কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭,উদ্ধার কাজে রিলিফ ট্রেন
(last modified Mon, 23 Oct 2023 15:07:48 GMT )
অক্টোবর ২৩, ২০২৩ ২১:০৭ Asia/Dhaka
  • ভৈরবে ট্রেন দুর্ঘটনা
    ভৈরবে ট্রেন দুর্ঘটনা

বাংলাদেশের ভৈরবে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ যাত্রী নিহত হয়েছে।

আজ বিকেলে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেক। ভৈরব রেলওয়ে থানার ডিউটি অফিসার সিরাজুল ইসলাম জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের সঙ্গে ঢাকাগামী এগারোসিন্ধুর এক্সপ্রেসের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থাপন করা কন্ট্রোল রুমের কর্মকর্তা আবু সালেহ বলেন, এখন পর্যন্ত ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে।নিহতদের মধ্যে দুইজন নারী এবং ১৫ জন পুরুষ।

ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং নোয়াখালীর রেল-যোগাযোগ বন্ধ রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন জানিয়েছেন, উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ