দু’ সপ্তাহ পিছিয়ে একুশে বইমেলা শুরু মঙ্গলবার, কঠোরভাবে মানা হবে স্বাস্থ্যবিধি
বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে এ বছরের একুশে বইমেলা দু’ সপ্তাহ পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। এরপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা অবধি চলবে এ বইমেলা।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ (বুধবার) বাংলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, করোনা সংক্রমণের হার কমলে বইমেলার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে কঠোরভাবে মানা হবে স্বাস্থ্যবিধি। আর মাস্ক ব্যতীত প্রবেশ করা যাবে না বইমেলায়। লাগতে পারে টিকা সনদও।
প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে মেলা যথাসময়ে শুরু করতে পারিনি আমরা। তাই এ বছর মাত্র দু’ সপ্তাহের জন্য মেলার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। করোনা সংক্রমণের হারের ওপর নির্ভর করবে মেলার পরিধি বাড়াবে কি না। সংক্রমণ কমে আসলে মেলার পরিধি বাড়বে।
তিনি আরও বলেন, মেলার সময় পূর্বে তিনটা থেকে শুরু হলেও এবার যেহেতু স্বল্প সময়ের মেলা, তাই দুপুর ২টা থেকে শুরু হবে। ছুটির দিন বেলা ১১টা থেকে শুরু হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ প্রমুখ।
স্টলে বসতে থাকতে হবে করোনা টিকার সনদ
এর আগে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষ্যে নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, যারা বিক্রেতা বা স্টলে বসবেন তারা করোনা টিকা দিয়েছেন মর্মে সনদ সাথে রাখতে হবে। নইলে জরিমানার ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে মাস্ক ছাড়া কেউ ঢুকবো না, তাপমাত্রা মাপার যন্ত্র রাখা হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরিস্থিতির কারণে জারি করা নির্দেশনা অনুসরণ করা হবে। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে মোবাইল টিম থাকবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।