ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i129666-ফিলিস্তিনিদের_প্রতি_সংহতি_জানিয়ে_রাষ্ট্রীয়_শোক_পালন_করছে_বাংলাদেশ
ইহুদিবাদি ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের হওয়ার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। আজ (শনিবার) দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
অক্টোবর ২১, ২০২৩ ১৬:৪৮ Asia/Dhaka
  • রেল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে
    রেল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে

ইহুদিবাদি ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের হওয়ার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। আজ (শনিবার) দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে ফিলিস্তিনিদের জন্য শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।

শহিদুল ইসলাম কবির

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে তিনি ইসরাইলের এই ন্যক্কারজনক জুলুম বন্ধে সরকার কুটনৈতিকভাবে জোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২১