ফেসবুক লাইভে রেডিও তেহরান শুনুন, পুরস্কার জিতুন
ফেসবুক লাইভে রেডিও তেহরান শুনুন, পুরস্কার জিতুন
রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শর্টওয়েভ, ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুকে শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রতিদিন এই পেইজে (facebook.com/ParsTodayBangla) অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। ফেসবুক লাইভে শ্রোতাদের উপস্থিতি বাড়াতে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ একটি ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতার শর্তাবলী:
০১. রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ফেসবুকে লাইভ চলা অবস্থায় শুনতে হবে।
০২. লাইভে রিয়েক্ট দিতে হবে।
০৩. অনুষ্ঠান শোনা অবস্থায় কমেন্টস বক্সে ‘লাইভ প্রতিযোগিতা’ লিখে আপনার পূর্ণ নাম-ঠিকানা এবং অনুষ্ঠান শোনা শুরু ও শেষের সময়টি লিখতে হবে।
০৪. একজন প্রতিযোগী একদিনে শুধু একবার উপরোক্ত তথ্য দেবেন। তবে তিনি অন্যান্য কমেন্টস যতবার ইচ্ছা করতে পারবেন।
০৫. প্রতি মাসে অন্ততঃ পনেরদিন অনুষ্ঠান শোনা অবস্থায় প্রতিযোগিতায় অংশ নিতে হবে। পনের দিনের কম হলে তাকে বিজয়ী করার জন্য বিবেচনা করা হবে না।
০৬. প্রতি মাসে অংশগ্রহণকারী শ্রোতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে দু’জনকে বিজয়ী করা হবে।
০৭. বিজয়ীকে পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।
০৮. প্রতিযোগিতার বিষয়ে কর্তৃপক্ষ যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে।
০৯. প্রতিযোগিতার বিষয়ে আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সিদ্ধান্তই চূড়ান্ত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন