৬০ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু; প্রাণহানির পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যা
https://parstoday.ir/bn/news/bangladesh-i126198-৬০_জেলায়_ছড়িয়েছে_ডেঙ্গু_প্রাণহানির_পাশাপাশি_বাড়ছে_আক্রান্তের_সংখ্যা
বাংলাদেশে চলতি বছরের শুরু থেকেই ডেঙ্গু পরিস্থিতি লাগামহীন। গত বছর ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয় সেটা এখনও চলমান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ১৫ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছরের মে-জুন মাস থেকে হাসপাতালে ডেঙ্গুর রোগীর সংখ্যা বাড়তে শুরু করে এবং এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ৩০, ২০২৩ ১৮:২৫ Asia/Dhaka

বাংলাদেশে চলতি বছরের শুরু থেকেই ডেঙ্গু পরিস্থিতি লাগামহীন। গত বছর ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয় সেটা এখনও চলমান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ১৫ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছরের মে-জুন মাস থেকে হাসপাতালে ডেঙ্গুর রোগীর সংখ্যা বাড়তে শুরু করে এবং এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে।

সেখানে চলতি বছরের গেল জুন মাসের তুলনায় এই জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাত গুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৭৫ জন, জুলাই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।

আজ (রবিবার) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এতথ্য জানান।

প্রতিরোধে কার্যকর গুরুত্ব না দেওয়ায় দেশের ৬০ জেলায় ডেঙ্গু ছড়িয়েছে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদেরা। তারা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি এবার জটিল হচ্ছে। মানুষ একই সঙ্গে ডেঙ্গুর একাধিক ধরনেও আক্রান্ত হচ্ছেন। আর কীটতত্ত্ববিদেরা বলছেন, পরিস্থিতির ধারাবাহিক অবনতি হওয়ায় এবার ডেঙ্গুতে বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

দেশের বিভিন্ন জেলা উপজেলা কিংবা গ্রাম পর্যায়ের পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। ফলে দেখা দিয়েছে শয্যা সংকট। চিকিৎসকরা বলছেন, শুরুতে বেশীর ভাগ ডেঙ্গু রোগী ঢাকায় ছিল। কিন্তু এখন বাড়ছে স্থানীয় রোগীর সংখ্যা। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন মনে করেন, জ্বর হলেই পরীক্ষা করানোর পাশাপাশি, তরল খাবার খাওয়াতে হবে রোগীকে।

স্থানীয় প্রশাসনও ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা, সেমিনার, পরিস্কার পরিছন্নতা অভিযানসহ নানা কার্যক্রম বাড়াতে কাজ করছে বলে জানান কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ। এদিকে, সারাদেশে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

রোববার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।