ঈদে নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ, কোন জঙ্গি হামলার আশংকা নেই : ডিএমপি কমিশনার
https://parstoday.ir/bn/news/bangladesh-i124912-ঈদে_নিরাপত্তায়_সব_প্রস্তুতি_শেষ_কোন_জঙ্গি_হামলার_আশংকা_নেই_ডিএমপি_কমিশনার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৮, ২০২৩ ১৪:৩৪ Asia/Dhaka
  • ঈদে নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ, কোন জঙ্গি হামলার আশংকা নেই : ডিএমপি কমিশনার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা সরেজমিন পরিদর্শনে এসে তিনি বলেন, ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া আর অন্য কোনো ব্যাগ সঙ্গে নিয়ে আসা যাবে না। প্রত্যেককে চেকপোস্টে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার জানান, গাড়ি কোথায় থামবে সে বিষয়েও উল্লেখিত নির্দেশনা দেয়া থাকবে।

ঈদের ছুটির এ সময়টাতে জাতীয় ঈদগাহসহ গোটা রাজধানীজুড়ে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে কোন জঙ্গি হামলার শঙ্কা নেই বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।  তারপরেও অতীত ইতিহাসের বিষয়টি মাথায় রেখে পুলিশের সব ইউনিট তৎপর রয়েছে।

কমিশনার বলেন, ডিএমপির ৩২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৩-৪ হাজার জনকে হয়তো ছুটিতে থাকবেন, বাকিরা নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবেন। এদিকে, ঘরমুখো মানুষের স্রোত বুধবার সকাল থেকে আরো বেড়েছে। রাজধানী ঢাকা থেকে বাসে ট্রেনে গ্রামের পথে বেড়িয়েছেন নগরবাসী। কিন্তু সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেকেকে।

মহাসড়কে পরিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি, সেতুতে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর ফলে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ৩৮ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃষ্টি হয়েছে। বুধবার ভোররাত থেকে মহাসড়‌কের বাঐখোলা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ১৫ কিলোমিটার এবং রাবনা বাইপাস হ‌তে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। #

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।