বেটউইনার না ছাড়লে সাকিবের সাথে কোনও সম্পর্ক থাকবে না: পাপন
https://parstoday.ir/bn/news/bangladesh-i111756-বেটউইনার_না_ছাড়লে_সাকিবের_সাথে_কোনও_সম্পর্ক_থাকবে_না_পাপন
বেটিং ওয়েবসাইট বেটউইনার নিউজের চুক্তি থেকে সরে না এলে অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনও সম্পর্ক থাকবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ১১, ২০২২ ১৬:৪১ Asia/Dhaka
  • নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান
    নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান

বেটিং ওয়েবসাইট বেটউইনার নিউজের চুক্তি থেকে সরে না এলে অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনও সম্পর্ক থাকবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ (বৃহস্পতিবার) ধানমন্ডির নিজ কার্যালয়ে সাংবাদিকদের এমন কথা জানান তিনি। পাপন বলেন, ‘আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার কথা ছিল। শুনেছি আজ সে জানাবে। আজ জানাক দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

তিনি বলেন, ‘এ বিষয়ে বিসিবির অবস্থান আগে থেকেই পরিস্কার। সেখান থেকে পুরোপুরি সরে আসতে হবে তাকে। কোনো রকম সম্পৃক্ততাই থাকা সম্ভব না। স্কোয়াডে কি আমাদের দলেই থাকবে না। অধিনায়ক তো পরের ধাপ। এটা নিয়ে আলোচনার কিছু নেই। এটা আগে থেকেই সিদ্ধান্ত নেয়া। এটা খুবই পরিস্কার।'

বিসিবি সভাপতি জানিয়েছেন, ফিক্সিং ইস্যুতে মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটারকেও তারা ছাড় দেননি। সাকিবের এই ব্যাপারেও তারা কঠোর অবস্থানেই থাকবেন। এই অলরাউন্ডারের চুক্তি নিয়ে এই ভাবনা চিন্তার কোনো সুযোগ দেখছেন না পাপন।

তিনি বলেন, 'সাকিবের স্পন্সর নিয়ে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। বিসিবি প্রথম থেকেই যে অবস্থায় যা ছিল এখনও তাই আছে। যখন প্রথমে আমি আসি বিসিবিতে তখনই আমি বলেছিলাম এ ব্যাপারে জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এটা গ্রহণ করবে না। যে যেভাবেই এটা এক্সপ্লোর করুক। আমাদের কাছে কোনো সুযোগই নেই। যে কারণে তখন আশরাফুলের মতো খেলোয়াড়কেও আমাদের বাদ দিতে হয়েছে।'

এরই মধ্যে সাকিবের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবারই বিসিবির কাছে কারণ ব্যাখ্যা করার কথা রয়েছে তার। সাকিবের জন্য আঁটকে আছে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণাও। গুঞ্জন ছিল সাকিবকে অধিনায়ক করেই এশিয়া কাপের দল ঘোষণার কথা ছিল বিসিবির।#

প্রায় ১০ কোটি টাকার চুক্তিতে ২ আগস্ট বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হন সাকিব। এরপর এ বিষয়ে দেশের ক্রিকেট মহলের অনেকেই মনোক্ষুণ্ণ হন। অনলাইনে জুয়া কিংবা বাজির প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়া দেশের আইন এবং ক্রিকেট নীতির পরিপন্থী। এ কারণে বিসিবি চুক্তির আগে সাকিবকে সতর্কবার্তাও দিয়েছিল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১