এক নজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
(last modified Thu, 23 Dec 2021 12:00:43 GMT )
ডিসেম্বর ২৩, ২০২১ ১৮:০০ Asia/Dhaka
  • এক নজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিএনপির কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্রে পার্থক্য নেই : সেতুমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে তিন চুক্তি সই-প্রথম আলো
  • নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া বড় উদ্বেগের: সিপিডি- দৈনিক মানবজমিন
  • আফগানিস্তানে যেকারণে মৃত্যুর শঙ্কায় লাখো শিশু- ইত্তেফাক
  • নতুন বছরে ক্লাস যেভাবে চলবে, জানালেন শিক্ষামন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
  • মির্জা ফখরুলের দাবি-এসপি মুরাদের নির্দেশে বিএনপির সমাবেশে ১২০০ রাউন্ড গুলি - যুগান্তর

ভারতের শিরোনাম:

  • কলকাতার মেয়র ফিরহাদই, ডেপুটি অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায় ​​​​–আজকাল
  • বিজেপি-র রাজ্য কমিটিতে দুই চিকিৎসক, দল ‘রুগ্ন’ বলেই কি, বিরোধীদের ঠাট্টা -আনন্দবাজার পত্রিকা
  • নিজের পায়ে কুড়ুল মেরেছে, নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি’, ফের বিস্ফোরক তথাগত রায়- প্রতিদিন

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে তিন চুক্তি সই-প্রথম আলো

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দী বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই নেতার উপস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

দ্বৈত কর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসাবিজ্ঞান (নবায়ন) সমঝোতা স্মারক এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ।

এর আগে প্রধানমন্ত্রী মালেতে প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ তাঁকে লালগালিচা সংবর্ধনা দেন। এ সময় শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান ও গানস্যালুট দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

বিএনপির কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্রে পার্থক্য নেই : সেতুমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি নেতারা রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থেকে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতির এই শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থেকে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে চিরাচরিতভাবে বিষোদগার করে চলেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলের দাবি-এসপি মুরাদের নির্দেশে বিএনপির সমাবেশে ১২০০ রাউন্ড গুলি -যুগান্তর

এসপি মুরাদ আলীর নির্দেশে ওসি নাজমুল হাসান, মাসুক আলী সম্পূর্ণ বেআইনিভাবে শটগানে প্রায় ১২০০ রাউন্ড গুলি ছুড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আইনত সারাবিশ্বে শটগানের গুলি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে পাঠানোর দাবিতে ২২ ডিসেম্বর সারা দেশে বিভাগীয় পর্যায়ে সাত জেলায় আমাদের সমাবেশের কর্মসূচি ছিল। এর মধ্যে ছয়টিতে মোটামুটি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করা গেছে। হবিগঞ্জে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে। এসপি মুরাদ আলীর নির্দেশে ওসি নাজমুল হাসান, মাসুক আলী সম্পূর্ণ বেআইনিভাবে শটগানে প্রায় ১২০০ রাউন্ড গুলি ছুড়েছে। আইনত সারাবিশ্বে শটগানের গুলি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

আফগানিস্তানে যেকারণে মৃত্যুর শঙ্কায় লাখো শিশু- ইত্তেফাক

তিন বছরের শিশু কামিলা, কিন্তু তার ওজন মাত্র পাঁচ বছর। পেটের, বুকের হাড় বের হয়ে গেছে, ভুগছে চরম অপুস্টিজনিত রোগে। এমন হাজারো চিত্র আফগানিস্তানের শিশুদের। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু কামিলার পরিবার নয়, আফগানিস্তানের লাখ লাখ পরিবার চরম খাদ্যসংকটে। যার মধ্যে নারী ও শিশুরা বেশি ভুক্তভোগী।  মানবাধিকার সংস্থাগুলো আহব্বান জানিয়েছে দেশটিতে বিদেশী সহায়তার। 

তবে দেশটিতে ক্ষমতায় যাওয়া তালেবান সরকার সিএনএনে দাবি করেছে ভিন্ন। তালেবান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেছে কিন্তু অনাহারে রয়েছে লাখো মানুষ এমন তথ্যকে ভিত্তিহীন বলেছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, কেউ অনাহারে নেই কেননা এখানে কোন দুর্ভিক্ষ নেই এবং শহরগুলো খাদ্যে পরিপূর্ণ। 

সিএনএন বলছে, তালেবানের ক্ষমতা নেওয়ার তিন মাসের মধ্যে আফগানিস্তানের অবস্থা শোচনীয় পর্যায়ে। কোটি কোটি ডলারের বিদেশী সহায়তা বন্ধ হয়েছে। জানিসংঘ জানিয়েছে, শীত শুরুর মৌসুমে দেশটির প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ চরম অনাহারে ভুগছে। এই সংখ্যা দেশটির জনসংখ্যার অর্ধেক।  এর মধ্যে প্রায় ১০ লাখ শিশু যাদের বয়স পাঁচ বছরের নিচে অনাহারে মৃত্যুর শঙ্কায়।

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া বড় উদ্বেগের: সিপিডি- দৈনিক মানবজমিন

করোনা মহামারির সময় মানুষের যখন আয় কমে গেছে, কর্মসংস্থান হারিয়েছেন অনেকে। এমন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। চলতি বছরের অক্টোবর পর্যন্ত মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ শতাংশ। যা বাস্তবতার সঙ্গে বিরাট ফারাক বলে মনে করছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশের উন্নয়নে স্বাধীন পর্যালোচনার আওতায় অর্থনীতি ২০২১-২০২২, প্রথম অন্তবর্তীকালীন পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সিপিডি।সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ তুলে ধরে বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। জিনিসপত্রের দাম বৃদ্ধি জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাব।

নতুন বছরে ক্লাস যেভাবে চলবে, জানালেন শিক্ষামন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত

আগামী বছরের মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। আগামী মার্চ মাস পর্যন্ত এটি বহাল থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইল মৌসুমী প্রিন্টিং প্রেস পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ডা. দীপু মনি বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে। সেটি নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণি পাঠদান শুরু করা হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। মার্চের আগ পর্যন্ত আমরা বিষয়টি মনিটরিং করবো।’

কলকাতার মেয়র ফিরহাদই, ডেপুটি অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায় ​​​​–আজকাল

মহারাষ্ট্র নিবাস থেকে কলকাতার নতুন মেয়রের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

আগামী পাঁচ বছরের জন্য কলকাতার মহানাগরিক হলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি পুরসভার দলনেতার দায়িত্বও সামলাবেন ফিরহাদ। পুরসভার চেয়ারপার্সন থাকছেন মালা রায়। ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ। এর আগেও এই দায়িত্ব সামলেছেন তিনি।  কলকাতার মহানাগরিক পদে বসেই ফিরহাদ হাকিম বলেন, ‘‌জীবন যদি যায় যাবে। মমতা ব্যানার্জির বিশ্বাসকে ভঙ্গ হতে দেব না। তাঁর আদর্শ, বিশ্বাস নিয়েই এতদিন পুরবোর্ড চলেছে। এরপরও চলবে। অর্থাৎ মমতা ব্যানার্জির দেখানো পথে হেঁটে আমরা শুধু কাজ করে যাব। আমৃত্যু ওনার বিশ্বাসের মর্যাদা দিয়ে উনি যে দায়িত্ব দিয়েছেন তা পালন করব।’‌

বিজেপি-র রাজ্য কমিটিতে দুই চিকিৎসক, দল ‘রুগ্ন’ বলেই কি, বিরোধীদের ঠাট্টা -আনন্দবাজার পত্রিকা

রাজ্য বিজেপি-র নতুন কমিটি বুধবার ঘোষণা করেছেন সভাপতি সুকান্ত মজুমদার। আর সেই কমিটিতে রাজনীতিকের থেকে পেশাদার বেশি রয়েছেন বলে অভিযোগ উঠেছে দলের অন্দরেই। প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ দুই পদে কলকাতার দুই ক্যানসার বিশেষজ্ঞকে বসানো নিয়ে। বিজেপি-র অন্যতম সহ-সভাপতি হয়েছেন চিকিৎসক মধুছন্দা কর। আবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে সরিয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি করা হয়েছে আর এক চিকিৎসক ইন্দ্রনীল খাঁকে।

রোগী না রাজনীতি কাকে বেশি প্রাধান্য দেবেন? মধুছন্দা বলেন, ‘‘পরিস্থিতি বুঝে। কখনও কোনটাকে গুরুত্ব দিতে হবে সেটা সময় অনুযায়ী ঠিক হয়।  দল এবং পেশা কোথাওই আমি একা নই। সব জায়গাতেই টিম হিসেবে কাজ করি। সেটাই করব।’’প্রায় একই দাবি চিকিৎসক ইন্দ্রনীলের। তিনি বলেন, ‘‘রাজনীতি তো কারও পেশা নয়। আমার কাছে এটা সমাজসেবামূলক কাজ। পেশার বাইরেও সমাজের কথা ভেবে কিছু কাজ করতে হয়। আমি রাজনীতিকে কর্তব্য মনে করি। বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যের যে দুর্দশা তার জন্য রাজনীতিতে অংশগ্রহণ এবং সক্রিয় আন্দোলনে নামাটা আমার কাছে পবিত্র কাজ। তাই সেটা করব।’’

নিজের পায়ে কুড়ুল মেরেছে, নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি’, ফের বিস্ফোরক তথাগত রায়- প্রতিদিন

কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপির। দ্বিতীয়ও নয় তৃতীয় স্থান পেয়েছে তারা। আর ফলপ্রকাশের পরই টুইটে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেছেন তথাগত রায়। একইভাবে নিশানা করলেন তৃণমূলকেও (TMC)। তাঁর কথায়, তৃণমূলের চুরমার হয়ে যাওয়া অবশ্যাম্ভাবী!

বিষয়টা ঠিক কী? পুরভোটের ফল স্পষ্ট হওয়ার পর ২২ ডিসেম্বর বিজেপিকে কটাক্ষ করেছিলেন তথাগত রায় (Tatha)। লিখেছিলেন, “প্রতীক্ষা শেষ। আশঙ্কা সত্য হল।” যা নিয়ে সমালোচনা করেছিলেন অনেকেই। তার পরিপ্রেক্ষিতে আরও একটি টুইট করেছিলেন বিজেপি নেতা। লিখেছিলেন, “প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি! কিন্তু উপায় নেই| যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনও লাভ হয়নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি নাকি মরে গেছি, তাতে কারও কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।”

 পার্সটুডে/বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ