শরীকদের আসনে নৌকার প্রার্থী থাকবে না- কাদের; সিট ভাগাভাগি লজ্জার- নজরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i132206-শরীকদের_আসনে_নৌকার_প্রার্থী_থাকবে_না_কাদের_সিট_ভাগাভাগি_লজ্জার_নজরুল
উদ্দেশ্য প্রণোদিতভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলে বিএনপি ও তাদের দোসররা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে চলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে শরীকদের আসনগুলোতে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৩ ১৬:৫৩ Asia/Dhaka

উদ্দেশ্য প্রণোদিতভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলে বিএনপি ও তাদের দোসররা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে চলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে শরীকদের আসনগুলোতে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে।

আজ (রবিবার) সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের জানান, নির্বাচন বানচালে তারা যতই বাধা দিক যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, আওয়ামী লীগের সাথে শরীক দলগুলোর সম্পর্ক মুক্তিযুদ্ধের চেতনার। এক সাথে সবাই গণতান্ত্রিক আন্দোলনের পথে সবগুলো শরীক দল। তবে এ নিয়ে অপরাজনীতি করছে একটি পক্ষ। শরীক ও মিত্রদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো থেকে আওয়ামী লীগ নৌকা প্রত্যাহার করে নেবে বলেও জানান কাদের। 

নজরুল ইসলাম খান

অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি দল তাদের তৈরি করা কিছু নামসর্বস্ব দল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। তারা প্রকাশ্যে সিট ভাগাভাগি করছে, যা গণতন্ত্রের নামে লজ্জার। আজ  সকালে রাজধানীর গুলশানে কুয়েত দুতাবাসে কুয়েত আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ’র মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর শেষে তিনি এ মন্তব্য করেন।

মুজিবুল হক চুন্নু

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় পার্টি। রবিবার বিকেলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পার্টির মহাসচিব বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন চেয়ারম্যান জি এম কাদের। নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়,দলীয় সিদ্ধান্তের বিষয় ছিল। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিকে, জাপার জন্য আওয়ামীলীগ ২৬ টি আসন ছেড়ে দিচ্ছে বলেও শোনা যাচ্ছে বিভিন্ন আলোচনায়।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।