আইআরআইবি ফ্যান ক্লাবের ডিসেম্বর মাসের কুইজের ফল প্রকাশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i102116-আইআরআইবি_ফ্যান_ক্লাবের_ডিসেম্বর_মাসের_কুইজের_ফল_প্রকাশ
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত ডিসেম্বর মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ১০৯ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৪৬ জন (বাংলাদেশ ৩৪, ভারত ১২)। বাকি ৬৩ জন (বাংলাদেশ ৫৫, ভারত ৮) ভুল উত্তর দিয়েছেন।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
জানুয়ারি ০৪, ২০২২ ২০:১৮ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের ডিসেম্বর মাসের কুইজের ফল প্রকাশ

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত ডিসেম্বর মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ১০৯ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৪৬ জন (বাংলাদেশ ৩৪, ভারত ১২)। বাকি ৬৩ জন (বাংলাদেশ ৫৫, ভারত ৮) ভুল উত্তর দিয়েছেন।

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীরা হলেন

 

১. খোন্দকার এরফান আলী (বিপ্লব)

ঢাকা, বাংলাদেশ।

২. নাজমুল হক

গফরগাঁও, ময়মনসিংহ-১৭৪৫                                                                           

৩. ইশরাত জাহান

মৈন্দ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া

৪. এস এম নাজিম উদ্দিন

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

5. Radhakrishna Pillai.N

Thekkadath, Chadayamangalam P.O, Kollam (District),

Kerala (State), India.

(প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী পাঁচজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।)

 

কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন

প্রশ্ন-১. ইরান বর্তমানে সর্বোচ্চ কত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে?

উত্তর: বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।   

প্রশ্ন-২: ইরানে সুন্নি মুসলমানদের মসজিদের সংখ্যা কত?

উত্তর: ১৭ হাজার।  

প্রশ্ন-৩: ইয়েমেনে আগ্রাসনের সমালোচনা করায় সম্প্রতি কোন্‌ দেশের চাপে লেবাননের তথ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন?

উত্তর: সৌদি আরব

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।