জুন ২৭, ২০২৩ ১০:৩৫ Asia/Dhaka
  • রেডিও তেহরান বাংলা'র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা

ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রেডিও তেহরানের বাংলা বিভাগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা।

২৩ জুন বেলা আড়াইটায় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শাকিরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।ক্লাব সেক্রেটারি মোঃ সোহেল রানা হদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ সুবর্ণ। তিনি উপস্থিত সকল সদস্য, শ্রোতাবন্ধু এবং অতিথিদেরকে অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করেন।

রেডিও তেহরানের সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,

রেডিও তেহরানের বাংলা বিভাগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও প্রিয়জন অনুষ্ঠানের প্রযোজক মুহাম্মদ আশরাফুর রহমান এবং রেডিও তেহরানের মনিটর ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণের পর ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কুরআন তেলাওয়াতের পর উপস্থিত সবার সংক্ষিপ্ত পরিচিতি পর্ব শেষে মূল আয়োজন শুরু হয়।  

প্রথমেই ছিল শ্রোতাদের মুক্ত আলোচনা। শ্রোতাদের মুক্ত আলোচনায় অংশ নিয়ে রেডিও তেহরান নিয়ে স্মৃতিচারণ করেন ক্লাবের অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন রিজু, যশোরের শ্রোতা মাহবুব হোসেন, বিশিষ্ট ডিএক্সার ও বাংলাদেশ বেতারের সবুজ মাহমুদ, মুহাম্মদ জহুরুল ইসলাম, পটুয়াখালীর বিশিষ্ট শ্রোতা ও ব্যাংকার জিল্লুর রহমান, ময়মনসিংহের শ্রোতা শুকুর মাহমুদ, জামালপুরের শ্রোতা নূর-এ মাহমুদা পরী এবং ফরিদপুরের শ্রোতা আলো আহমেদ। মুক্ত আলোচনায় শ্রোতাবন্ধুরা রেডিও তেহরানের নানা অনুষ্ঠানের আলোচনা-সমালোচনা এবং দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর অতিথিদের আলোচনা পর্বে শুরুতেই আলোচনা এবং বিভিন্ন দাবি পেশ করেন রেডিও তেহরানের মনিটর, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন। তিনি তার শাণিত বক্তব্যে রেডিও তেহরানের একাল-সেকাল এবং বিভিন্ন কারিগরী বিষয় তুলে ধরেন। অনুষ্ঠান ও রিসেপশনের মান উন্নয়নে তিনি সুনির্দিষ্ট প্রস্তাব দেন। 

জনাব শাহাদত বলেন, বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ফলে এখন ইরানের গুরুত্ব বেড়েছে। তাই ইরানকে তার সংস্কৃতি বিকাশে গুরুত্ব দিতে হবে। একাজে রেডিও তেহরান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই রেডিও তেহরানের শ্রবণমান উন্নয়নে পদক্ষেপ নিতে হবে।

আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সভাপতি প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন বলেন, যে সময় সকল বেতার হারাতে বসেছে সে সময় রেডিও তেহরান নতুন উদ্যমে জেগে উঠেছে। ইরান দেখা সকল শ্রোতার স্বপ্ন, প্রতি বছর ইরান ভ্রমণের সুযোগ প্রদানে রেডিও তেহরানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের এক পর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাবন্ধু, রেডিও তেহরানের মনিটর মোঃ নাজিম উদ্দিন আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করে লিখিত বার্তা পাঠান৷ বার্তাটি পড়ে শোনান ক্লাব সেক্রেটারি মোঃ সোহেল রানা হৃদয়।

সিনিয়র সাংবাদিক  সিরাজুল ইসলাম 

বিশেষ অতিথির বক্তব্যে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক এবং জনপ্রিয় অনুষ্ঠান কথাবার্তার বিশ্লেষক সিরাজুল ইসলাম  রেডিও তেহরানে তার কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। রেডিও তেহরানের বাংলা বিভাগের ৪১তম বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছাসহ আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তিনি আরো বলেন, রেডিও তেহরান এখন মজলুমের কন্ঠস্বর। নিপীড়িত মানুষের মুখপত্র। বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে রেডিও তেহরান তার শ্রোতাদেরকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান

সুদূর ইরান থেকে ছুটে এসে যিনি এই আয়োজনকে সার্থক করেছেন, সেই সিনিয়র সাংবাদিক জনাব আশরাফুর রহমান তার বক্তব্যে রেডিও তেহরানে দীর্ঘদিন কাজ করার নানা দিক তুলে ধরেন। শ্রোতাদের নানা প্রশ্নের জবাব দেন এবং এ ধরনের আয়োজনের সাথে তিনি সবসময় থাকবেন বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, একটি বেতার কেন্দ্রের প্রাণ তার শ্রোতাগণ।

রেডিও তেহরান তাই সবসময় তার শ্রোতাদেরকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে, ভবিষ্যতেও দেবে। শ্রোতাদের দাবির প্রতি সম্মান জানিয়ে রেডিও তেহরান তার প্রচার কার্যক্রম আরো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। শ্রোতা ক্লাব তৈরিতে অনুপ্রাণিত করছে।

সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদ

সারারাত জার্নি শেষে অনুষ্ঠানে যোগ দিয়ে ভর দুপুরের ক্লান্ত শরীরে চোখ মুছতে মুছতে অর্ধ ঘন্টাব্যাপী কথার ফুল যিনি ফুটিয়েছেন সেই প্রিয় ব্যক্তি রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদ। উপস্থিত শ্রোতাবন্ধুদেরকে জীবনের নানা বিষয়ের অবতারণা করে আকৃষ্ট করে রেখেছিলেন, মন্ত্রমুগ্ধের ন্যায় শ্রোতারা শ্রবণ করেছেন তাঁর কথা। রেডিও তেহরান জীবনের মোড় কিভাবে ঘুরিয়েছেন সেই সব কাহিনি শ্রোতাদেরকে অনুপ্রাণিত করেছে। নিজেদের অর্থায়নে এমন আয়োজন করার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে রেডিও তেহরানের বাংলা বিভাগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

সবশেষে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সভাপতি প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন সবাইকে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানান এবং রেডিও তেহরানের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, তারা হলেন- নারী ও শিশু বিষয়ক সম্পাদক রওশন আরা লাবনী, সংস্কৃতি/অনুষ্ঠান সম্পাদক আতাউর রহমান রঞ্জু, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম রানা, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ সাগর মিয়া, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রওশন মুরাদ মুগ্ধ, সোহেল মুরাদ স্নিগ্ধ, এসটি তাইজুল ইসলাম, মোঃ মোতালেব হোসেন, আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদীর সভাপতি হোসাইন মুসা ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, রেহানা পারভিন, নাসির হোসেন, সোনিয়া আক্তার, মিতু ফারিয়া, মোখলেসুর রহমান, মোঃ আসাদুল্লাহ, মুজিবুর রহমান, শুকুর মাহমুদ, জাফর আলী, শাহরিয়ার বাপ্পী, রাশেদ আহমেদ, ইসমাত দোলা, আসমাউল হুসনা দৃষ্টি, খোকন মিয়া, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, নুরে মাহমুদা পরী, সফিকুল ইসলাম, আলী হাজারী এবং ক্লাবের সিনিয়র উপদেষ্টা এম আলম।

বার্তাপ্রেরক:

মোঃ সোহেল রানা হদয়

সেক্রেটারি, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা।

পার্সটুডে/আশরাফুর রহমান/জিএআর/২৭

ট্যাগ