সায়েন্সল্যাবে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, বাসে আগুন
https://parstoday.ir/bn/news/bangladesh-i123530-সায়েন্সল্যাবে_পুলিশের_সঙ্গে_বিএনপির_নেতাকর্মীদের_সংঘর্ষ_বাসে_আগুন
বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৩, ২০২৩ ১৮:০০ Asia/Dhaka
  • সায়েন্সল্যাবে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, বাসে আগুন

বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা।

আজ (মঙ্গলবার) বিকেলে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডিতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পদযাত্রাটি ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্সল্যাব মোড়ে এসে বিএনপির কিছু নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একই সঙ্গে একটি একটি দোতলা বাসে তারা আগুন ধরিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে।#