বাংলাদেশে জেকে বসেছে শীত, কষ্টে নিম্ন আয়ের মানুষ; বাড়ছে শীতজনিত রোগ
(last modified Tue, 03 Jan 2023 12:05:21 GMT )
জানুয়ারি ০৩, ২০২৩ ১৮:০৫ Asia/Dhaka

বাংলাদেশে বেড়েছে শীতের প্রকোপ। রাজধানী ঢাকাসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি।

গত ক’দিন নীলফামারী, পঞ্চগড় ও সিলেটে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। এই তিন জেলায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া অন্তত ১০ জেলায় কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

হাড় কাপাঁনো শীতে কাবু হয়ে পড়েছে, উত্তরাঞ্চলের মানুষ। ঘন কুঁয়াশা ও হিমেল হাওয়ায়, ব্রহ্মপুত্র ও তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষ বেশি কষ্টে রয়েছেন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। কুঁয়াশার সাথে উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে কনকনে ঠাণ্ডার মাত্রা। সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত কুঁয়াশার চাঁদরে ঢেকে থাকছে প্রকৃতি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও খেটেখাওয়া নিম্নআয়ের মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায়, সময় মতো কাজে বের হতে পারছেন না তারা। আবার অনেকে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই, জীবন-জীবিকার তাগিদে বের হচ্ছেন কাজে। কুড়িগ্রামের রাহেলা আর চান মিয়ারা এত শীতেও কাজের সন্ধানে ঘুরছেন জেলা শহরের বিভিন্ন এলাকায়। কনকনে শীত পড়া জেলা-উপজেলাগুলোতে সাধারণ মানুষের জন্য ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবার কাজের জন্য যেসব শ্রমজীবী মানুষকে বের হতে হচ্ছে, তাদের সবাই আবার কাজও পাচ্ছে না।

এদিকে, বিভিন্ন এলাকায় বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও। তবে শিশু ওয়ার্ডগুলোতে ভীড় বেশি। ঢাকার রায়েরবাজার থেকে ৬ বছর বয়সী শিশুকে নিয়ে ঢাকার শিশু হাসপাতালে আছেন আমেনা বেগম। শুধু আমেনাই নয় তার মত অনেক মায়েরাই এখন তাদের অসুস্থ সন্তানকে নিয়ে দারস্থ ঢাকার শিশু হাসপাতালে।

জেলা শহর শরিয়তপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার রোমান রেডিও তেহরানকে বলেছেন, প্রচণ্ড শীতের কারণে অসুস্থতা বাড়ছে, রোগীর ভীড়ও বাড়ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে সবাইকে স্বাস্থ্য সচেতনতার দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। #

পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।