বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা একটু কম-বেশি হবেই: প্রধানমন্ত্রী
অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে ডিবি পুলিশ
ডলার-সংকটের কারণে বাংলাদেশে অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। ডলার সঙ্কটের এ প্রেক্ষাপটে অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গোয়েন্দা সংস্থাটির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ আজ (বৃহস্পতিবার) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, ডলারের মূল্যবৃদ্ধির এই সময়ে অবৈধ ডলার মজুতকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ডিবি প্রধান বলেন, ‘আমরা যদি তথ্য পাই, কেউ ডলার মজুত করছেন, কারও কাছে অবৈধ ডলার তৈরির মেশিন বা সরঞ্জামাদি আছে, তাহলে অবশ্যই আমরা তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।’
খোলাবাজারে ডলারের সংকট এবং দামের ঊর্ধ্বগতি রোধে ইতিমধ্যে তৎপর হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে চাহিদার ওপর ভিত্তি করে ডলারের বিপরীতে কয়েক দফায় টাকার অবমূল্যায়ন করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ১০টি দল গতকাল বুধবার রাজধানীর গুলশান, পল্টন ও মতিঝিলের ২০টি মানি চেঞ্জার পরিদর্শন করে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে। এই পরিদর্শনকালে সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। অভিযানের পর ফলে খোলাবাজারে ডলারের দাম গতকাল ১০৮ টাকায় নেমে আসে, গত মঙ্গলবার যা ১১২ টাকা পর্যন্ত উঠেছিল।

ঋণ নিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে সরকার: নুর
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ঋণের ভারে জর্জরিত করে আজকে দেশকে দেউলিয়াত্বের পথে নিয়ে যাচ্ছে সরকার। প্রকল্প বাস্তবায়নের ঋণ নিয়ে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা একটু কম-বেশি হবেই: প্রধানমন্ত্রী
এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আশ্বস্ত করে বলেছেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা একটু কম-বেশি হবেই। কিন্তু আমাদের নানা লোকজন রয়েছে, যারা এটা নিয়ে নানা রকম মন্তব্য এবং গুজব করে বেড়ায়।’
তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের তিন মাসের খাদ্য কেনার যে রিজার্ভ সেটা থাকলেই যথেষ্ট। তবে ভোগ্য পণ্য এবং খাদ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে হবে, নিজের দেশে উৎপাদন বাড়াতে হবে।
আজ সকালে দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
তিনি বলেন, ‘সেখানে আমাদের মতো দেশ, কেবল আমরা উন্নয়নের পথে যাত্রা শুরু করেছি। আমরা একটা লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপ্রাণভাবে, আর তখনই এ ধরনের বাধা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে আমাদেরকে থেমে থাকলে চলবে না। আজকে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে সব দেশই কিন্তু নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরাও সেটা অনুসরণ করছি। ’
সরকারপ্রধান বলেন, ‘বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে শুধু রেমিট্যান্সের ওপর নির্ভরশীল নয়, রপ্তানিনির্ভর বিদেশি মুদ্রা অর্জনের দিকে আমাদের আরো বেশি মনোযোগ দিতে হবে। আমাদের পণ্য যাতে বিদেশে রপ্তানি হয় সে জন্য পণ্যের বহুমুখীকরণ করা এবং পণ্যের জন্য নতুন নতুন বাজার আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেখানে যে পণ্যের চাহিদা সে ধরনের পণ্য বাংলাদেশে উৎপাদনের মাধ্যমে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জনের পদক্ষেপ আমরা নেব। #
পার্সটুডে/আবদুর রহমান খান/ আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।