অক্টোবর ১৯, ২০২১ ১৬:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা-কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর-প্রথম আলো
  • সংখ্যালঘুদের ওপর হামলা: পূর্ণাঙ্গ, পক্ষপাতিত্বহীন এবং স্বচ্ছ তদন্ত আহ্বান অ্যামনেস্টির-মানবজমিন
  • পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছর জেল-ইত্তেফাক
  • হাজীগঞ্জ সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন-যুগান্তর
  • সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলা হবে: আ. লীগ-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • বলিউডে ব্যর্থ স্ত্রী, ষড়যন্ত্র করে আরিয়ানকে গ্রেফতার, সমীরকে তোপ শিবসেনা নেতার-আনন্দবাজার পত্রিকা
  • উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের ৪০% টিকিট দেবে কংগ্রেস, ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত প্রিয়াঙ্কার -সংবাদ প্রতিদিন
  • সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়, এবার তৃণমূলের টিকিটে লড়বেন আসানসোলে? ‘–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. পীরগঞ্জে পবিত্র কাবা শরীফ অবমাননাকর পোস্ট দেয়া সেই তরুণ গ্রেপ্তার। এটি বাংলাদেশের চলমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি খবরের শিরোনাম। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

২. ইরান কখনও আলোচনার টেবিল ত্যাগ করেনি বলে প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি মন্তব্য করেছেন। কিন্তু ভিয়েনা আলোচনা অচলাবস্থায় আছে। এর দায় কার?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা-কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর-প্রথম আলো

দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলা-ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার সাম্প্রতিক ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করতে আহ্বান জানিয়েছেন। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে-পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ২ মামলা, ৪২ আসামিকে আদালতে নেয়া হয়েছে। আর মতামত কলামে লেখা হয়েছে, কুমিল্লার ঘটনার জের হিংসার ছক, প্রশাসনিক ব্যর্থতা ও দেশ

মানুষের হাহাকার আর নেওয়া যাচ্ছে না। হিন্দু সমাজকে আক্রমণ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকেই যেন আক্রমণ করা হচ্ছে।এই গল্পের কি শেষ নেই? লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ কতগুলো প্রশ্ন তার মতামত কলামে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ১৩ অক্টোবর ফেসবুকে ছড়িয়ে গেল যে কুমিল্লার একটি পূজামণ্ডপে হনুমানের প্রতিমার কোলে পবিত্র কোরআন পাওয়া গেছে। কে এই কাজ করেছে, তা জানা যায়নি। কিন্তু সেই যে উত্তাপ ছড়াল, তা প্রতিমা ভাঙচুর এবং হিন্দুদের বাড়ি ও দোকানে হামলার ইন্ধন দিল আরও ১০টি জেলায়। সেই উত্তাপই আগুন হয়ে পুড়িয়ে দিল রংপুরের পীরগঞ্জের একটি দরিদ্র জেলেপল্লি। ইতিমধ্যে এসব হামলা ও সংঘাতের ঘটনায় প্রাণ গেছে ছয়জনের।

শুধু মানবিকতাই অবশ হয়ে গেল না, অনেকের যুক্তিবোধও যেন লোপ পেল। কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপের কমিটি বলেছে, মূর্তিটি পূজার জন্য নয়, প্রদর্শনীর উদ্দেশ্যে রাখা হয়েছিল। যেহেতু উপমহাদেশে ধর্মীয় গ্রন্থ, মহাপুরুষ কিংবা ধর্মীয় প্রতীক অবমাননা স্পর্শকাতর বিষয়, কুমিল্লার ঘটনার মাধ্যমে একটি গোষ্ঠী উভয় সম্প্রদায়কেই চটাতে চেয়েছে।

  • একের দায় সম্প্রদায়ের সর্বজন কেন নেবে? 
  • ছকে কষা হামলা, প্রশাসনের ব্যর্থতা
  • পৃষ্ঠপোষকতা ছাড়া হামলাযজ্ঞ চলতে পারে না
  • নিষ্ফল নিরাপত্তা, দিশাহীন বক্তব্য, বিতর্কের জন্ম
  • বিচারহীনতাই সাম্প্রদায়িকতার আশকারা
  • রাজনৈতিক কূটচাল ও প্রান্তিক করে রাখা জনগোষ্ঠী
  • সংখ্যাগরিষ্ঠ কি দায় এড়াতে পারে?

হিংসার বীজতলা

মানুষের হাহাকার আর নেওয়া যাচ্ছে না। হিন্দু সমাজকে আক্রমণ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকেই যেন আক্রমণ করা হচ্ছে। নতুন বিভেদের ফাঁস তৈরি করা হচ্ছে। দেশ মানে এক দলের, এক ধর্মের, এক জাতের জনসংখ্যা নয়। দেশের ওপর সব দেশবাসীর মালিকানা স্বীকার করেই এগোতে হবে। সাঁথিয়ারই এক মুসলিম সবজিচাষি বলেছিলেন, ‘বারো জাতি ছাড়া দেশ হয়?’ পরিচয় ভিন্ন হবে, কিন্তু সবার জন্য একই মানবতা আর নাগরিক সুরক্ষার চেষ্টা ছাড়া রাষ্ট্রও কি হয়?

সংখ্যালঘুদের ওপর হামলা: পূর্ণাঙ্গ, পক্ষপাতিত্বহীন এবং স্বচ্ছ তদন্ত আহ্বান অ্যামনেস্টির-মানবজমিন

চলমান সহিংসতার মধ্যে হিন্দু সম্প্রদায় ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাদি এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় এ সম্প্রদায়ের সদস্য, তাদের বাড়িঘর, মন্দির এবং পুজার প্যান্ডেলে ক্ষুব্ধ দাঙ্গাকারীদের হামলার খবর পাওয়া গেছে। এগুলো দেশে ক্রমবর্ধমান সংখ্যালঘু বিরোধী মনোভাবের লক্ষণ। অনেক বছর ধরে বাংলাদেশে বার বার ব্যক্তিবিশেষের বিরুদ্ধে হামলা, সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনার স্থানে হামলা হয়েছে। এতে এটাই দেখা যাচ্ছে যে, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। ধর্মীয় স্পর্শকাতরাতাকে টার্গেট করে সাম্প্রদায়িত উত্তেজনা ছড়ানো মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। এ অবস্থায় দেশের সংখ্যালঘুদের সমস্যা সমাধানে সরকারের উচিত অবিলম্বে, সুচিন্তিত পদক্ষেপ নেয়া।

পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছর জেল-ইত্তেফাক

প্রশ্ন ফাঁস করলে সর্বোচ্চ ১০ বছর জেলের বিধান রেখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

বলিউডে ব্যর্থ স্ত্রী, ষড়যন্ত্র করে আরিয়ানকে গ্রেফতার, সমীরকে তোপ শিবসেনা নেতার-আনন্দবাজার পত্রিকা

আরিয়ান খানের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আধিকারিক সমীর ওয়াংখেড়ের প্রতিশোধ স্পৃহার কারণেই হাজতে শাহরুখ-পুত্র, এই মর্মে শীর্ষ আদালতকে একটি চিঠি লিখেছেন শিবসেনা নেতা কিশোর তিওয়ারি।

মাদক পার্টি থেকে আরিয়ানের গ্রেফতার হওয়ার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শিবসেনা এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)। কেন্দ্রের নির্দেশে শাহরুখ এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে দাবি তাদের।

কিশোরের অভিযোগ, চলচ্চিত্র এবং মডেলিং জগতের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিশানা করেছেন এনসিবি। এখানেই থেমে থাকেননি তিনি। সমীরের ব্যক্তিজীবনের প্রসঙ্গও তুলে আনেন তিনি। এনসিবি আধিকারিকের স্ত্রী ক্রান্তি রেডকর একজন বলিউড অভিনেত্রী। অজয় দেবগণের সঙ্গে ‘গঙ্গাজল’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। এর পরে বলিউডে যদিও আর তাঁকে বিশেষ কাজ করতে দেখা যায়নি। কিশোর মনে করেন, স্ত্রী ইন্ডাস্ট্রিতে সাফল্য পাননি বলেই খ্যাতনামীদের ‘নিশানা’ করছেন সমীর। আরিয়ানের মৌলিক অধিকার রক্ষার্থে শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন তিনি।

সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়, এবার তৃণমূলের টিকিটে লড়বেন আসানসোলে?-আজকাল

সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ লোকসভার স্পিকারের বাড়িতে পৌঁছন বাবুল। সেখানেই আনুষ্ঠাপ্রসঙ্গত, জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে তাঁকে সরানো হয়। এরপরেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন। বলা ভাল, রাজনীতি থেকেই দূরে থাকবেন বলে জানান আসানসোলের সদ্য প্রাক্তন সাংসদ। তবে এরপরেই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে হঠাৎই তৃণমূলে যোগ দেন তিনি।অবশেষে আজ সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তৃণমূল কীভাবে কাজে লাগায় এখন সেটাই দেখার। আসানসোল থেকে কি তৃণমূলের টিকিটে দাঁড়াবেন তিনি? জল্পনা বাড়ছে। নিকভাবে পদত্যাগ করেন তিনি। ইস্তফাপত্র গ্রহণ করেছেন স্পিকারও। ইস্তফাপত্রের প্রতিলিপি টুইটও করেছেন বাবুল। স্পিকারের বাসভবন থেকে বেরিয়ে বাবুল বলেন, ‘আমি আর এখন বিজেপির কেউ নই। তাই সাংসদ পদ আঁকড়ে ধরে রাখার অর্থ নেই। আমি পদত্যাগ করলাম।’

উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলাদের ৪০% টিকিট দেবে কংগ্রেস, ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত প্রিয়াঙ্কার-সংবাদ প্রতিদিন

শুধু মুখে মহিলাদের ক্ষমতায়নের কথা নয়, এবার কার্যক্ষেত্রেও সেটা করে দেখানোর বার্তা দিল কংগ্রেস। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করবে দল, ঘোষণা করে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের দাবি, এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এর আগে কোনও স্বীকৃত প্রথম সারির রাজনৈতিক দল এভাবে মহিলাদের ৪০ শতাংশ আসনে প্রার্থী করার কথা ভাবেওনি।আগামী বছরের শুরুতেই ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় নির্বাচন। তার আগে সব দলই তাল ঠুকছে। এই মুহূর্তে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। রাজনৈতিক মহলের মতে, বিজেপির পর উত্তরপ্রদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। গত বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনের নিরিখে কংগ্রেস এখন যোগীর রাজ্যে চতুর্থ শক্তি। ভোটের মুখে প্রিয়াঙ্কা গান্ধী মরিয়া চেষ্টা করছেন দলের শক্তি বাড়ানোর। আর সেই লক্ষ্যে এবার তিনি টার্গেট করেছেন রাজ্যের মহিলা ভোটারদের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯

ট্যাগ