আওয়ামী লীগ সরকারের কাছে কেউ নিরাপদ নয়: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i127754-আওয়ামী_লীগ_সরকারের_কাছে_কেউ_নিরাপদ_নয়_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার। এদের কাছে গণতন্ত্র, মানুষ ও জনগণ কিছুই নিরাপদ নয়। 
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১৮:৪৪ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার। এদের কাছে গণতন্ত্র, মানুষ ও জনগণ কিছুই নিরাপদ নয়। 

তিনি বলেছেন, সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়, কিন্তু জনগণ এবার তা রুখে দাঁড়াবে। 

মঙ্গলবার রাজধানীর শমরিতা হাসপাতালে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, কুমিল্লার লালমাই থানার এক সাংগঠনিক সভা একটি বাসায় চলাকালে স্থানীয় মন্ত্রী ও এমপির ভাইয়ের নেতৃত্ব হামলা চালানো হয়েছে। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে নাও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার পরিস্থিতি এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে, মফস্বলে বাসায় বসে সভা করলেও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।