বাংলাদেশে জঙ্গি দমন ও নিয়ন্ত্রণে স্বচ্ছতা খুব জরুরি: মন্তব্য অপরাধ বিশেষজ্ঞদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i119988-বাংলাদেশে_জঙ্গি_দমন_ও_নিয়ন্ত্রণে_স্বচ্ছতা_খুব_জরুরি_মন্তব্য_অপরাধ_বিশেষজ্ঞদের
সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য জঙ্গিরা জাতীয় নির্বাচনকে বেছে নেয় বলে জানিয়েছেন  কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। আজ (বুধবার) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১৯:৩৬ Asia/Dhaka

সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য জঙ্গিরা জাতীয় নির্বাচনকে বেছে নেয় বলে জানিয়েছেন  কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। আজ (বুধবার) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিটিটিসি চিফ বলেন, জঙ্গি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য উপযুক্ত সময় হিসেবে জাতীয় নির্বাচনের সময়কে বেছে নেয়। তবে এবার নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা বাড়ার সুযোগ নেই বলে নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান। 

তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নানা কাজে ব্যস্ত থাকে। আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনী সভা-সমাবেশের কারণে ব্যস্ত থাকেন তারা। জঙ্গিরা মনে করে এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দিকে কম মনোযোগ দেবে। এর আগে এমনটাই হয়েছে।

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা শামিন মাহফুজ ওরফে শামিন স্যার ওরফে মেন্ডিং মুরং সম্পর্কে জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, শামিন মাহফুজ সপরিবারে নিখোঁজ রয়েছেন। তাকে গ্রেফতার করা গেলে নতুন জঙ্গি সংগঠন ভঙ্গুর হয়ে যাবে বলে আশা করি।

পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বোম দেশে না কি দেশের বাইরে পালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, তার অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

এমন পরিস্থিতি নিয়ে অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন মনে করেন, জঙ্গি দমনে অনেক সাফল্য রয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু গ্রেফতারকৃত কিন্তু মামলার আসামীরা বিভিন্ন ভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। তাই সেসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান এই অপরাধ বিশেষজ্ঞ। #

 

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।