রেলসেবা পৌঁছালো কক্সবাজারে,আইকনিক রেলস্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i130634-রেলসেবা_পৌঁছালো_কক্সবাজারে_আইকনিক_রেলস্টেশন_উদ্বোধন_করলেন_প্রধানমন্ত্রী
দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটিয়ে এবার রেলসেবা পৌঁছালো পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত। নবনির্মিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রতীক্ষিত রেললাইন ও কক্সবাজারের ঝিনুক আদলের আইকনিক রেলস্টেশন আজ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১১, ২০২৩ ১৮:১৬ Asia/Dhaka
  • উদ্বোধনের পরই ট্রেনযোগে কক্সবাজার রেলস্টেশন থেকে রামুতে যান তিনি।
    উদ্বোধনের পরই ট্রেনযোগে কক্সবাজার রেলস্টেশন থেকে রামুতে যান তিনি।

দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটিয়ে এবার রেলসেবা পৌঁছালো পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত। নবনির্মিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রতীক্ষিত রেললাইন ও কক্সবাজারের ঝিনুক আদলের আইকনিক রেলস্টেশন আজ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,এরপরে সারাদেশের সঙ্গে কক্সবাজারে রেল যোগাযোগের উদ্যোগ নেয়া হবে।এই সেবা পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন বয়ে আনবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ গত ১৫ বছরের বদলে গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা মাত্রই অনেকগুলো উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, বাংলাদেশের স্বাক্ষরতা হার বৃদ্ধি, দেশের এই রেলপথ থেকে শুরু করে রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, মসজিদ সবকিছুর উন্নয়ন করা হয়েছে। যমুনা নদীর ওপর ব্রিজ নির্মান, তার সঙ্গে রেল সংযোগ, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ সংযোগ করে যমুনা সেতু নির্মাণ করে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ সংযুক্ত হয়। দক্ষিনাঞ্চলকে সংযুক্ত করা হয়েছে পদ্মা সেতু নির্মানের মাধ্যমে।

সুধী সমাবেশে শেষে নতুন স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনের যাত্রী হয়ে কক্সবাজার থেকে রামু পর্যন্ত সফর করেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে মাতারবাড়িতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে যোগদেন জনসভায়। কক্সবাজারে ভ্রমণে এতদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও আকাশপথে পর্যটকদের আসার সুযোগ থাকলেও, এখন থেকে যুক্ত হলো রেল যোগাযোগ ব্যবস্থা। আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রীবাহি ট্রেন চলাচল শুরু হবে। ১৮ হাজার কোটি টাকায় নির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন ও কক্সবাজারের আইকনিক রেলস্টেশন প্রকল্প সাধারনের মানুষের জন্য উম্মুক্ত হলো। আইকনিক স্টেশনের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হলো কক্সবাজার। এই রেল পথের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ।#

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।