নভেম্বর ০৫, ২০২১ ১৬:১১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধিতে আরও যেসব দুর্ভোগ বাড়বে-যুগান্তর
  • গুম হওয়া স্বামীকে খুঁজে ফেরা নারীর প্রাণহানি-কালের কণ্ঠ
  • সীমান্তে পড়ে আছে দুই বাংলাদেশির লাশ-প্রথম আলো
  • করোনাকালে নতুন দরিদ্র ৩ কোটি ৪০ লাখ-মানবজমিন
  • কুমিল্লায় সহিংসতা: সিআইডির জালে ১২ প্রভাবশালী ইন্ধনদাতা-ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • নিঃস্ব হয়েও ফের কোটিপতি, রাস্তায় রাস্তায় ব্যাগ বিক্রি করা তুষার এখন আড়াইশো কোটির সংস্থার মালিক-আনন্দবাজার পত্রিকা
  • আজ ফের এনসিবির দপ্তরে আরিয়ান খান, কেন?- আজকাল-আজকাল 
  • অরুণাচলে ঢুকে আস্ত একটা গ্রাম বানিয়ে ফেলেছে চিন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টে চাঞ্চল্য–সংবাদ প্রতিদিন

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। এটি দৈনিক মানবজমিনের শিরোনাম। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?

২. ইয়েমেনের উপর সৌদি আরবের আগ্রাসন সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রী মন্তব্য করার জের ধরে রিয়াদ এবং বৈরুতের মধ্যে ব্যাপক কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। আপনার পর্যবেক্ষণ কি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বাস চলছে না, দুর্ভোগে চট্টগ্রামের যাত্রীরা এটি প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকের খবর। আরও লেখা হয়েছে, জ্বালানী তেলের দাম। ভারত দিল স্বস্তি আর বাংলাদেশ দিল শাস্তি। দুর্ভোগ বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রথম আলোর দুটি সাক্ষাৎকার: ‘পুলিশ তৎপর ছিল বলেই অন্য ৫৭ জেলায় অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে। এতে লেখা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে শারদীয় দুর্গোৎসবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরীফ পাওয়া গেছে - এমন প্রচারে প্রথমে কুমিল্লায় ও পরে আরও ছয়টি জেলার পূজামণ্ডপে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন। অভিযোগ উঠছে, বিপন্ন মানুষ পুলিশের কাছ থেকে সাড়া পায়নি। এমনকি ফেসবুকে ঘোষণা দিয়ে হামলা চালানো হলেও পুলিশের যথেষ্ট তৎপরতা চোখে পড়েনি।

এ বিষয়গুলো নিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম পুলিশ সদর দপ্তরের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছিল গত ২১ অক্টোবর। প্রশ্নের জবাব দিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান।

কুমিল্লার ঘটনার পর পরবর্তী তিন দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কি হামলা হতে পারে এই পূর্বাভাস পায়নি? এর জবাবে মো. কামরুজ্জামান বলেন, কুমিল্লার ঘটনার পর সারা দেশেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেবল ৭টি জেলায় এটা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী পূর্বাভাস পেয়েছে বলেই বাকি ৫৭ জেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। সেসব জায়গায় কোনো অশান্তিও হয়নি। পূর্বাভাস পাওয়ার কারণেই আমরা দেশের অধিকাংশ জায়গাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পেরেছি। ইতিমধ্যে মোট ১২৩টি মামলা হয়েছে। এসব মামলায় আমরা অনেক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামি ধরার অভিযান চলমান আছে।

দৈনিকটির অপর এক সাক্ষাৎকারে আইন ও সালিস কেন্দ্রের পরিচালক নীনা গোস্বামীর কাছে প্রশ্ন করা হয়েছিল, পুলিশ বলছে পূর্বাভাস অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল? আপনার কি মনে হয়?

নীনা গোস্বামী  বলেছেন,  পুলিশের বিভিন্ন সংস্থা আছে, তাদের পূর্বাভাস পাওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো পূর্বাভাস পেলে কেন তিন দিন ধরে হামলা চলল। হয়, পূর্বাভাস দেওয়ার দায়িত্ব ছিল যাদের তারা ব্যর্থ হয়েছে। নতুবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নেই।

সীমান্তে পড়ে আছে দুই বাংলাদেশির লাশ-প্রথম আলো/ইত্তেফাক

সিলেটের কানাইঘাট উপজেলায় ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই বাংলাদেশির লাশ উদ্ধারের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার দুই পক্ষের পতাকা বৈঠক অমীমাংসিতভাবে শেষ হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে ডোনা সীমান্ত এলাকায় অবস্থানরত ১৯ বিজিবির অধিনায়কসহ দায়িত্বশীল কেউ সংবাদমাধ্যমের কাছে কিছু বলছেন না। লাশ দুটি বর্তমানে সীমান্তের ১৩৩১ নম্বর মেইন পিলারের পাশে একটি নালার পাশে পড়ে রয়েছে। যে স্থানে দুই বাংলাদেশির লাশ পড়ে আছে, সেটি সীমান্তের শূন্যরেখার (নো ম্যানস ল্যান্ড) কাছাকাছি। দুই বাংলাদেশিকে হত্যা করে সেখানে এনে ফেলে রাখা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়। কিন্তু হত্যার দায় অস্বীকার করে বিএসএফ। লাশ দুটো বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে বলে জানায়। এ জন্য পতাকা বৈঠক অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। পতাকা বৈঠকের পর সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ ডোনা সীমান্ত এলাকায় পাহারা বাড়িয়েছে।এদিকে দুই দিনেও লাশ উদ্ধার না হওয়ায় সীমান্ত এলাকার আশপাশ এলাকার গ্রামগুলোর মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। দুটি বাজারে বিকেলে ও সন্ধ্যায় দুই দফা বিক্ষোভ করে এলাকাবাসী দ্রুত লাশ উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

ধর্ষণের অভিযোগে একাত্তর টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মামলা-প্রথম আলো

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক নারী বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, মামলায় শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলার বরাত দিয়ে গুলশান থানা–পুলিশ বলেছে, এক নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাঁকে আর বিয়ে করতে রাজি হননি।

পুলিশ উপকমিশনার আসাদুজ্জামান বলেন, ‘শাকিল আহমেদকে গ্রেপ্তার করা যায়নি। ধর্ষণের অভিযোগ করা ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে।’

কুমিল্লায় সহিংসতা: সিআইডির জালে ১২ প্রভাবশালী ইন্ধনদাতা

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ১২ প্রভাবশালী ইন্ধনদাতাকে নজরদারিতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় সিআইডির সদর দপ্তরে ডাকা হতে পারে।  ১২ জনের মধ্যে রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতাও রয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।এদিকে, পবিত্র কোরআন অবমাননাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইকবাল হোসেনসহ ৪ আসামিকে পুলিশ ও সিআইডির হেফাজতে রিমান্ডে নিয়ে টানা ১২ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর আসামিদের আদালতে হাজির করলে বুধবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।  কারা কর্তৃপক্ষও আসামিদের কঠোর নজরদারিতে রাখছে।সিআইডি সূত্রে জানা গেছে, এই ঘটনায় দায়ের করা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার পর গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে উঠে আসা কুমিল্লা নগরসহ জেলাজুড়ে আলোচিত বেশ কয়েকজন রাজনৈতিক নেতার গতিবিধি ও অবস্থান সম্পর্কিত বিষয় নজরদারিতে রয়েছে। ওপরের গ্রিন সিগন্যাল পেলে যেকোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে।

করোনাকালে নতুন দরিদ্র ৩ কোটি ৪০ লাখ-মানবজমিন

করোনাকালে দেশে ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলে এক জরিপে জানা গেছে। চলতি বছরের মার্চ মাসে নতুন দরিদ্রের সংখ্যা ছিল ২ কোটি ৪৫ লাখ। সেই হিসাবে গত ছয় মাসে ৭৯ লাখ মানুষ দরিদ্র হয়েছে। করোনার কারণে চলতি বছর এপ্রিল মাস থেকে দেয়া বিধিনিষেধের পর দরিদ্রের এই সংখ্যা বেড়েছে বলে জরিপে বলা হয়েছে।এতে বলা হয়, করোনাকালে দারিদ্র্যের কারণে দেশের ২৮ শতাংশ মানুষ শহর থেকে গ্রামে চলে যায়। সর্বশেষ জরিপে দেখা গেছে, তাদের মধ্যে ১৮ শতাংশ মানুষ শহরে আবার ফিরে এসেছে। অর্থাৎ ১০ শতাংশ মানুষ এখনো শহরে ফিরতে পারেনি।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ভারতের সব বাংলা জাতীয় দৈনিকের প্রধান খবর। আনন্দবাজার পত্রিকা শিরোনাম-ছাত্রনেতা থেকে বাংলার সর্বকনিষ্ঠ মন্ত্রী, এক সোনালি অধ্যায়ের অবসান। সংবাদ প্রতিদিন লিখেছে, প্রিয় সহযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণায় মমতা -‘সুব্রতদার মৃত্যু আমার জীবনের বড় দুর্যোগ।রাতে তাঁর মৃত্যু সংবাদ পেয়েই বাড়ির কালীপুজো ছেড়ে এসএসকেএম হাসপাতালে ছুটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁর হাত ধরে কার্যত রাজনীতির লড়াইয়ের ময়দানে পা রেখেছিলেন তিনি, সেই অভিভাবকসম সহযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণায়  এভাবে কাতর হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, আমার জীবনে আমি অনেক দুর্যোগ দেখেছি। সুব্রতদার মৃত্যুটা আমার কাছে ভীষণ ভীষণ বড় দুর্যোগ। সুব্রতদার মত মানুষ এত হাসিখুশি, এত কর্মঠ এবং দল অন্তঃপ্রাণ মানুষ আমি দেখিনি।এমন মানুষ আর হবে কি না সন্দেহ আছে!

আজ ফের এনসিবির দপ্তরে আরিয়ান খান, কেন?-আজকাল

দীর্ঘ ২২ দিন জেলে ছিলেন। তার আগে হেপাজতে। ৩০ অক্টোবর জামিন পান। তার পর আজ, শুক্রবার ফের মুম্বইয়ে এনসিবি–র দপ্তরে হাজির হলেন আরিয়ান খান। জামিনের শর্তে বলা হয়েছিল, প্রতি শুক্রবার এনসিবি–র দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। 

২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরীতে তল্লাশি চালায় এনসিবি। আটক করে আরিয়ান সহ ১০ জনকে। পরের দিন, আরিয়ান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট, মুমুন ধামেচা সহ আট জনকে গ্রেপ্তার করে এনসিবি। এর পর নিম্ন আদালত এবং এনসিবি আদালত আরিয়ানের জামিনের আর্জি খারিজ করে। অবশেষে বম্বে হাইকোর্ট আরিয়ান, আরবাজ, মুনমুনকে জামিন দেয়। 

জামিনের ১৪টি শর্ত দেওয়া হয়েছে। শর্তে বলা হয়, প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে আরিয়ানদের হাজির দিতে হবে এনসিবি–র দপ্তরে। শহর ছাড়ার আগে অনুমতি নিতে হবে। দেশ ছাড়তে পারবেন না। পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তে সাহায্য করতে হবে। শর্ত না মানলে আরিয়ানদের জামিন খারিজের আবেদন করবে এনসিবি।আরিয়ানের গ্রেপ্তারিকে কেন্দ্র করে এনসিবি এবং মহারাষ্ট্রের শাসকজোটের শরিক এনসিপি–র মধ্যে কাদা ছোড়াছুড়ি চলে একপ্রস্থ। এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। মন্ত্রী নবাব মালিক তাঁর জাতি, ধর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন। সংরক্ষণের সুবিধা নিয়ে চাকরি পেয়েছেন বলেও কটাক্ষ করেছেন। আবার মালিকের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

অরুণাচলে ঢুকে আস্ত একটা গ্রাম বানিয়ে ফেলেছে চিন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টে চাঞ্চল্য-সংবাদ প্রতিদিন

ফের চিনা (China) আগ্রাসন। অরুণাচলের সীমান্তে আস্ত একটা গ্রাম বানিয়ে ফেলেছে চিন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টে উঠে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য। আমেরিকার আশঙ্কা, এনিয়ে ফের একবার ভারত-চিন দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে।জো বাইডেন (Jeo Biden) প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রকের বার্ষিক রিপোর্টে চিনের সামরিক প্রস্তুতি ও ভূমি আগ্রাসন নিয়ে বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে। দ্রুত মার্কিন কংগ্রেসে জমা পড়বে সেই রিপোর্ট। সেখানে অরুণাচলে (Arunachal) চিনের গ্রাম তৈরির বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে শুধুমাত্র ভারতের জমিতে নয়, তিব্বতের (Tibbet) অংশও দখল করে নেওয়ার চেষ্টা করছে বেজিং। এমন অভিযোগও করেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রক।রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালের কোনও একটা সময় গ্রামটা তৈরি করা হয়েছে। চিনের স্বায়ত্বশাসিত তিব্বতের অংশ এবং অরুণাচলের পূর্বাঞ্চলের বিতর্কিত জমিতে গ্রাম বানিয়েছে চিন।

নিঃস্ব হয়েও ফের কোটিপতি, রাস্তায় রাস্তায় ব্যাগ বিক্রি করা তুষার এখন আড়াইশো কোটির সংস্থার মালিক-আনন্দবাজার পত্রিকা

হর্ষদ মেহতা শেয়ার কেলেঙ্কারির শিকার হয়েছিলেন তিনি। সর্বস্ব খুইয়ে একপ্রকার পথে বসেছিলেন। তার পর ফের একটু একটু করে সাফল্যের সিড়ি বেয়ে উপরে ওঠা শুরু করেন। নিঃস্ব থেকে কয়েকশো কোটি টাকার সংস্থার মালিক হয়ে উঠলেন।

তিনি তুষার জৈন। ব্যর্থতা যেখানে বেশির ভাগ মানুষকে মানসিক ভাবে ভেঙে ফেলে, তাঁরা আর নতুন করে সাফল্যের সিড়ি বেয়ে উপরে ওঠার সাহস হারিয়ে ফেলেন, তুষার জৈন তাঁদের সামনে অনন্য নজির। সাফল্যের শিখর থেকে শূন্যে নেমে আসার পর কী ভাবে শূন্য থেকে শুরু করে ফের শিখরে পৌঁছনো যায়, তা দেখিয়ে দিয়েছেন তিনি।

জীবনে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সমস্ত পেরিয়ে আজ তিনি আড়াইশো কোটি টাকার সংস্থার মালিক। কয়েক হাজার মানুষকে জীবনধারণের রসদ জুগিয়ে চলেছেন।

৯৯২ সালে হর্ষদ মেহতার শেয়ার কেলেঙ্কারির শিকার হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাঁদেরই এক জন ছিলেন ঝাড়খণ্ডের ব্যবসায়ী মুলচাঁদ জৈন। সব হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছিলেন তিনি। তাঁরই ছেলে তুষার।

এর পর ছেলের সঙ্গে মুম্বইয়ের রাস্তায় ব্যাগ বিক্রি করতে শুরু করেন। রাস্তায় রাস্তায় ব্যাগ বিক্রি করেই সংসার চালাতে শুরু করেন তিনি। ২০১২ সালে একটি সংস্থা গড়ে তোলেন তুষার।

তুষার এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা। বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করে থাকে সংস্থাটি। এই মুহূর্তে ভারতের চতুর্থ বৃহৎ ব্যাকপ্যাক এবং ব্যাগ বিক্রির সংস্থা এটি। মুম্বইয়ে আছে এর সদর দফতর। সারা দেশে বিভিন্ন জায়গায় মোট ১০টি আলাদা অফিস রয়েছে।

এর মাত্র দু’বছরের মধ্যে বছরে ১০ থেকে ২০ হাজার ব্যাগ তৈরি করতে শুরু করে সংস্থাটি। তখন বছরে মোট ব্যবসা ছিল ৯০ কোটি টাকার।২০১৭ সাল নাগাদ সংস্থার মোট ব্যবসা গিয়ে পৌঁছয় ২৫০ কোটিতে। প্রতি বছর ৩০ থেকে ৩৫ হাজার ব্যাগ তৈরি করতে শুরু করে সংস্থাটি।

তুষারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে সংস্থাকে আরও বড় করে তোলা। সংস্থার টার্নওভার এক হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া। প্রতি বছর ২৫ লক্ষ ব্যাগ তৈরি করা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫

  • খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

ট্যাগ