আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের আখড়া : বিবৃতিতে মির্জা ফখরুলের মন্তব্য
https://parstoday.ir/bn/news/bangladesh-i123524-আওয়ামী_লীগ_রাজনৈতিক_দল_নয়_সন্ত্রাসীদের_আখড়া_বিবৃতিতে_মির্জা_ফখরুলের_মন্তব্য
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। ফখরুল সেখানে বলেন, আওয়ামীলীগ সবসময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে।
(last modified 2025-10-04T05:57:22+00:00 )
মে ২৩, ২০২৩ ১৭:১১ Asia/Dhaka
  • আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের আখড়া : বিবৃতিতে মির্জা ফখরুলের মন্তব্য

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। ফখরুল সেখানে বলেন, আওয়ামীলীগ সবসময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে।

মির্জা ফখরুলের দাবি করেন, গেল ২০ মে রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণের আগে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে পুলিশের সামনেই হামলা চালায় আওয়ামী লীগের ছাত্র ও যুবলীগের সন্ত্রাসীরা। আবার সভাস্থলে যাওয়ার সময় পুলিশ নেতাকর্মীদের ওপর টিয়ারগ্যাস ও গুলিবর্ষণ ছাড়াও বেপরোয়া লাঠিচার্জ করে বলেও অভিযোগ করেন তিনি।  এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে ১৭ জন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

ফখরুল বলেন, দেশব্যাপী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে দোর্দণ্ড প্রতাপ শুরু করেছে বর্তমান শাসকগোষ্ঠী। দেশে এখন জবাবদিহিতাহীন নির্মম দুঃশাসন বিরাজমান বলেই সন্ত্রাসীদের বেপরোয়া বিস্তার লাভ ঘটেছে। তাদের সৃষ্ট অবসন্ন গণতন্ত্রে মানুষকে বন্দি করে রাখা হয়েছে। দেশে ন্যায়বিচার মহাশুণ্যে বিলীন হয়ে গেছে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান গনমাধ্যমকে জানান, সোমবার দুপুরের পর থেকে অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরীক্ষা করানো হলে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। #

পার্সটুডে/বাদশাহ রহমান/বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।