১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করতে অনঢ় বিএনপি: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i116496-১০_ডিসেম্বর_নয়াপল্টনেই_সমাবেশ_করতে_অনঢ়_বিএনপি_রিজভী
বাংলাদেশের রাজনীতি এখন আগামী ১০ ডিসেম্বরের বিএনপির সমাবেশকে ঘিরেই বেশিরভাগ আবর্তিত। এমন পরিস্থিতিতে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০২২ ১৮:০০ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশের রাজনীতি এখন আগামী ১০ ডিসেম্বরের বিএনপির সমাবেশকে ঘিরেই বেশিরভাগ আবর্তিত। এমন পরিস্থিতিতে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ঢাকার সমাবেশ নিয়ে এখনও তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। রিজভী দাবী করে বলেন, বিভিন্ন গণমাধ্যমে তারা জানতে পেরেছেন সরকার অন্য জায়গায় অনুমতি দিতে চায়। তবে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করবেন তারা। 

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুত্থান এখন সময়ের দাবি। আওয়ামী লীগ ভোট চুরি কোরে গায়ের জোরে গত ১৪ বছর ক্ষমতা আঁকড়ে ধরে আছে। এমন পরিস্থিতিতে কোন ছাড় দেয়া হবে না বলে জানান এ বিএনপি নেতা।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, সরকার সবসময় বিরোধী দলকে দমন পীড়ন করে আসছে। তবে ১০ ডিসেম্বরের পর থেকে দেশের জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।