সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
(last modified Sun, 09 Oct 2022 06:04:18 GMT )
অক্টোবর ০৯, ২০২২ ১২:০৪ Asia/Dhaka
  • বিএসএফ (ফাইল ফটো)
    বিএসএফ (ফাইল ফটো)

বাংলাদেশের পশ্চিম সীমান্তে সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত বাংলাদেশিরা হলেন-হাসানুর রহমান ওরফে মান্দুলি (২৫) এবং মুনতাজ হোসেন (৪০)।

রোববার (৯ অক্টোবর) ভোরে বড় বলদিয়া সীমান্তের অদূরে মুনতাজকে হত্যা করা হয়। পরে বিএসএফের সদস্যরা মরদেহ নিয়ে যায়। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের স্কুলপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম জানান, শনিবার (৮ অক্টোবর) রাতে অবৈধভাবে গরু নিয়ে আসার জন্য ভারত সীমান্তে যান মুনতাজ হোসেন। রোববার সকালে ভারতীয়  সীমান্তের অভ্যন্তরে  তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাংলাদেশিরা। বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, নিহতের বিষয়টি জেনেছি। মরদেহ দেশে নিয়ে আসার জন্য বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে আজ ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় বিএসএফের গুলিতে হাসানুর রহমান ওরফে মান্দুলি বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে। 

স্থানীয় গ্রামবাসীরা জানান, হাছানুর আজ ভোরে ভারতের ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের দুবলী সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পেটে লাগে। ভোর ৬টার দিকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বৈকারি ক্যাম্পের সুবেদার আবু তাহের জানান, মান্দুলি একজন মাদক চোরা কারবারি। অবৈধ পথে ভারতে ঢোকে। ভোরে বিএসএফের গুলিতে সে আহত  হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু  হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ