ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধের আহবান
অস্ত্র প্রতিযোগিতা নয়, শিশুদের উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
অস্ত্র প্রতিযোগিতায় অর্থ খরচ না করে, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করতে, বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধের আহবানও জানান তিনি। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, শেখ রাসেল দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় স্মার্ট বাংলাদেশের প্রতিটি শিশুকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান, প্রধানমন্ত্রী।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ও শেখ রাসেল পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ, সংঘাত হানাহানি, মানব ইতিহাসে নতুন কিছু নয়। তবে বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখেন তিনি। ডিজিটাল বাংলাদেশ ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিশুরা। তারা স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে, সে লক্ষ নিয়ে কাজ করছে সরকার। এছাড়া শিশুদের বিকাশে দেশের প্রতিটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
শিশুরা আরও উন্নত হবে জানিয়ে তিনি বলেন, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজ থেকে ১৪ বছর আগের বাংলাদেশ কেমন ছিল? আওয়ামীলীগ সরকারই ৯৬ সালে ক্ষমতায় এসে ডিজিটাল সিস্টেমের ব্যবস্থা করেছে, দেশে ইন্টারনেটের ব্যবস্থা চালু করেছে।
এ সময় শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুরা লেখাপড়া শিখবে। মা-বাবার কথা মেনে চলবে। আর একটা কথা মনে রাখবে, ধনসম্পদ কিছু থাকবে না, শুধু শিক্ষাটা থাকবে। শিক্ষাটাই মূল শক্তি।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।