মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৩ শতাংশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i121516-মূল্যস্ফীতি_বেড়ে_৯.৩৩_শতাংশ
মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশে। ফেব্রুয়ারি মাসে যা ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
এপ্রিল ০৪, ২০২৩ ১৮:০৩ Asia/Dhaka
  • মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৩ শতাংশ

মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশে। ফেব্রুয়ারি মাসে যা ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার ৪ এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগরে একনেক সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য উপস্থান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।পরিকল্পনামন্ত্রী বলেন,‘আগেই বলেছিলাম মূল্যস্ফীতি বাড়বে।সেই ধারাবাহিকতায় মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে।তবে আল্লাহ বাঁচিয়েছে ১০ শতাংশ হয়নি। বিবিএসর তথ্যে দেখা গেছে,খাদ্য খাতে সাধারণ মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ, গত মাসে যা ছিল ৮ দশমিক ১৩ শতাংশ।

বিবিএস তার পরিসংখ্যানে বলছে ,মাছ,মাংস,সবজি,মসলা ও তামাকজাতীয় পণ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে।পাশাপাশি বেড়েছে বাড়িভাড়া,আসবাবপত্র, গৃহস্থালি,চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম।পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন,‘জ্বালানি তেলের দামের ফলে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে।সৌদি আরব ও রাশিয়া তেলের দাম বাড়িয়ে দিয়েছে।’#

 

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।