সাফ ফুটবল: নেপালকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i113458-সাফ_ফুটবল_নেপালকে_হারিয়ে_নতুন_ইতিহাস_গড়ল_বাংলাদেশের_মেয়েরা
২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে সবশেষ ২০১৬ আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেয়েদের। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৯:২১ Asia/Dhaka
  • শিরোপাজয়ী বাংলাদেশের মেয়েদের উল্লাস
    শিরোপাজয়ী বাংলাদেশের মেয়েদের উল্লাস

২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে সবশেষ ২০১৬ আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেয়েদের। 

আজ (সোমবার) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের আগে কাঠামান্ডুতে ভারি বৃষ্টি হয়। তাই মাঠ হয়ে যায় কর্দমাক্ত। বল নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা হলেও আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। সাফল্য বাংলাদেশ পায় শুরুতেই। দারুণ পারফরম্যান্স দেখিয়ে মাত্র ১৪ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। টুর্নামেন্টে নেপালের জালে এটাই প্রথম গোল। 

গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপাল। মাঝমাঠে মারিয়া-মনিকার নিয়ন্ত্রণে একটু টান পড়ে; ফলে বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকে স্বাগতিকরা। কিন্তু পোস্টের নিচে রুপনা ছিলেন দারুণ ক্ষিপ্র, বিশ্বস্ত। ২৩তম মিনিটে অনিতার শট প্রথম দফায় আটকে দ্বিতীয় দফায় গ্লাভসে নেন তিনি।

৩৪তম মিনিটে আবারও রুপনার ঝলক। বক্সের বাইরে অনিতার ছোট ফ্রি কিকে দিপা সাশির শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। এই কর্নার থেকে ডিফেন্ডারদের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ। গোললাইন থেকে বিপদমুক্ত করেন ডিফেন্ডাররা।

৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণের উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে অধিনায়ক সাবিনা পাস বাড়ান কৃষ্ণার উদ্দেশে। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
তবে ৬৯ মিনিটে আনিতার গোলে ব্যবধান ২-১ কিছুটা কমায় নেপাল। তবে নেপালকে বেশি সময় ম্যাচে থাকতে দেয়নি বাংলাদেশ।  ৭৭তম মিনিটেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকারের দ্বিতীয় গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলের ব্যবধানে। আর শেষ পর্যন্ত এই ব্যবধানই ইতিহাস গড়ে দেয় বাংলাদেশকে।

আগের সব সাফে বিজয়ী ভারত এবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এবার ফাইনালে ওঠার পথে গ্রুপপর্বে ভারতকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ।

অবশেষে ঘুচল ১৯ বছরের শিরোপা খরা। বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে ২০০৩ সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘদিনের বিরতি। অবশেষে মেয়েদের হাত ধরে এলো সাফের শিরোপা। টুর্নামেন্টে আট গোল করে সেরার মুকুট পরেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের গোলবারের অতন্দ্র প্রহরী রুপনা চাকমা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।