অক্টোবর ২৬, ২০২১ ১৭:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

৮২ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন-প্রথম আলো

পূজা মণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী-মানবজমিন

২৩ কোটি আফগান তীব্র ক্ষুধার শঙ্কায়: জাতিসংঘ-ইত্তেফাক

‘বিএনপি মিথ্যাচার ও অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছে’-যুগান্তর

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে : ফখরুল-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

এনসিবি থেকে সমীর সরে গেলে অনেকের সুবিধা হবে! বিস্ফোরক দাবি স্ত্রী ক্রান্তির-আনন্দবাজার পত্রিকা

আরিয়ান-এর মুক্তির বিনিময়ে শাহরুখের থেকে ২৫ কোটি হাতানোর ছক ছিল!‌ দাবি এক সাক্ষীর-আজকাল 

দার্জিলিংয়ে ‘সোনার খনি’ আছে, কাজে লাগাতে হবে! বিপুল কর্মসংস্থানের হদিশ দিলেন মমতা–সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.উদ্বোধনের ৪ বছরেই চট্টগ্রামে ফ্লাইওভারে ফাটল, যান চলাচল বন্ধ। এটি দৈনিক মানবজমিন পত্রিকার একটি শিরোনাম। বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন?

২.কাবুলে কূটনৈতিক মিশন খুলবে ইইউ; স্বাগত জানাল তালেবান। যেখানে আমেরিকা তালেবানের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না সেখানে ইউরোপীয় ইউনিয়নের এই উদ্যোগকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

পূজা মণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী-মানবজমিন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কিছু নাম বলেছেন। আরও নিশ্চিত হয়ে শিগগিরই তা জানানো হবে। নোয়াখালীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এমন নামও শুনবেন, যারা আপনাদের খুবই পরিচিত ব্যক্তি। তবে অপরাধী অপরাধীই। তাদের কোনো ছাড় নেই।

 মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আধিপত্য বিস্তার, মাদকসহ কিছু বিষয় নিয়ে রোহিঙ্গাদের মধ্যে অশান্তি বিরাজ করছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন।

সংলাপে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে : ফখরুল-কালের কণ্ঠ

আওয়ামী লীগকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার ওপর হামলা করে। তাই আওয়ামী লীগের পতন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদে এক মিছিল তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করে প্রেস ক্লাব পর্যন্ত যেতে চেয়েছিলাম। কিন্তু সকাল থেকে পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে।

‘বিএনপি মিথ্যাচার ও অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছে’-যুগান্তর

যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মঙ্গলবার সকালে রাজধানীর বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল। 

কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা নাকি সরকারের নীলনকশা, সরকার নাকি হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি— বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এসব অভিযোগ বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়।

পূজামণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

৮২ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন-প্রথম আলো

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ সোমবার। তবে র‍্যাবের পক্ষ থেকে আজ আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়নি। আদালত আগামী ২৪ নভেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আজ এ দিন ঠিক করেন। আদালতের নথিপত্রের তথ্য বলছে, এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ৮২ বার সময় দিলেন।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। ফ্ল্যাটে তাঁদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাঁদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে এ মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। চার দিন পর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র‍্যাবকে মামলা তদন্তের নির্দেশ দেন। সেই থেকে র‍্যাব মামলাটির তদন্ত করছে।

প্রকৃত দুর্বৃত্তদের আড়াল করতে ইকবালকে পাগল সাজানো হয়েছে: কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন পরিষদ প্রথম আলোূ

প্রকৃত দুর্বৃত্তদের আড়াল করতে কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ইকবাল হোসেনকে পাগল সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। হামলার সময় স্থানীয় জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

২৩ কোটি আফগান তীব্র ক্ষুধার শঙ্কায়: জাতিসংঘ-ইত্তেফাক

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সংকট রেকর্ড আকার ধারণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, ২২ কোটি ৮০ লাখ আফগান নাগরিক তীব্র ক্ষুধার শঙ্কায় রয়েছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

মাদক মামলার সাক্ষীকে প্রভাবিত করেছেন শাহরুখের ম্যানেজার পূজা, হাই কোর্টে দাবি এনসিবি-র-আনন্দবাজার পত্রিকায় এ খবর ছাপা হয়েছে। এতে লেখা হয়েছে, মঙ্গলবার বম্বে হাই কোর্টে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আবেদনের বিরোধিতার সময় ওই ‘তথ্য’ দেওয়া হয়েছে এনসিবি-র তরফে।এনসিবি-র যুক্তি, জামিনে ছাড়া পেলে আরিয়ান তাঁর বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।মাদক মামলায় আরিয়ান আটক হওয়ার পর তাঁর সঙ্গে নিজস্বীতে দেখা গিয়েছিল মাদক মামলার অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে। মুম্বইয়ে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই শহর ছেড়ে চলে গিয়েছেন বলে দাবি করেন কিরণ। আবার কিরণের বিরুদ্ধে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন প্রভাকর সেইল নামে এক ব্যক্তি। প্রভাকর দাবি করেছেন, আরিয়ানকে গ্রেফতার করার পর তাঁকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সমীর। এক সাক্ষীর মাধ্যমে এই মামলায় ২৫ কোটি টাকা দাবি করা হয়।

আজকালের খবরে লেখা হয়েছে, আরিয়ান কাণ্ডে একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ চলছেই। এর মধ্যেই এনসিবির তল্লাশি অভিযানের এক সাক্ষী রীতিমতো বোমা ফাটালেন। জানালেন, এই ঘটনার অন্যতম সাক্ষী কিরণ গোসাভির শাহরুখের থেকে ২৫ কোটি হাতানোর ছক ছিল। শেষে তা ১৮ কোটিতে রফা হয়েছিল। এই থেকে আবার আট কোটি দেওয়ার কথা ছিল অভিযানের নেতৃত্বে থাকা সমীর ওয়াংখেড়েকে।

আনন্দবাজার পত্রিকার অপর এক খবরে লেখা হয়েছে,এনসিবি থেকে সমীর সরে গেলে অনেকের সুবিধা হবে! বিস্ফোরক দাবি সমীর ওয়াংখেড়ের স্ত্রী ক্রান্তির। তার দাবি “আমি প্রাণনাশের হুমকি পাচ্ছি। তাই পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।

দার্জিলিংয়ে ‘সোনার খনি’ আছে, কাজে লাগাতে হবে! বিপুল কর্মসংস্থানের হদিশ দিলেন মমতা-সংবাদ প্রতিদিন

তৃতীয়বার ক্ষমতায় আসার পরই কর্মসংস্থান বাড়ানোর দিকে জোর দিয়েছে তৃণমূল সরকার। মঙ্গলবার কাশিয়াংয়ের প্রশাসনিক বৈঠক থেকে কর্মসংস্থান বাড়ানোর কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হদিশ দিলেন দার্জিলিংয়ে থাকা ‘সোনার খনি’র। কীভাবে তা কাজে লাগাতে হবে, এদিনের বৈঠকেই তা নিয়ে দীর্ঘ আলোচনা করেন মুখ্যমমন্ত্রী।মঙ্গলবার প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা কর্মসংস্থান নিয়ে আলোচনা করি। কিন্তু আমাদের সামনে থাকা জিনিসগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে আমরা ওয়াকিবহল নই। দার্জিলিংয়ে পাহাড়ের গায়ে যে গাছ থাকে, সেগুলির পাতা যদি রপ্তানি করা যায়, তা অত্যন্ত লাভজনক। সেই সঙ্গে রয়েছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ।” এই পাতা রপ্তানির সুযোগকেই সোনার খনির সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরামর্শ দিয়েছেন, সঠিকভাবে কাজে লাগানোর।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬
 

ট্যাগ