যাবর্তন চায়। কিন্তু এর জন্য দলগত ঐক্য থাকা প্রয়োজন। দলের প্রয়োজনীয়তাকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বড় কথা, এর জন্য আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা।” এরপরই তিনি জি-২৩ নেতাদের উদ্দেশে জানিয়ে দেন, তাঁর সঙ্গে কথা বলতে হলে সংবাদমাধ্যমকে জড়ানোর প্রয়োজন নেই। সরাসরি তাঁকেই বলা যাবে।

শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে।ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬