অনুমতি না পাওয়ায় ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে না আ.লীগ-কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i131706-অনুমতি_না_পাওয়ায়_১০_ডিসেম্বর_রাজধানীতে_সমাবেশ_করবে_না_আ.লীগ_কাদের
নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে, সমাবেশ করবে না আওয়ামী লীগ। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২৩ ১৭:২১ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে, সমাবেশ করবে না আওয়ামী লীগ। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, যেসব দল নির্বাচন বয়কট কোরে অবরোধ-হরতাল ডাকছে তারা গণতন্ত্রের শক্তি নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায়, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল একসঙ্গে লড়বে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুপ্রিমকোর্ট সংলগ্ন তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে তিনি সাংবাদিকদের জানান, তফসীল ঘোষণার পর থেকে নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেখার এখতিয়ার কমিশনের। তাদের অনুমতি না নিয়ে, কোন রাজনৈতিক কর্মসূচি করা যাবে না।

এদিকে, দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওবায়দুল কাদের বলেন, বিগত কয়েক বছর ১৪ দল আওয়ামী লীগের সাথে কাজ করছে। এই নির্বাচনে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেয়া হবে। 

আগামী দুই এক দিনের মধ্যে শরীকদের আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান, আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।