গুপ্ত হামলা বন্ধ না করলে বিএনপির বিরুদ্ধেই অসহযোগ করবে জনগণ: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i132374-গুপ্ত_হামলা_বন্ধ_না_করলে_বিএনপির_বিরুদ্ধেই_অসহযোগ_করবে_জনগণ_কাদের
বাংলাদেশে গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের মাঠ থেকে পলাতক দল বিএনপি কীভাবে অসহযোগ আন্দোলন করবে এমন প্রশ্নও রাখেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৩ ১৭:০৬ Asia/Dhaka
  • গুপ্ত হামলা বন্ধ না করলে বিএনপির বিরুদ্ধেই অসহযোগ করবে জনগণ: কাদের

বাংলাদেশে গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের মাঠ থেকে পলাতক দল বিএনপি কীভাবে অসহযোগ আন্দোলন করবে এমন প্রশ্নও রাখেন তিনি।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ ছাড়া ট্যাক্স-বিল যাদের বাকি, ঋণ নিয়ে যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে তিনি আরো বলেন, রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না। অসহযোগ আন্দোলন করতে হলে জনসম্পৃক্ততা প্রয়োজন যা বিএনপির নেই। এসময় গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণই তাদের প্রতিহত করে গণশাস্তি দেবে বলেও জানান ওবায়দুল কাদের।

রুহুল কবির রিজভী

এদিকে, বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে দলটির শীর্ষস্থানীয় নেতারা ।

বৃহস্পতিবার সকালে এলিফেন্ট রোড ও বেইলি রোডে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। ঢাকা জাজকোর্ট থেকে লিফলেট বিতরণ ও মিছিল সমাবেশ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ছাড়া সরকারের পদত্যাগ ও নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো মিছিল সমাবেশ করেছে। সমাবেশ থেকে অসহযোগ আন্দোলন সফল করতে, দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।#

পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/২১