ঢাকায় আত্মপ্রকাশ করল নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’
https://parstoday.ir/bn/news/bangladesh-i124506-ঢাকায়_আত্মপ্রকাশ_করল_নতুন_ছাত্রসংগঠন_বাংলাদেশ_ছাত্রপক্ষ’
সাম্য আর অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকারে ঢাকায় আত্মপ্রকাশ করল নতুন ছাত্রসংগঠন 'বাংলাদেশ ছাত্রপক্ষ'। আজ (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই ছাত্র সংগঠনটি তাদের যাত্রা শুরুর ঘোষণা দেয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১৬, ২০২৩ ১৮:৪১ Asia/Dhaka
  • ঢাকায় আত্মপ্রকাশ করল নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’

সাম্য আর অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকারে ঢাকায় আত্মপ্রকাশ করল নতুন ছাত্রসংগঠন 'বাংলাদেশ ছাত্রপক্ষ'। আজ (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই ছাত্র সংগঠনটি তাদের যাত্রা শুরুর ঘোষণা দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ প্রিন্সকে আহ্বায়ক ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম নির্ঝরকে সদস্য সচিব করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ছাত্রপক্ষ গঠনের কারণ, উদ্যোক্তাদের রাজনৈতিক পরিচয়, সখ্যতা ও সংঘবদ্ধ হওয়ার ইতিহাস, দলের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন কমিটির আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স।

তিনি বলেন, 'স্বপ্নহীন শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রের অকার্যকর নাগরিকের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে শিক্ষাঙ্গন। তাই স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত তিন মূলনীতি- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আলোকে শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।'

প্রিন্স জানান, 'দেশ, রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন ‘জনগণের সেবক’ তৈরির কোনো বিকল্প নেই। তাই দেশের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক ও মানবিক কাজে উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাকে বাংলাদেশ ছাত্র পক্ষের কর্মসূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, তাদের কর্মসূচিগুলোর মধ্যে থাকবে- নাগরিক মূল্যবোধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করা; দক্ষ, কর্মঠ ও যোগ্য মানবসম্পদ তৈরি করা; দেশীয় মূল্যবোধের ধারণ ও চর্চা করা; জাতি গঠন ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখা; চিন্তা ও মননশীলতার বিকাশ করা; ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ও সাংবিধানিক প্রতিবাদ করা।

সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, '৬০-৭০ বছরের ছাত্র রাজনীতির সবচেয়ে বড় সংকট হলো জাতিসত্তা গঠন এবং তার মননশীলতার বিকাশে কোনো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে না পারা। শুধু ক্ষমতার বলয় কেন্দ্রিক হাতিয়ার ও লাঠিয়াল হিসেবে কাজ করতে গিয়ে ছাত্র সমাজের শুধুই অপূরণীয় ক্ষতিই হয়নি, বরং পুরো রাজনীতির ব্যাপারেই একটি অনীহা জন্মেছে। যার ফলে সৎ, মেধাবী ও চৌকস তরুণরা বেশি মাত্রায় ক্যারিয়ার প্রিয় হয়ে উঠেছে। দেশ ও জাতির সেবা করার কোনো প্রত্যয় বা আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি হচ্ছে না।'

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 'বাংলাদেশ ছাত্রপক্ষে'র অন্যতম উপদেষ্টা নাসির আবদুল্লাহ, অ্যাডভোকেট আলী নাসের খান, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি প্রমুখ। ##

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।