নির্বাচনের দিন বিএনপি-জামায়াতের নাশকতার আশংকা কাদেরের; সতর্ক থাকার আহ্বান
https://parstoday.ir/bn/news/bangladesh-i132982-নির্বাচনের_দিন_বিএনপি_জামায়াতের_নাশকতার_আশংকা_কাদেরের_সতর্ক_থাকার_আহ্বান
৭ জানুয়ারি ভোটের দিন কোনো অপশক্তি যাতে হামলা ও সহিংসতা করতে না পারে, সে বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে ভোটদানে বাধা দিলে তা প্রতিহত করার ঘোষণাও দেন তিনি।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৪ ১৮:৪৪ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

৭ জানুয়ারি ভোটের দিন কোনো অপশক্তি যাতে হামলা ও সহিংসতা করতে না পারে, সে বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে ভোটদানে বাধা দিলে তা প্রতিহত করার ঘোষণাও দেন তিনি।

শুক্রবার ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশন সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির মিডিয়া সেলের অফিসে ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে। আসন্ন ভোটে নৌকার পক্ষে অভূতপূর্ব জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির চলমান আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, দলটি প্রকাশ্যে নির্বাচনে বাঁধা দিচ্ছে।  

 ডক্টর আবদুল মঈন খান 

এদিকে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান বলেছেন, ৭ জানুয়ারির ভোটের ফল একজনের ইচ্ছায় নির্ধারিত হবে।

শুক্রবার সকালে, গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মঈন খান অভিযোগ করে বলেন, সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া, ভাতার কার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকিও দেওয়া হচ্ছে। একতরফা প্রহসনের নির্বাচন দাবী করে, তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় বিএনপির এই শীর্ষ নেতা। অন্যদিকে নির্বাচন বর্জনের দাবীতে, রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে বিএনপি ও তাদের মিত্ররা। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।