আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে চিঠি লেখা প্রতিযোগিতা-২০২২
https://parstoday.ir/bn/news/bangladesh-i112068-আইআরআইবি_ফ্যান_ক্লাব_কিশোরগঞ্জের_উদ্যোগে_চিঠি_লেখা_প্রতিযোগিতা_২০২২
বর্তমান বিশ্বে বাংলাদেশ, ভারত ও অন্যান্য অঞ্চলের বাংলাভাষীদের মধ্যে রেডিও তেহরান বাংলা বিভাগের জনপ্রিয়তা আকাশচুম্বী। দিনকে দিন আন্তর্জাতিক এ বেতারের শ্রোতাসংখ্যা বেড়েই চলছে। বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় সম্প্রতি বেশ কিছু নতুন শ্রোতা তৈরি হয়েছে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
আগস্ট ১৭, ২০২২ ১৯:৪২ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের উদ্যোগে চিঠি লেখা প্রতিযোগিতা-২০২২

বর্তমান বিশ্বে বাংলাদেশ, ভারত ও অন্যান্য অঞ্চলের বাংলাভাষীদের মধ্যে রেডিও তেহরান বাংলা বিভাগের জনপ্রিয়তা আকাশচুম্বী। দিনকে দিন আন্তর্জাতিক এ বেতারের শ্রোতাসংখ্যা বেড়েই চলছে। বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় সম্প্রতি বেশ কিছু নতুন শ্রোতা তৈরি হয়েছে।

তাদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' শুধুমাত্র ওই দুই জেলার শ্রোতাদের মাঝে এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাস এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শ্রোতাদেরকে রেডিও তেহরানের অনুষ্ঠানের ওপর মতামত জানিয়ে প্রতি মাসে দুটি করে চিঠি লিখতে হবে। প্রত্যেক মাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদেরকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এছাড়া, অংশগ্রহণকারী সবার জন্য থাকবে বিশেষ পুরস্কার। বিজয়ীদের লেখাগুলো রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডেতে প্রকাশ করা হবে।

 

নিয়মাবলি:

১) অংশগ্রহণকারীকে অবশ্যই কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) একটি ইমেইল আইডি থেকে একজন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।

৩) চিঠিতে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

৪) প্রতিটি চিঠির সাথে একটি ছবি সংযুক্ত করতে হবে।

৫) চিঠি পাঠানোর ইমেইল ঠিকানা হল: [email protected] তবে রেডিও তেহরানের ঠিকানায় পাঠানোর সাথে সাথে তা [email protected] ইমেইলে ফরোয়ার্ড করতে হবে।

৬) ইমেইলে সাবজেক্টের স্থানে ‘চিঠি লেখা প্রতিযোগিতা-২০২২’ লিখতে হবে।

৭) প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭