চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৫৬৩
https://parstoday.ir/bn/news/event-i145126-চলতি_বছর_ডেঙ্গু_আক্রান্ত_১_লাখ_ছাড়াল_মৃত্যু_৫৬৩
বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৫ জন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৪ ১৯:১৭ Asia/Dhaka
  • চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ছাড়াল, মৃত্যু ৫৬৩

বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৫ জন।

আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৬৩ জন। মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯৪ জন। তবে তাদের মধ্যে ৯৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মারা গেছেন ৫৬১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ১ লাখ ২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চলতি মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৬০ জন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৮ হাজার ২৬৯ জন।

বাংলাদেশে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। এ সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

শীত এলে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমে আসে। তবে কয়েক বছর ধরে এর ব্যতিক্রম হচ্ছে দেশে। এবার এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২১ হাজার ৪৯ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন। #

পার্সটুডে/জিএআর/২২