ইরানের সর্বোচ্চ নেতার বক্তৃতার সংকলন 'বিশ্বজনীন ঐতিহ্য' বাংলা ভাষায় প্রকাশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i118720-ইরানের_সর্বোচ্চ_নেতার_বক্তৃতার_সংকলন_'বিশ্বজনীন_ঐতিহ্য'_বাংলা_ভাষায়_প্রকাশ
ফার্সি ভাষা ও সাহিত্য বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিশেষ বক্তৃতার সংকলন 'বিশ্বজনীন ঐতিহ্য' বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০২৩ ১৭:৩১ Asia/Dhaka
  • বইয়ের ছবি
    বইয়ের ছবি

ফার্সি ভাষা ও সাহিত্য বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিশেষ বক্তৃতার সংকলন 'বিশ্বজনীন ঐতিহ্য' বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে।

বইটি ফার্সি ভাষায় সংকলন করেছেন ড. মোহাম্মাদ হাসান মোগিসে। ফার্সি থেকে বাংলায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। সম্পাদনা করেছেন ড. আব্দুস সবুর খান।

বাংলাদেশের 'সূচীপত্র' প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে ফার্সি ভাষা শিক্ষা, চর্চা ও এর প্রভাব নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ বক্তৃতা স্থান পেয়েছে।

বইটি অনুবাদ ও প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্র সহযোগিতা করেছে। পাঠকরা এই বইয়ের মাধ্যমে ফার্সি ভাষা ও সাহিত্য, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।