ডেঙ্গুর বিস্তার থামাতে ব্যর্থতাই এখন প্রমাণিত, ভোগান্তিতে অসহায় রোগী ও স্বজনরা
(last modified Wed, 06 Sep 2023 12:57:23 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৮:৫৭ Asia/Dhaka

বাংলাদেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ।

সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। আর চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই রোগীকে পরীক্ষা করে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে। কিন্তু ভোগান্তি কমছে না নগরবাসীর। তৃনমূল জেলা উপজেলায়ও কষ্টে আছেন সাধারণ মানুষ। 

তবে কোন কিছু করেই ডেঙ্গু থেকে মুক্তি মিলছে না। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন,১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৬ হাজার ১২৭ জন। ঢাকা সিটি কর্পোরেশন বলছে,চলমান ডেঙ্গু পরিস্থিতিতে জনসচেতনতার বিকল্প নেই। 

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের ভর মৌসুম চলছে এখন। তবে এবারের এই ভর মৌসুমে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে সমানতালে। হাসপাতালে ভর্তি হয়েও আশংকায় দিন কাটাচ্ছেন রোগি ও স্বজনরা। 

তবে শিশুদের জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতনতার হওয়ার পরামর্শ  দিলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মোহাম্মদ নিয়াতুজ্জামান। তিনি জানান, রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এ বছর এত বেশি ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হয়েছে, যা এর আগে কখনো দেখা যায়নি। ভর্তি হওয়া রোগীদের প্রায় এক-চতুর্থাংশ শিশু। এছাড়া জ্বরে আক্রান্ত অনেক শিশুকে বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। সারা দেশে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। এতে জনসাধারণের মধ্যে আতংক কাজ করছে। এদিকে, ডেঙ্গু সচেতনতায় ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে দেয়া হচ্ছে নানারকম দিক নির্দেশনা। সিটি কর্পোরেশন বলছে, চলমান ডেঙ্গু পরিস্থিতিতে জনসচেতনতার বিকল্প কিছু নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যতই কাজ করুক যদি প্রতিটি পরিবার সচেতন না হয় তাহলে মৃত্যু কমানো কঠিন।

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।