-
নাকশে জাহান স্কয়ার: ইরানের শক্তি, শিল্প ও জীবনের এক মহিমান্বিত প্রতিচ্ছবি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১৮:৩৩পার্সটুডে: নাকশে জাহান স্কয়ার (বিশ্বের প্রতিচ্ছবি) ইস্ফাহান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থান, যা বিশ্বের বৃহত্তম নগর চত্বরগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত এবং এটি ইরানি ও ইসলামী স্থাপত্যের একটি অতুলনীয় শ্রেষ্ঠকর্ম।