জেলহত্যার অনেক রহস্য উন্মোচন হয়নি আজও: নতুন প্রজন্মকে দায়িত্ব নেয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/bangladesh-i115390-জেলহত্যার_অনেক_রহস্য_উন্মোচন_হয়নি_আজও_নতুন_প্রজন্মকে_দায়িত্ব_নেয়ার_আহ্বান
বাঙালি জাতির কলঙ্কের ইতিহাসে গাঁথা একটি দিন ৩ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় ৪ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
নভেম্বর ০৩, ২০২২ ১৮:২৬ Asia/Dhaka

বাঙালি জাতির কলঙ্কের ইতিহাসে গাঁথা একটি দিন ৩ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় ৪ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মোশতাক সরকার গ্রেফতার করে বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং মন্ত্রিসভার দুই সদস্য, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে। 

শুধু গ্রেফতার করেই ক্ষান্ত হয়নি তারা। জাতিকে রাজনৈতিকভাবে মেধাহীন ও নেতৃত্ব শূন্য করতে, ১৯৭৫ সালের ২ নভেম্বর রাতের আঁধারে ঢাকার কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। 

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি আজও। তাই নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।

কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায়, বর্বরোচিত এমন হত্যাকাণ্ড, পৃথিবীর ইতিহাসে বিরল বলে জানান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু। রেডিও তেহরানকে তিনি বলেন, জাতীয় ৪ নেতা হত্যাকাণ্ড ছিল, স্বাধীনতার কফিনে শেষ পেরেক। 

জেল হত্যার প্রকৃত ইতিহাস আজও অন্ধকারে জানিয়ে তদন্ত কমিশন গঠন করে নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, সত্য উদঘাটন ও জানানো এখন জরুরি।#

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।