জুন ০৯, ২০২৩ ১৫:৪৯ Asia/Dhaka
  • বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি'র পদযাত্রা কর্মসূচি

বাংলাদেশের বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লোডশেডিং এর প্রতিবাদে শান্তিপূর্ণ পদযাত্রা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন। 

রিজভী আহমেদ বললেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রথম দফায় আগামী মঙ্গলবার (১৩ জুন) বেলা আড়াইটায় মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ করবে। আর ঢাকা মহানগর উত্তর বিএনপি তাদের দ্বিতীয়-দফা পদযাত্রা করবে পরবর্তী শুক্রবার (১৬ জুন) বেলা আড়াইটায়।  মিরপুর পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নং গোলচত্ত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও রুটে করা হবে এ কর্মসূচি।  সকল ‘পদযাত্রা’ শান্তিপূর্ণ হবে বলেও দাবী করেছেন রিজভী আহমেদ। 

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচির রুট সম্পর্কে রিজভী বলেন, আগামী মঙ্গলবার (১৩ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’ গোপীবাগস্থ সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায় সাহেব চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ করবে। আর দ্বিতীয় দফা আগামী শুক্রবার (১৬ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’ রাজধানীর আজিমপুরস্থ স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু করে আরমানিটোলা মাঠ পর্যন্ত ‘পদযাত্রা’ করবে।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সারাদেশে সব জেলা শহরের বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পাল করার সময়ে ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ২১ দিনে সারাদেশে বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।#

পার্সটুডে/বাদশাহ রহমান/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ