বই মেলায় হামলার হুমকি জঙ্গি সংগঠনের: দুই মন্ত্রীর মেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i120050-বই_মেলায়_হামলার_হুমকি_জঙ্গি_সংগঠনের_দুই_মন্ত্রীর_মেলায়_যাওয়ার_কর্মসূচি_স্থগিত
বাংলাদেশের পুলিশ সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। হামলার হুমকি পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিভিন্ন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগরের রমনা জোনের উপ পুলিশ কমিশনার মো: শহীদুল্লাহ। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৭:১৪ Asia/Dhaka
  • বই মেলায় হামলার হুমকি জঙ্গি সংগঠনের: দুই মন্ত্রীর মেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত

বাংলাদেশের পুলিশ সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। হামলার হুমকি পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিভিন্ন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগরের রমনা জোনের উপ পুলিশ কমিশনার মো: শহীদুল্লাহ। 

তবে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বোমা হামলার চিঠির বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই বলে  আশ্বস্ত করেছেন পুলিশের এই উর্দ্ধতন কর্মকর্তা। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বোমা হামলার চিঠি নিয়ে ইতিমধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। জিডির কপি র্যানব ও সিটিটিসির কাছে পৌঁছেছে। এ বিষয়ে তারা তদন্ত করছে।

ডিসি রমনা আরো বলেন, জঙ্গি হামলার চিঠিটি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছুটির দিনে বই মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে চিঠির বিষয়টি মাথায় রেখে। এ ধরনের চিঠি আগেও পেয়েছি আমরা। এই চিঠির ওপর ভিত্তি করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এদিকে, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, আগে থেকে চিঠি দিয়ে জঙ্গিগোষ্ঠীর বোমা হামলা চালানোর নজির বাংলাদেশে নেই । তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

আজ শুক্রবার অমর একুশে বইমেলায় দুটি আলাদা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের। কিন্তু শুক্রবার সকালে দুই মন্ত্রণালয় থেকে আলাদা দুটি বার্তায় জানানো হয়েছে তারা বই মেলার অনুষ্ঠানে যাচ্ছেন না।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, অনিবার্য কারণে সেতুমন্ত্রীর আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তারা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর ক্ষুদে বার্তায় জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেল ৫টায় একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।  উল্লেখ্য, গতকাল বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে আসা চিঠিতে পুলিশ সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। #

পার্সটুডে/বাদশাহ রহমান/ বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।