আইএমএফ’র ঋণ পাচ্ছে বাংলাদেশ, নেই কোন কঠিন শর্ত: অর্থমমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i115656
বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঋণ পাচ্ছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৯, ২০২২ ১৯:১১ Asia/Dhaka
  • অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
    অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঋণ পাচ্ছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৫১৯ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফ  জানিয়েছে তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে ঋণপ্রস্তাবের সব আনুষ্ঠানিকতা ও বোর্ড-এর চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ হবে। ঋণটি ২০২৬ সাল পর্যন্ত চার বছর মেয়াদি হবে।

এদিকে, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বলেন, আইএমএফর কঠিন শর্ত মেনে নেয়া হবে না। মন্ত্রী বলেন, আইএমএফ এর ঋণ আমরা গ্রহণ করবো, তবে কঠিন শর্ত মেনে নেব না।  তিনি বলেন, তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব তবে কঠিন শর্তে নয়।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।