কাবুলে বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করল আইএস জঙ্গিরা
(last modified Sun, 24 Apr 2022 12:36:57 GMT )
এপ্রিল ২৪, ২০২২ ১৮:৩৬ Asia/Dhaka

আফগানিস্তানের উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ জঙ্গিরা সম্প্রতি রাজধানী কাবুলে বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে।

গত শুক্রবারের ওই বিস্ফোরণে এক বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর একজন  আহত হয়েছে। এ ছাড়া একই দিনে কুন্দুজ প্রদেশে ইমাম সাহেব মসজিদেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত এবং ৪৩জন আহত হয়েছে। তবে কোনো কেনো আফগান সূত্র ওই সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৬০ জন বলে জানিয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, তালেবান ক্ষমতা নেয়ার পার আফগানিস্তানে এ পর্যন্ত যত সন্ত্রাসী হামলা হয়েছে তার বেশিরভাগেরই দায়িত্ব স্বীকার করেছে দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠী। এ থেকে নিরাপত্তা প্রতিষ্ঠায় তালেবান সরকারের ব্যর্থতার বিষয়টি ফুটে উঠেছে। সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখা গেছে সন্ত্রাসীরা বিশেষ লক্ষ্য  নিয়ে মানবতা বিরোধী এসব কর্মকাণ্ডে লিপ্ত। বিশেষ করে শিয়া জনগোষ্ঠী তাদের প্রধান টার্গেট।

গত অক্টোবরে কুন্দুয শহরে স্কুল থেকে শুরু করে মসজিদ ও অন্যান্য স্থানে যেসব ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তা থেকে সন্ত্রাসীদের ওই বিশেষ লক্ষ্য উদ্দেশ্যের বিষয়টি ফুটে উঠেছে। আইএস জঙ্গিরা যখন আফগানিস্তানকে মানবতা বিরোধী কর্মকাণ্ডের লালনভূমিতে পরিণত করেছে এবং ওই দেশটিকে সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত করেছে তখন তালেবান সরকার কেবল নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং বেসামরিক মানুষজন রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না। আইএস বা দায়েশ সন্ত্রাসীরা বর্তমানে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারপরও তালেবান সরকার এই জঙ্গি গোষ্ঠীকে বড় ধরনের বিপদজনক কিছু নয় বলে মনে করে।

আফগানিস্তানে এখন এ ধারণা বিরাজ করছে যে তালেবান সরকার আইএস জঙ্গিদের কার্যক্রমকে ছোট করে দেখছে এবং সে কারনে তাদের মোকাবেলা করাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এ ছাড়া সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় তালেবান সরকার এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরকে ফেতনা সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করলেও দায়েশ বা আইএস জঙ্গিদের নাম উল্লেখ করেনি।

পর্যবেক্ষকরা বলছেন, তালেবান সরকার যতদিন পর্যন্ত আইএস জঙ্গিদেরকে সেদেশের জনগণের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে উল্লেখ না করবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শক্ত ব্যবস্থা না নিবে ততদিন পর্যন্ত সন্ত্রাসী হামলা চলতেই থাকবে। #                   

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ