বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত, তিনটি বাসে আগুন
https://parstoday.ir/bn/news/bangladesh-i130000-বিএনপির_ডাকে_সকাল_সন্ধ্যা_হরতাল_পালিত_তিনটি_বাসে_আগুন
সারাদেশে ঢিলেঢালাভাবে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিএনপির ডাকা ওই হরতালকে সমর্থন জানিয়েছে জামায়াতসহ বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। তবে, এই হরতালের প্রভাব পড়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে। হরতালের কারণে সবচেয়ে ব্যস্ততম এ মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই কম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২৯, ২০২৩ ১৭:১৭ Asia/Dhaka
  • বিজয় স্মরণী, ঢাকা।
    বিজয় স্মরণী, ঢাকা।

সারাদেশে ঢিলেঢালাভাবে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিএনপির ডাকা ওই হরতালকে সমর্থন জানিয়েছে জামায়াতসহ বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। তবে, এই হরতালের প্রভাব পড়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে। হরতালের কারণে সবচেয়ে ব্যস্ততম এ মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই কম।

আজ (রোববার) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, মোহাম্মদপুর ও বংশালে তিনটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ডেমরায় বাসে আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে এক হেলপারের মৃত্যু হয়েছে।

রাজধানীর তাঁতিবাজারে বিহঙ্গ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এদিকে, হরতালের প্রথম ভাগে রাজধানীর সড়কগুলোতে যানবাহন দেখা গেছে তুলনামূলকভাবে কম। সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা গেছে বিপুল সংখ্যক পুলিশের সতর্ক উপস্থিতি। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও পুলিশকে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা, মালিবাগ, মৌচাক, রামপুরা, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, নগর পরিবহনের বাস চলছে কম। তবে রাস্তায় রিকশা ও অটোরিকশা চলছে, ব্যক্তিগত গাড়িও আছে কিছু। কাজের জন্য রাস্তায় বের হওয়া মানুষকে বিভিন্ন মোড়ে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে। ঢাকা পরিবহন মালিক সমিতি হরতালের মধ্যেও বাস চালানোর ঘোষণা দিয়েছিল। কিন্তু যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলতে দেখা যায়নি।

অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২৯