'রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না মানুষ', 'অর্থ-নারীতে ডুবছে বিজেপি'
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- মতামত: অবিরাম মূল্যবৃদ্ধি এবং মানুষের সহ্যসীমা-প্রথম আলো
- দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না: জিএম কাদের -মানবজমিন
- পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্য-ইত্তেফাক
- ‘প্রধান বিচারপতির সাজা কোনো সুখদায়ক বিষয় নয়’-যুগান্তর
- বিএনপি নেতাদের বক্তব্যে মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- দেওচায় সিঙ্গুরের মতো জোর করে জমি নেব না, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী-আনন্দবাজার পত্রিকা
- ফের দিল্লির রাস্তায় এনকাউন্টার! এইমসের সামনে পুলিশ-দুষ্কৃতীর গুলির লড়াইয়ে জখম ৩-সংবাদ প্রতিদিন
- অর্থ, নারীর চক্রে ডুবেছে বঙ্গ BJP! এসব কী বললেন তথাগত?–আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড। কি বলবেন আপনি?
২.পথ পরিষ্কার, পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই কথা বলেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরানের এ অবস্থান সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
সহিংসতা বাড়ছে ইউপি নির্বাচনে-ইত্তেফাক
চলমান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সহিংসতা থামছেই না। সহিংসতায় রূপ নিয়েছে ইউপি নির্বাচন। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মাঠ প্রশাসনের বৈঠকে ঢাকা ও খুলনা বিভাগে সহিংসতার আশঙ্কার পরও প্রাণহানি কমেনি। বরং একের পর এক সহিংসতায় মৃত্যুর মিছিল ভারি হচ্ছে।
গত বৃহস্পতিবার বৈঠকের পর দুইবিভাগেই ৭জনের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত ইউপি ভোটে ৩০জনের প্রাণহানি ও চার শতাধিক আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মী। সর্বশেষ সোমবার মেহেরপুরের গাংনীতে নির্বাচনি সহিংসতায় নিহত মারা গেছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি ১২জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় উদ্বিগ্ন ও বিব্রত স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেছেন, প্রাণহানি খুবই দুঃখজনক। প্রতিটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে ইউপি ভোট বাতিল ও নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।
পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্য-ইত্তেফাক
ডিজেলের মূল্য লিটারে ১৫ টাকা বাড়ানোর কারণে পরিবহন ভাড়া ২৭ শতাংশ বৃদ্ধির নির্দেশনা বাস্তবায়িত হয়নি। সরকার কর্তৃক ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। রাজধানীসহ সারাদেশে গতকাল বেশি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় করছে। এ নিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। পরিবহন ভাড়া বিশেষ করে বাস ভাড়া নিয়ন্ত্রণ করার মত কেউই নেই। বিআরটিএ কিলোমিটার হিসেবে ভাড়া ঠিক করলেও বাসগুলো এই হিসাবের ধারও ধারছে না। একটি নির্ধারিত গন্তব্য পর্যন্ত যে হারে ভাড়া নির্দিষ্ট করা ছিল, তার সঙ্গে ৫ বা ১০ টাকা বা আরও বেশি যোগ করে আদায় করা হচ্ছে।
রবিবার বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট তুলে নেয়। পরে রাতেই শহরে বাস চলাচল শুরু করে। এরপর থেকেই বাড়তি ভাড়া নেয়ার হিড়িক শুরু হয়। ডিজেল, পেট্রোলের গাড়িসহ গ্যাস চালিত বাস থেকেও বর্ধিত ভাড়া নেয়া হয়। এ নিয়ে সোমবার দিনভর রাজধানীতে নানা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিভিন্ন সড়কে চলছে ভাড়া-নৈরাজ্য। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ যাত্রীদের মাঝে। গতকাল সোমবার সকালে সংবাদ সম্মেলন করে যাত্রীবান্ধব ভাড়া পুনঃনির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড-প্রথম আলো/ইত্তেফাক
অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় তাকে এ সাজা দেওয়া হয়।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় এসকে সিনহাকে পৃথক দুটি ধারায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৪৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ে একই সঙ্গে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবু হক চিশতী, ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়। এদের মধ্যে এমডি এ কে এম শামীমের চার বছরের কারাদণ্ড ও বাকি আসামিদের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আই অ্যাম নট ভেরি হ্যাপি: আইনমন্ত্রী-যুগান্তর
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ডের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আই অ্যাম নট ভেরি হ্যাপি। কারণ বিচার বিভাগের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন। আমি একজন আইনজীবী, বিচার বিভাগের সঙ্গে সারাজীবনই সম্পৃক্ত। আমার জন্য এটি সুখকর হতে পারে না।তিনি বলেন, অন্যায় করলে বিচার হবেই। প্রমাণিত হচ্ছে— কেউ আইনের ঊর্ধ্বে নয়, এটি অত্যন্ত প্রয়োজন ছিল।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে ইতিহাসে কোনো বিচারপতি এ রকম অন্যায় করেননি। যে কারণে বিচার করার প্রয়োজন হয়নি। অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো। পৃথিবীতে অনেক নজির আছে। যুক্তরাজ্যের ইতিহাসে-ফ্রেঞ্চ রেভল্যুশনেও দেখবেন, সেটি এখানে বড় কথা নয়। সেটিকে উদাহরণ হিসেবেও আনা উচিত নয়।
‘প্রধান বিচারপতির সাজা কোনো সুখদায়ক বিষয় নয়’-যুগান্তর
অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ১১ বছরের কারাদণ্ড হয়েছে। এ মামলায় আট আসামি বিভিন্ন মেয়াদে সাজা ও দুজন খালাস পেয়েছেন। পলাতক থাকায় এ মামলায় এসকে সিনহার পক্ষে কোনো আইনজীবী ছিল না।
আসামিপক্ষের আইনজীবী মো. শাহীনুর ইসলাম অনি বলেন, সাবেক প্রধান বিচারপতির সাজা হওয়াটা যে কোনো বিচারব্যবস্থার জন্য কোনো সুখদায়ক বিষয় না।
তিনি বলেন, আমরা যারা এই অঙ্গনে আছি, যারা বিচারব্যবস্থার সঙ্গে জড়িত এবং যখন প্রধান বিচারপতির সাজা হচ্ছে কোনো মামলাতে, তখন আলটিমেটলি নেতিবাচক প্রভাব বলেই মনে করি।মঙ্গলবার রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী এসব কথা বলেন। তিনি আরও বলেন, রায়ের সার্টিফায়েড কপি হাতে পাওয়ার পর হাইকোর্টে দ্বারস্থ হব। আসামিপক্ষের এ আইনজীবী বলেন, আমাদের জানামতে, বাংলাদেশে এই প্রথম সাবেক কোনো বিচাপতির সাজা হলো।
বিএনপি নেতাদের বক্তব্যে মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
মালিক-শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত না থাকলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধিতে সরকার ডিজেল চালিত যাত্রীবাহী পরিবহনের ভাড়া পুনঃনির্ধারন করছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পরিবহন মালিক সমিতি ও শ্রমক ফেডারেশনের নেতৃবৃন্দ পুনঃনির্ধারিত হারে ভাড়া আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও গতকাল বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগ এসেছে। যা কোনোভাবেই কাম্য নয়।
দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না: জিএম কাদের-মানবজমিন
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃংখলা রক্ষায় নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচন নিয়ে হামলা-পাল্টা হামলা আর গোলাগুলি নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খুন-খারাবি জনমনে আতংক সৃষ্টি করেছে। দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না।মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, সারাদেশে চলছে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এক সময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতো। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন, উৎসবের পরিবর্তে আতংকের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার, যেন কিছুই করার নেই তাদের। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সামনে প্রতিদিনের সন্ত্রাসী কর্মকান্ড হতাশ করছে জাতিকে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
দেওচায় সিঙ্গুরের মতো জোর করে জমি নেব না, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী-আনন্দবাজার পত্রিকা
বাংলায় শিল্প আসছে। তবে সেই শিল্পের জন্য তাঁর সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। বিধানসভায় মঙ্গলবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে তিনি ঘোষণা করেন, দেওচা পাচামি প্রকল্প নিয়ে মমতার সরকার কোনও জেদাজেদিতে যাবে না, বরং সকলে আস্থা অর্জন করেই শিল্প স্থাপনে উদ্যোগী হবে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যে শিল্প স্থাপন নিয়ে বক্তৃতায় মমতা টেনে আনেন বামফ্রন্ট সরকারের আমলে ঘটে যাওয়া সিঙ্গুর প্রসঙ্গ। মমতা বলেন, ‘‘এখানে সিঙ্গুরের মতো জেদাজেদি হবে না। সকলের আস্থা অর্জন করেই শিল্প স্থাপনের কাজ হবে। রাজ্য সরকার পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেছে তারপর কারও কোনও বক্তব্য থাকলে তা শোনা হবে। এখানে কোনও ইগোর ব্যাপার নেই। প্রকল্প রূপায়িত হলে বিদ্যুতের দাম কমে যাবে। রাজ্যের মানুষের সুবিধা হবে।’প্রসঙ্গত, একটি অংশের বক্তব্য দেওচা পাচামিতে জমি অধিগ্রহণ নিয়ে সেখানকার স্থানীয়দের একাংশের মধ্যে খানিক অসন্তোষ তৈরি হয়েছে।সেই আবহে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আজকালে মমতার একটি বক্তব্য ছাপা হয়েছে। শিরোনামটি এরকম-‘না দেয় টাকা, না দেয় টিকা’, বিরোধী-শূন্য বিধানসভায় কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। এ খবরে লেখা হয়েছে, চার নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণের পর বিধানসভার অধিবেশনে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের বিধানসভা ছিল বিরোধী-শূন্য। সেখানেই মুখ্যমন্ত্রীর তোপ, ‘বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনেই করেন না। যখন ইচ্ছা হয়, তখন আসেন, যখন ইচ্ছা হয় না তখন আসেন না। এতে আমার মর্মবেদনা হয়, তবে খারাপ লাগে না।’ এরপরেই পেট্রোপণ্যের দাম থেকে টিকা-বৈষম্য, বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ করেন মমতা। কেন্দ্রের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, ‘না দেয় টিকা, না দেয় টাকা’।
মমতা বলেন, ‘পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া আর এখন ৫-১০ টাকা কমাচ্ছে। একপুকুর জল থেকে এক ঘটি জল তুলে নিচ্ছে। উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে তাই দাম কমিয়েছে। নির্বাচন মিটলে ফের দাম বাড়িয়ে দেবে।’ পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে টিকা বেশি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বঞ্চনার শিকার হলেও বাংলাই টিকাকরণে প্রথম। একটি ডোজও নষ্ট হতে দেওয়া হয়নি।’
অর্থ, নারীর চক্রে ডুবেছে বঙ্গ BJP! এসব কী বললেন তথাগত?–আজকাল
বিতর্ক এখন তাঁর নিত্যসঙ্গি। আর সেই বিতর্কের উৎস তাঁর লাগামছাড়া মন্তব্য আর টুইট। কখনও তিনি বঙ্গ বিজেপি নেতাদের তোপ দাগেন। কখনও বিজেপি–তে যোগ দেওয়া অভিনেত্রীদের। মুখে লাগাম তাঁর খুব একটা নেই। গত কয়েক দিন তাঁর নিশানায় বারবার আসছেন বিজেপি–র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তাঁকেই নাম না করে ফের বিঁধলেন। আর তা করতে গিয়ে বঙ্গ বিজেপি–র বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তথাগত রায়। বললেন, অর্থ আর নারীর চক্রে নাকি ডুবেছে বিজেপি।
সোমবার ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় টুইটারে লিখলেন, ‘৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা— এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে।’
“৩ থেকে ৭৭”(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা - এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে।
ফের দিল্লির রাস্তায় এনকাউন্টার! এইমসের সামনে পুলিশ-দুষ্কৃতীর গুলির লড়াইয়ে জখম ৩-সংবাদ প্রতিদিন
ফের দিল্লির প্রকাশ্য রাস্তায় গুলির লড়াই। পুলিশ-দুষ্কৃতীর মধ্যে এনকাউন্টারে (Encounter) গুরুতর জখম ২ পুলিশকর্মী। আহত এক দুষ্কৃতীও। তার পায়ে গুলি লেগেছে বলে খবর। মঙ্গলবার ভোরে দিল্লির এইমসের সামনে এই গুলির লড়াইয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাড়ানো হয়েছে এই এলাকার নিরাপত্তা।
পুলিশ সূত্রে খবর, অক্টোবরের শেষদিকে চুরি সংক্রান্ত একটি মামলায় মূল চক্রী হিসেবে এই দুষ্কৃতীর নাম পায় পুলিশ। সেইমতো তাকে ধরতে তল্লাশি অভিযান চলছিল। মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ দিল্লির এইমসের (Delhi, AIIMS) কাছে হাতেনাতে ধরা পড়ে ওই দুষ্কৃতী। কিন্তু পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে। ফলে পুলিশ-দুষ্কৃতীর মধ্যে শুরু হয় গুলির লড়াই। তাতে জখম হন ২ পুলিশকর্মী। দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষত এইমসের সামনে প্রকাশ্য দিবালোকে এই গুলির লড়াই চলায় রোগী থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী – সকলেই আতঙ্কিত। হাসপাতাল চত্বরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই ঘটনায় রাজধানী শহরের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮