নভেম্বর ০৬, ২০২১ ১৭:২০ Asia/Dhaka
  • শুধু কোচ দিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না: বিসিবিকে ওয়াসিম আকরাম

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • ট্রেনে ভ্রমণের আগেই স্ট্যান্ডিং টিকিটে জরিমানা-প্রথম আলো
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অযৌক্তিক, ধর্মঘট প্রত্যাহার দাবি যাত্রী কল্যাণ সমিতির-মানবজমিন
  • তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: কাদের -ইত্তেফাক
  • শুধু কোচ দিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না: বিসিবিকে ওয়াসিম আকরাম -যুগান্তর
  • দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট চলছে, পথে পথে ভোগান্তি-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের ডাকা বৈঠকে থাকছে রাশিয়া, ইরান-সংবাদ প্রতিদিন
  • ধসে বিচ্ছিন্ন রাস্তা,পাহাড়ে আটকে হাজার হাজার পর্যটক, বিদ্যুৎে বিভ্রাটে ভোগান্তি চরমে-আনন্দবাজার পত্রিকা
  • এলএ সিতে সক্রিয় চায়না আর্মি! অরুণাচলে সতর্ক ভারতীয় বাহিনী-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ট্রেনে ভ্রমণের আগেই স্ট্যান্ডিং টিকিটে জরিমানা-প্রথম আলো

করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞায় ট্রেনে আসন ছাড়া দাঁড়িয়ে যাওয়ার টিকিটের (স্ট্যান্ডিং টিকিট) বিক্রি বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের বাড়তি ভাড়ার টিকিট বা টিটি টিকিট ঠিকই বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীসাধারণের ট্রেনে ভ্রমণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে সরকারি নির্দেশনা সত্ত্বেও ট্রেনে স্বাস্থ্যবিধির কোনো বালাই থাকছে না। কারণ, বাড়তি ভাড়ার সব টিকিটেই যাত্রীরা আসন ছাড়া ট্রেনে ভ্রমণ করবে।

জ্বালানির দাম বাড়ায় সরকারিভাবে ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন আজ শনিবার কমলাপুর রেলস্টেশনে এ চিত্র দেখা গেছে। আজও সকাল থেকে এ স্টেশনে যাত্রীসাধারণের ভিড় রয়েছে। অনেকে গন্ত্যবের টিকিট না পেয়ে বাড়তি ভাড়ায় তা সংগ্রহ করছেন।

দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট চলছে, পথে পথে ভোগান্তি-কালের কণ্ঠ

জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। সড়কে চলছে না কোনো বেসরকারি বাস। তবে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, লেগুনা চলাচল করছে। তা-ও প্রয়োজনের তুলনায় অনেক কম।

আজ শনিবার সকাল থেকেই রাস্তায় যাত্রীদের ভিড় দেখা যায়। রাজধানীর বিভিন্ন সড়কে কিছু বিআরটিসির বাস চলাচল করেছে। বেসরকারি বাস না চলায় সড়কের আর যাত্রীদের দখল নেয় রিকশা, সিএনজি, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। অ্যাপের বদলে বেশির ভাগ মোটরসাইকেল খ্যাপে চলছে। এদিকে, ধর্মঘটের কারণে অটোরিকশা, রিকশা, লেগুনায় নেওয়া হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায়ই গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। কেউ কেউ নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে ভ্যান, কাভার্ডভ্যানে চড়েও যাচ্ছেন কর্মস্থল ও গন্তব্যে।

শুধু কোচ দিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না: বিসিবিকে ওয়াসিম আকরাম -যুগান্তর

জিম্বাবুয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বধ। টি-টোয়েন্টির র্যাং কিংয়ে লাফিয়ে লাফিয়ে ১০ থেকে ৬-এ চলে আসে বাংলাদেশ। এমন দুরন্ত সব জয়কে পুঁজি করে বিশ্বকাপ নিয়ে নানা স্বপ্ন দেখতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ওমানে গিয়েই ধরাশায়ী হয় তারা।

প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই হার দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর সুপার টুয়েলভে রীতিমতো বিধ্বস্ত। সবগুলো ম্যাচ হেরে সবার আগে বিদায় ঘণ্টা বাজল বাংলাদেশের।  

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম

এই ম্যাচের পর ‘এ স্পোর্টসে’ করা বিশ্লেষণে বাংলাদেশের সমস্যা কোথায় তা তুলে ধরার চেষ্টা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

কিংবদন্তি এই পেসার বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট পছন্দ করে, প্যাশন আছে। কিন্তু আমার মনে হয় সেখানের সবাই এমনকি ক্রিকেট বোর্ডের লোকজনরাও তারা নিজেদের ক্রিকেটের সেরা বিশ্লেষক ভাবে। আমি তাদের বলতে চাই, আপনারা তা নন। আপনারা ক্রিকেট চালাতে পারেন, কিন্তু বিশেষজ্ঞ হতে পারেন না। এটার জন্য কাউকে নিতে হবে। শুধু (বাইরে থেকে) কোচ নিয়ে সেরা জায়গায় যেতে পারবেন না।

তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: কাদের -ইত্তেফাক

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এক্ষেত্রে শেখ হাসিনার সরকার সবসময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’ শনিবার (৬নভেম্বর) সকালে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধকল্পে সরকার অনিচ্ছা স্বত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃনির্ধারণ করেছে বলেও জানান সেতুমন্ত্রী। সড়ক পরিবহন মন্ত্রী জানান, আগামীকাল বিআরটিএ’র ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠকে পরিবহন মালিক শ্রমিকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন এবং বৈঠকে সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে জনগণের ওপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত থাকবে।’

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অযৌক্তিক, ধর্মঘট প্রত্যাহার দাবি যাত্রী কল্যাণ সমিতির-মানবজমিন

করোনার বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টারত নি¤œবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবন-জীবিকা সচল রাখার স্বার্থে অযৌক্তিকভাবে বর্ধিত জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা সংকটে লকডাউনসহ নানা কারণে দেশের ৭৭ ভাগ মানুষের আয় কমেছে। ফলে ৩ কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। এহেন সঙ্কটাপন্ন দেশের মানুষজন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে যখন দিশেহারা, ঠিক তখনই জ¦ালানী তেলের দাম একলাফে ২৩ শতাংশ বৃদ্ধির কারণে মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, খাদ্যপণ্য ও কৃষিজ উৎপাদনসহ সামগ্রিক ব্যয় আরো কয়েকগুণ বেড়ে যাবে। পণ্য ও সেবামূল্য আরো একদফা বৃদ্ধির ফলে চরমভাবে মুদ্রাস্ফীতি বাড়বে। এতে নতুন করে আরো কয়েক কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের ডাকা বৈঠকে থাকছে রাশিয়া, ইরান-সংবাদ প্রতিদিন

গত আগস্টে আফগানিস্তান (Afghanistan) দখল করেছিল তালিবান (Taliban)। তারপর থেকেই সেদেশ নিয়ে সারা বিশ্বের উদ্বেগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে আগামী ১০ নভেম্বর নয়াদিল্লিতে এক উচ্চস্তরীয় বৈঠকের ডাক দিয়েছে ভারত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে আফগানিস্তানের তালিবান সরকারের থেকে পড়শি দেশগুলি আদৌ সুরক্ষিত কি না সেই বিষয়ে বৈঠকটি সংগঠিত হবে। বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে চিন, পাকিস্তান, রাশিয়া, ইরান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে।

এদিকে, আফগানিস্তান নিয়ে ভারতের ডাকা একটি সম্মেলনে অংশ নেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ। ইরান ও রাশিয়া আমন্ত্রণ গ্রহণ করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পিকে সেহগল জানিয়েছেন, ”ভারত কখনওই চায় না আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে কোনও রকম জঙ্গি হানা চালানো হোক দেশে।” তাঁর মতে, ”এই বৈঠক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বরাবরই অত্যন্ত গভীর।”

অ্যাপ বলছে খাবার এসেছে, তবু প্যাটে বড় ভুখ, মোদী-দিদিকে চিঠি ক্ষুব্ধ প্রসেনজিতের-আনন্দবাজার পত্রিকা

অনলাইনে খাবার অর্ডার করাটা ইদানীং অনেকেরই প্রায় রোজকার অভ্যাস। অ্যাপ-নির্ভর এই পরিষেবার ভুলভ্রান্তি নিয়ে মাঝেসাঝেই অভিযোগও ওঠে বিস্তর। তেমনই এক অভিযোগ নিয়ে এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।অভিযোগের কেন্দ্রে অনলাইন খাবার সরবরাহের এক সর্বভারতীয় সংস্থা। টুইটারে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট করা ওই চিঠিতে প্রসেনজিতের অভিযোগ— ‘৩ নভেম্বর সুইগি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলাম। কিছু ক্ষণ পরে অ্যাপে বার্তা আসে— খাবার এসে গিয়েছে। কিন্তু অর্ডার করা খাবার আমার হাতে পৌঁছয়ইনি।’ বিষয়টি নিয়ে সংস্থার কাছে অভিযোগ জানালে তাঁকে খাবারের দাম ফেরত দিয়ে দেওয়া হয় বলেও চিঠিতে লিখেছেন অভিনেতা।আর এই বিষয়টিই সরকারের গোচরে আনতে চান টলিউডের ‘অভিভাবক’।

ক) মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১০ করোনা আক্রান্ত-আজকাল

বড়সড় অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের আহমেদনগর সিভিল হাসপাতালে। মৃত ১০ জন করোনা আক্রান্ত। জানা গিয়েছে, শনিবার সকালে ওই হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। সেখানে ছিলেন ১৭ জন করোনা রোগী। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকায় অগ্নিদগ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আরও একজন জখম হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাকি করোনা আক্রান্তদের একটি অন্য হাসপাতালের কোভিড ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, ‘আহমেদনগর সরকারি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন একজন। হাসপাতালের ফায়ার অডিট করা হয়েছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সেই সঙ্গে মৃতের পরিবারকে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। #

পার্সটুডে/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


  •  

ট্যাগ