ক্লাব কার্যক্রমের খবর
রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে কিশোরগঞ্জে মতবিনিময় ও আলোচনা সভা
'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে পৌর এলাকাস্থ মুক্তমঞ্চে এক মতবিনিময় ও আলোচনা সভা করেছে। এতে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক এবং ভৈরব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক কাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সারাদিনের জেলা প্রতিনিধি ও সোস্যাল ওয়ার্কার শরিফ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নের তরী বেতার শ্রোতা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলাম, লাইট অব নলেজ রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ আজহারুল ইসলাম তামিম, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের অর্থ-সম্পাদক শরিফা আক্তার পান্না, নরসুন্দা ব্লাড ডোনেশন ক্যাম্পের সাংগঠনিক সম্পাদক ও ফ্যান ক্লাব সদস্য মোঃ পলাশ মিয়া, ফ্যান ক্লাব সদস্য যুবায়ের আহমেদ, সিদরাতুল মুনতাহা মোহনা, ফাতেমা আক্তার মুন্নি, পপি আক্তার প্রিয়া, খাদিজা আক্তার সেতু, মাজহারুল ইসলাম সাকিল প্রমূখ।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে শ্রোতা আড্ডা সকাল এগারটায় শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর এগারোটা পর্যন্ত চলে। উক্ত অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এনামুল হক বলেন, রেডিও তেহরান নির্যাতিত মুজলুমের কণ্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে তথ্য দিয়ে লড়াই করে যাচ্ছে রেডিও তেহরান। বিশ্বের সঠিক ও নির্ভুল খবর পাওয়া ছাড়াও ইরান সম্পর্কে জানার উত্তম হাতিয়ার হলো এ বেতার কেন্দ্রটি।
তিনি আরো বলেন যে, দিনকে দিন যেখানে আন্তর্জাতিক বেতারের সংখ্যা কমে যাচ্ছে, সেখানে রেডিও তেহরান তার কার্যক্রমকে সম্প্রসারিত করছে। বেতার শ্রোতা ও ডিএক্সারদের জন্য তা সুখবরই বটে।
বিশেষ অতিথির বক্তব্যে শরিফ মিয়া বলেন, বিশ্ব থেকে রেডিও যে হারিযে যায় নি, হারিয়ে যাবে না, তার জ্বলন্ত প্রমাণ রেডিও তেহরান। এমন শ্রোতা বান্ধব বেতার কেন্দ্র বর্তমান বিশ্বে আর একটিও নেই। রেডিও তেহরানের সাথে থাকতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।
আলোচনায় অংশ নিয়ে স্বপ্নের তরী বেতার শ্রোতা ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলাম বলেন যে, ডিএক্সইংকে বাঁচিয়ে রাখছে রেডিও তেহরান, শ্রোতাদেরকে মাতিয়ে রাখছে রেডিও তেহরান। বর্তমানে রেডিও তেহরানের অনুষ্ঠান শর্টওয়েভ, ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে শোনা যাচ্ছে। এছাড়া মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে শ্রোতাদেরকে সক্রিয় রাখতে সহায়তা করছে বেতার কেন্দ্রটি, যা অন্য কোন বেতার কেন্দ্রের বেলায় পরিলক্ষিত হয়নি।

লাইট অব নলেজ রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ আজহারুল ইসলাম তামিম বলেন, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের অনেক নতুন নতুন শ্রোতা সৃষ্টি হয়েছে। এসব শ্রোতারা যদি প্রমোশনাল আইটেম পেত, তাহলে আরো খুশি হত। তাই শ্রোতাদেরকে রেডিও তেহরানের মনোগ্রামযুক্ত কলম, চাবির রিং, ছাতা, ঘড়ি, ব্যাগ প্রভৃতি সামগ্রী উপহার দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।
রেডিও তেহরানের নতুন শ্রোতা সিদরাতুল মুনতাহা মোহনা, ফাতেমা আক্তার মুন্নি, মাজহারুল ইসলাম সাকিল, পপি আক্তার প্রিয়া ও খাদিজা আক্তার সেতু চাবির রিং পেয়ে দারুণ খুশি হন। তারা এখন থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার পাশাপাশি নিয়মিত চিঠি লিখবেন বলেও জানান।
সভাপতির ভাষণে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন বলেন, রেডিও তেহরান বর্তমান বিশ্বকে তথ্য সন্ত্রাস থেকে রক্ষা করে চলছে। নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, ইসলামি আদর্শ ও তরতাজা খবরের উৎস রেডিও তেহরান তথা পার্সটুডে। তাই যত বেশি লোক রেডিও তেহরান শুনবেন, বিশ্ব ততটা নিরাপদ থাকবে।
তিনি আরও বলেন যে, মানুষের জীবন ও পরিবারকে সুন্দর রাখতে রেডিও তেহরান নিরলাসভাবে কাজ করে যাচ্ছে। সেজন্য প্রচার করছে সুখের নীড়, নারী : মানব ফুল, স্বাস্থ্য কথা, কুরআনের আলো, রংধনু আসর, সুন্দর জীবন প্রভৃতি শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠান। এসব অনুষ্ঠান শুনে নিজের জীবনকে ও পরিবারকে সুন্দর ও সঠিকভাবে সাজানোর পরিকল্পনা করা যায়।
রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে আজকের এ মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত সকলেই রেডিও তেহরানের প্রচার ও প্রসারে নিরলাসভাবে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আর চলতি মাসেই আরেকটি সভার আয়োজন করা হবে বলে জানানো হয়।
বার্তা প্রেরক:
শরিফা আক্তার পান্না
অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।